Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mufti Burhanuddin Qasemi books

follower

মুফতী বুরহানুদ্দীন কাসেমী

মাওলানা মুফতী বুরহানু্দীন কাসেমী দা.বা.


১৯৬৫ সনের ২ ডিসেম্বর রোজ মঙ্গলবার যশোর জেলার কতোয়ালী থানার লেবুতলা ইউনিয়নের অন্তর্গত কিসমত রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব আব্দুল ওয়াহেদ রহ. ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদ হন। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজ গ্রামেই । অতঃপর ১৯৭৯ ঈসায়ী সনে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলূম খুলনায় মীযান জামাআতে ভর্তি হন এবং সেখান থেকেই ১৯৮৭ সনে কৃতিত্বের সাথে তাকমীল ফিল হাদীস সম্পন্ন করেন।


১৯৮৮ সনে দারুল উলুম খুলনাতেই এক বছর শিক্ষাকতা করেন। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য ১৯৮৯ সনে ভারতের দারুল উলূম দেওবন্দ গমন করেন। সেখানে তিনি পুনরায় দাওরায়ে হাদীস ও তাখাসসুস ফিল আদব সম্পন্ন করেন। পরবর্তিতে দেশে ফিরে মুফতী আব্দুস সালাম রহ. এর সোহবতে থেকে ফিকহ-ফাতাওয়ার ইলম অর্জন করেন।


১৯৯১ সনে পুনরায় আপন শিক্ষাস্থল ও কর্মস্থল দারুল উলূম খুলনায় দরস-তাদরীসের খিদমতে যোগদান করেন। সেখানে তিনি ২০০১ ঈসায়ী সন পর্যন্ত দীর্ঘ দশ বছর খিদমত আঞ্জাম দেন। ২০০১ সন থেকে অদ্যাবধি জামি'আ রাহমানিয়া আরাবিয়ায় বিভিন্ন খিদমতের পাশাপাশি হাদীসের খিদমত করে আসছেন। এছাড়াও তিনি যশোর জামি'আ সওতুল কুরআনের প্রিন্সিপাল ও ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতীবের দায়িত্ব পালন করছেন। আধ্যাত্বিক দিক থেকে তিনি শাইখ মাহমুদুল হাসান দা.বা. (যাত্রাবাড়ীর হুযূর) এবং মুফতী নূরুল আমীন দা.বা. এর মুজায।

দাওয়াতী সফর তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটিঅংশ। এ উদ্দেশ্যে তিনি সৌদিআরব, মিশর, কাতার, মৌরিতানিয়াসহ বহু দেশ সফর করেছেন।


মুফতী বুরহানুদ্দীন কাসেমী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed