১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"বালির ঘর" বইয়ের ফ্ল্যাপের লেখা: নাম না জানা চার পাঁচ বছরের ছােট্ট মেয়েটি উন্মুক্ত উঠোনে বালি ভিজিয়ে কাঁঠাল পাতা, দেশলাইয়ের মৃত কাঠি দিয়ে তার অপরিণত হাতে একটা ঘর বানানাের চেষ্টা করছে। এটা বােধ করি প্রকৃতির মাঝে তার একটা আশ্রয় খোঁজার চেষ্টা, নিরন্তর অভিযােজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশের অনুশীলন; যেটা বস্তুময় অসংখ্য যৌগিক প্রক্রিয়ার সাথে অবিচ্ছিন্ন। আমাদের এই মৌলিকতাহীন বস্তু জগতে সবকিছু সাংঘর্ষিক। প্রকৃতিতে এই সাংঘর্ষিকতার ভিতর দিয়ে ক্রমান্বয় পরিবর্তন, পরিবর্ধন, বিলীন এবং রূপান্তরের প্রক্রিয়া গতিশীল । এ গতিশীলতা আপাত স্থির কোন বস্তুর উপর বাহ্যিক প্রভাবের যৌক্তিকতাকে খারিজ করে; সাথে সাথে প্রকৃতির এক পরম স্বত্তার অস্তিত্ব অথবা যােগ সাধনে নির্বাণ লাভের সম্ভাবনাও বাতিল হয়ে যায়। এটা আমাদের বলে সত্য যতটুকু জানা গেল ততটুকুই প্রকাশ করা। হােক; সত্য যেমন তেমন ভাবেই; একটু বেশি ও কম ও না। কবিতা যেটা উৎকৃষ্ট একটা শিল্প- অবশ্যই তাকে এ বাস্তবতা উপলব্ধি করতে হবে; প্রকাশেও। কলা কৈবল্যবাদ, জীবন থেকে বিচ্ছিন্ন তথাকথিত শিল্প, এক অন্য রকম আস্বাদ, অন্য উচু মাত্রার শিল্প সৌন্দর্য- এই শব্দগুলাে পরম স্বত্তার সাক্ষাৎ লাভ অথবা যােগ সাধনে মুক্তি লাভের মতই প্রপঞ্চময়, প্রতারনাপূর্ণ। কিন্তু তবু কবিতা, শিল্প চর্চার অন্যন্য মাধ্যম, চারুকলা- এসবের একটা আপেক্ষিক স্বাতন্ত্রতা থাকে। আর এটা হলাে একজন শিল্পী অথবা কবির নিখুঁত সৃষ্টিশীলতার এমন এক বাহ্যিক প্রকাশ যেটা তাকে বিচ্ছিন্ন করেই না বরং এর শুদ্ধ প্রয়ােগে কাব্য শিল্প হয়ে ওঠে সামগ্রিক, ইতিবাচক পরিবর্তনে সহায়ক এবং যার দৃপ্ত পদচারণায় সমুন্নত থাকে সেইসব মূল্যবােধ যেগুলাে না থাকলে আগামী প্রজন্ম তলিয়ে যেতে পারে, অন্ধকার প্রকোষ্ঠে। আমার প্রিয় পাঠক বৃন্দ, আজকের এ সমাজ ব্যবস্থায় দর্শন, চিন্তাভাবনা, দায়বদ্ধতা অথবা চেতনা- যাই বলুন না কেন, কবিতা নিয়ে আমার অবস্থান এখানেই।