১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
সূচিপত্র * এডোব ফটোশপ সিএস পরিচিতি * এডোব ফটোশপ সিএস ইনস্টল * ফটোশপ সিএস-এ পাতা তৈরি * ফটোশপ সিএস-এর উইনডো ও টুলবার * ফটোশপের লেয়ার এবং ইফেক্ট * ফটোশপের টুলবার ও টলসমূহ * ফটোশপ সিএস-এ প্রচ্ছদ ডিজাইন * টুকরো জোড়া দিয়ে পিকচার তৈরি * ফটোশপ সিএস-এর ফিল্টার ইফেক্ট * বিভিন্ন ছবির সমন্বয়ে ডিজাইন তৈরি * ফটোশপ সিএস : ট্রিকস এন্ড টিপস্
ভূমিকা এডোব ফটোশপ বিশ্বজুড়ে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারদের কাছে বহুল ব্যবহৃত সফটওয়্যার হিসেবে স্বীকৃত। সম্প্রতি রিলিজ হয়েছে এডোব ফটোশপের সিএস ভার্সন। আগেকার সকল ভার্সনগুলো থেকে অনেক উন্নত আর আধুনিক মানসম্পন্ন ফটোশপ সিএস ইতিমধ্যে পৌঁছে গেছে প্রফেশন্যাল এবং নন প্রফেশন্যাল ডিজাইনারদের কাছে।
এই বইতে ফটোশপ সিএস ভার্সনের বিভিন্ন জটিল কর্মকান্ডগুলোকে একেবারে বেসিক ফর্মেশনে ইউজার ফ্রেন্ডলী হিসেবে উপস্থাপনের চেষ্টা ছিল আমার। যার মাধ্যমে প্রফেশন্যালরা তো বটেই এমনকি যারা ফটোশপে একেবারেই নবিশ তারাও এই গাইডলাইন নিয়ে অনায়াসে বিচরণ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের সীমাহীন সম্ভাবনাসমৃদ্ধ ফটোশপ সিএস-এর বর্ণিল ভুবনে।
তাছাড়া, আগের বইগুলোর তুলনায় বর্তমান বইটি অন্যরকমভাবে সাজানো হয়েছে। বিষয়ভিত্তিক ভিন্নতা তো আছেই, তার সাথে যুক্ত হয়েছে কিছু প্রফেশন্যাল মেকানিকজম। যাতে নন প্রফেশন্যালরাও নিজের যোগ্যতায় প্রফেশন্যালদের কাতারে দাঁড়াতে পারেন অনায়াসে।
যারা প্রিন্টিং মিডিয়ার সাথে যুক্ত আছেন- তাদের জন্য এই বইতে রয়েছে বিশেষ কিছু টিপস্। যেগুলো দারুণভাবে সহায়তা করবে সম্পূর্ণ একটি গ্রাফিক্স ওয়ার্কস ফটোশপ সিএস ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করতে। এমনকি যেসব পাঠক শুধু ফটোশপ সিএস নামক সফটওয়্যারের নাম শুনেছেন কিন্তু ব্যবহার করেননি- তাদের জন্য এই বইটি একান্ত সহযোগি ভূমিকা পালন করবে।
সর্বোপরী, বাংলাদেশে এই প্রথমবারের মতো কোন বইয়ের সাথে সিডি হিসেবে যুক্ত করা হয়েছে ভিডিও টিউটোরিয়াল। সেই সাথে পরীক্ষামূলকভাবে এই বইয়ের সাথে যুক্ত করা হয়েছে সিডি আকারে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ট্রিকস। উক্ত সিডিতে শুধু টিউটোরিয়াল নয়- একইসাথে পাচ্ছেন, বইয়ে ব্যবহৃত বিভিন্ন ডিজাইনের জন্য আবশ্যিক কিছু ইমেজ এবং ফটোশপ সিএস সফটওয়্যারের ব্যাকআপ সফট কপি।
বইটি পড়ে ফটোশপ সিএস চালনা করার সময় যেকোন সমস্যা দেখা দিলে সরাসরি আমার সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। সফটওয়্যার চালনা সংক্রান্ত যে কোন সম্যা পাঠকের পাশে থাকার দৃঢ় অঙ্গিকার রয়েছে আমার- অতীতে ছিলাম বর্তমানে আছি এবং ইনশাল্লাহ্ ভবিষ্যতেও থাকবো।