১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের আমলা হিসেবে অবসর জীবনে যাওয়া লেখক শহীদ আকন্দ ১৯৩৫ সালের ২১ শে জানুয়ারি ময়মনসিংহের নান্দাইলে জন্মগ্রহণ করেন।তিনি অসংখ্য উপন্যাস,কিশোর সাহিত্য,ভ্রমণ উপন্যাস,অনুবাদ রচনা করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার(১৯৭৮),বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার(১৯৯৮),আবুল মনসুর আহমেদ সাহিত্য পুরস্কার(১৯৭৮),নন্দিনী সাহিত্য পুরস্কার(২০০০),অলক্ত সাহিত্য পুরস্কার (২০০১) লাভ করেন।এছাড়া,তার নির্মিত ছায়াছবি 'প্রাণ সজনী' বেশ প্রশংসিত হয়েছে।
-কাহিনী সংক্ষেপঃ মানুষের জীবনের একটা বড় অংশই পর্দার আড়ালে থেকে যায়। ঠিক যেমন ইউসুফ আমিনের ক্ষেত্রে ঘটেছে! কয়েকটি পরিবারের ঘটনা মনে হলেও আদতে যেয়ে দেখা যাবে যে,সবগুলোর কেন্দ্র ওই এক জায়গাতেই।
শিরীনের বাবা আবদুল করিম এক দুর্ঘটনায় মারা যায়।যার নেপথ্যে ছিলেন ইউসুফ আমিন।ঘটনার সূত্রপাত সেখান থেকেই।মামলা থেকে বাঁচানোর জন্য তাকে সাবধান করতে গিয়ে ইনুর পরিচয় ঘটে তার বাবার সাথে।ঘটনাক্রমে সেখানে চাকরি ঝুটে যায় ইনুর।বাড়ির মেয়ে জেসমিন ওরফে জেসির সঙ্গে ইনুর সম্পর্কটা একটু বেশিই ভালো ছিলো।হয়তবা জেসি তাকে ভালেই বেসেছিলো! কিন্তু,পরে জানতে পারে ইনু জেসির সম্পর্কে ভাই হয়,তাদের বাবা ইউসুফ আমিন।
সারাটি জীবন ধরে মিতা'র সঙ্গে অবৈধ সম্পর্কের কটু কথা শুনতে হয়েছে সকলকে।কিন্তু,আমিনের মৃত্যুর পর জানা গেলো আসলে তাদের একুশটি বছর পূর্বে বিয়ে হয়েছিলো।নিষেধ থাকায় বিয়ের কথা প্রকাশ্যে আনেননি তারা।
এভাবেই কাহিনীর বিস্তৃতি লাভ করে বইজুড়ে। রূপলাভ করে আগাগোড়া মোড়ানো একটি রোমান্টিক উপন্যাস!
-পাঠ প্রতিক্রিয়াঃ একটু ভিন্ন ধাচের বলতেই হচ্ছে।সঙ্গে রোমান্টিকতা কমেনি এতটুকু!
ময়মনসিংহের নান্দাইলে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরেণ্য সাহিত্যিক, ঔপন্যাসিক এবং অনুবাদক শহীদ আখন্দ। লেখালেখি শুরু করেন বাংলা বিভাগের দুই দশক পর হতে, অর্থাৎ ষাটের দশকে। ১৯৬৪ সালে প্রকাশ পায় তার প্রথম উপন্যাস ‘পান্না হলো সবুজ’। এরপর ১৯৭০ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় উপন্যাস ‘পাখির গান বনের ছায়া’। এই উপন্যাসের বিষয়বস্তু ছিলো মধ্যবিত্ত জীবনের উপাখ্যান। এরপর ১৯৭০ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় উপন্যাস ‘পাখির গান বনের ছায়া’। শহীদ আখন্দ একজন বহুমাত্রিক লেখক ছিলেন, এবং এর প্রমাণ পাওয়া যায় তার সৃষ্ট সাহিত্যকর্ম পর্যবেক্ষণ করলে। তার লেখায় এপার-ওপার বাংলার সাধারণ জীবনযাত্রার একটি সূক্ষ্ম চিত্র ফুটে উঠতে দেখা যায়। এছাড়াও তিনি লিখেছেন ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে। শহীদ আখন্দ এর বই সমগ্র এর মাঝে তাই আমরা খুঁজে পাই মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, প্রবন্ধ, ইসলামিক ইতিহাস, কিশোর উপন্যাস, ক্লাসিক অনুবাদগ্রন্থ ইত্যাদি। অর্থাৎ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রেই তিনি ছাপ রেখে চলেছেন। শহীদ আখন্দ এর বই সমূহ হলো ‘দূরে, বহুদূরে’, ‘ভালমন্দ ভালবাসা’, ‘একাত্তরের কালবেলায়’, ‘সেই ভালো’, ‘বসতি’, ‘কাকাদীন ও বিজো পাওয়ার’, ‘নষ্ট পদ্য’, ‘স্বপ্নের হাসি কান্না’, ‘সম্রাট আওরঙ্গজেব: নিঃসঙ্গ রাজর্ষি’, ‘সিরাতে রাসুলুল্লাহ (সা.)’, ‘গল্প লেখার কারুকলা’। এছাড়াও তিনি কিছু বিখ্যাত কিশোর ক্লাসিক অনুবাদ করেছেন। ২০০৮ সালে তার উপন্যাস ‘ভেতরের মানুষ’ নাটক রূপে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রাচারিত হয়েছিলো। ২০০৯ সালের দিকে এ গুণী লেখক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকাতে বসবাস করছেন।