১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
ভূমিকা নীতিকথার সাথে ইশপ নামটি আজ দুই হাজার বছর ধরে বিশ্বব্যাপি ছড়িয়ে আছে। শুরুটা হয়েছিল গ্রিস থেকে এ বিষয়ে সবাই একমত। যদিও এটা কিছুটা অনিশ্চিত যে আদৌ ইশপ নামে কেউ কখনো ছিলেন কিনা। থাকুক বা না থাকুক ইশপের গল্প নামে নীতিগল্পের একটি ধরা গ্রিস থেকে সৃষ্টি হয়েছে। ইতিহাস দ্বারা ইশপের অস্তিত্ব প্রমাণিত না হলেও যে কোনো নীতিগল্পই ইশপের গল্প নামে প্রচলিত। পঞ্চম খ্রিষ্টপূর্ব শতাব্দীর গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস এর মতে ইশপ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিসের তৎকালীন নগর রাষ্ট্র ডেলফিতে বসবাস করতেন। তিনি একজন ক্রীতদাস ছিলেন। কিন্তু প্রচলিত ধর্মমতের বা রাষ্ট্রের বিরোধিতার কারণে ডেলফির মানুষ তাকে হত্যা করেছিল হিরোডোটাসের এই বক্তব্যের পরে ইশপের এবং তার গল্পগুলোর জনপ্রিয়তা দারুণভাবে বেড়ে যায়। অবশ্য প্রথম শতাব্দীর গ্রিক ঐতিহাসিক প্রটার্কের মতে তিনি ছিলেন লিডিয়ার রাজার একজন উপদেষ্টা। ১৬৯২ খ্রিষ্টাব্দে স্যার রজার এল এস্ট্রাঞ্জ নামক জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি তার নীতিগল্পগুলো বই আকারে প্রকাশ করেন। তিনি তার বইয়ে ইশপকে অদ্ভুত দৈহিক গঠন ও ভৌতিক চরিত্র হিসেবে চিত্রিত করেছিলেন। তার বর্ণিত ইশপের এ চেহারা ছিল তার বুদ্ধি ও প্রজ্ঞার ঠিক বিপরীত। তাকে দেখানো হয়েছে চ্যাপ্ট নাকওয়ালা ও পিঠে বিশাল এক কুঁজওয়ালা একজন কদাকার মানুষ হিসেবে। তার মাথায় ছিল জটপাকানো চুল। মোটকথা তাকে একটি ভুতুড়ে চেহারার মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তার দৈহিক চেহারা যেমনই হোক না কেন তার বুদ্ধিদীপ্ত, মানবিক ও নীতিজ্ঞান সম্পন্ন গল্পগুলি মানুষের মাঝে নৈতিকতার এক মাপকাঠি হিসেবে শত শত বছর ধরে আদরের সাথে প্রচলিত আছে। এ বইয়ে ইশপের সবচেয়ে জনপ্রিয় ৮৮টি গল্প সন্নিবেশিত হয়েছে। আশা করি বইটি পাঠকের মন জয় করতে পারবে।
আদিত্য অনীক বর্তমান বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল কবি, ঔপন্যাসিক এবং ছড়াকার । তার জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় । কর্মজীবনের পাশাপাশি সাহিত্য চর্চা চালিয়ে গেছেন নীরবে । সাহিত্যের বিভিন্ন শাখায় তার দৃপ্ত পদচারণা । বিগত পনেরো বছর যাবৎ তিনি সাহিত্যের সকল মাধ্যমেই অনবরত লিখে যাচ্ছেন । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমুহ হলো:- বেদনার নিঃশব্দ কোলাহল, পাললিক গেরস্থালি, সীমানা বাড়িয়ে দাও, নিষিদ্ধ নন্দিনী ইত্যাদি । উপন্যাসসমূহের মধ্যে আকাশ প্রিয়তি, উত্তরের সেক্টর, টাঙ্গুয়ার প্রেতাত্মা, পাহাড় নদী ও মাধবী, ইবনে বতুতার দাসী, অভিসার, প্রত্যাশা এখন হৃদয়ের কাছে ইত্যাদি । নীল কঠুরির ভুত ও ভয়ঙ্কর মধুপুর তার কিশোর উপন্যাস । ভালো খোকা , ছন্নছাড়া ছড়া তার ছড়া গ্রন্থ । এ ছাড়া , আদিত্য অনীকের অনুকাব্য, ঋদ্ধ কৃষ্ণচূড়া তোমাকে ইত্যাদি তার বিশেষায়িত কাব্যগ্রন্থ ।