১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
'শেষ নবি' গ্রন্থটির অনন্য কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোর দ্বারা অন্যান্য সিরাতগ্রন্থ থেকে একে আলাদা করা যায়। অন্যান্য সিরাতগ্রন্থে সাধারণত রাসুল সা.-এর পুরো জীবনের ধারাবাহিক বর্ণনা থাকে। কিন্তু আননাবিয়্যুল খাতিমে এমনটি
নেই। চলুন একনজরে দেখে নিই গ্রন্থটিতে কী আছে—
• এটি একধরনের জবাবি গ্রন্থ! রাসুল সা. সম্পর্কে ইসলামবিদ্বেষী ও ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের জবাব দেওয়া হয়েছে গ্রন্থটিতে। এ জন্যই গ্রন্থটিতে রাসুলের জীবনের ঘটনাবলি তেমন বর্ণনা করা হয়নি; করা হয়েছে সেগুলোর বিশ্লেষণ; করা হয়েছে ঘটনাগুলো সংঘটিত হওয়ার কারণ ও রহস্য উদ্ঘাটন।
• এটিতে বংশীয় গৌরব, গোত্রপ্রীতি, গোষ্ঠীতন্ত্রের কদর্যতা, দেশপ্ৰেম নামের ভণ্ডামি এবং জাতীয়তাবাদসহ ইসলামবিরোধী নানা বিষয়ের কঠিন সমালোচনা করা হয়েছে। দেখানো হয়েছে, রাসুল সা. এসবের ঘোরবিরোধী ছিলেন; বংশ, জাতীয়তাবাদ ইত্যাদি নামক মূর্তিগুলো ভেঙে দেওয়া তাঁর আগমনের অন্যতম উদ্দেশ্য ছিল।
• শেষের দিকে বিবর্তনবাদের কড়া সমালোচনা করা হয়েছে। বিজ্ঞানের নামে আবিষ্কার ও প্রযুক্তিপণ্যকেই যারা কার্যত উপাস্যরূপে গ্রহণ করে নিয়েছে, তাদেরও নিন্দা করা হয়েছে।
• রাসুলের গোটা জীবনকে দু'ভাগে ভাগ করা হয়েছে। তন্মধ্যে মক্কি জীবনকে ‘আধ্যাত্মিক জীবন' এবং মাদানি জীবনকে ‘বুদ্ধিবৃত্তিক জীবন’ বলে আখ্যা দেওয়া হয়েছে। ঘটনাগুলোর বিশ্লেষণও এই ভিত্তিতেই করা হয়েছে।
• ইসলামবিদ্বেষীরা রাসুল সা. ও ইসলাম সম্পর্কে নানান আপত্তি- অভিযোগ করে থাকে। গ্রন্থটিতে এ ধরনের অনেক আপত্তির খণ্ডন করা হয়েছে; দেওয়া হয়েছে যৌক্তিক জবাব।
আল্লামা সাইয়িদ মানাজির আহসান গিলানি রহ. জন্ম: ৯ই রবিউল আউয়াল ১৩১৩ হিজরি মোতাবেক ১লা অক্টোবর ১৮৯২ খ্রিষ্টাব্দে ভারতের বিহার রাজ্যের গিলান নামক গ্রামে। শিক্ষাদীক্ষা গ্রামের মক্তবেই তিনি কুরআন, উর্দু, ফারসি, নাহু-সরফসহ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ১৩২৪ হি. থেকে ১৩৩১ হিজরি পর্যন্ত রাজস্থানের মাদরাসায়ে খলিলিয়ায় দর্শন, যুক্তিবিদ্যা, ফিকহ, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান ও গণিত শাস্ত্রের ওপর ব্যাপক পড়াশোনা করেন। ১৩৩১ হিজরিতে ভর্তি হন দারুল উলুম দেওবন্দে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি, আল্লামা শাব্বির আহমদ উসমানি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি -রাহিমাহুমুল্লাহ- প্রমুখ উচ্ছ্বাষের সান্নিধ্য পেয়েছেন। ১৩৩২ হিজরিতে দারুল উলুমে কৃতিত্বের সঙ্গে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। অধ্যাপনা: ১৩৩৩ হিজরিতে তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দারুল উলুমের মুখপত্র দ্বি-মাসিক 'আল-কাসিম' ও 'আর-রশিদ' এর সম্পাদনার দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়। ১৩৩৮ হিজরিতে হায়দারাবাদের উসমানিয়া ইউনিভার্সিটির 'দীনিয়াত' বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। একযুগের বেশি এখানে দীনিয়াত বিভাগের চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করে ১৯৪৯ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। রচনাবলি: তাঁর রচনাবলির মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলো ইমাম আবু হানিফা কি সিয়াসি যিন্দিগি, তাযকিরায়ে শাহ ওয়ালিউল্লাহ, সাওয়ানেহে কাসিমি (তিন খণ্ডে কাসিম নানুতবি রহ.-এর বিস্তারিত জীবনী), তাদবিনে কুরআন, তাদবিনে হাদিস, তাদবিনে ফিকহ, আন-নাবিয়্যুল খাতাম প্রভৃতি। মৃত্যু: ২৫ শাওয়াল ১৩৭৫ হি. মোতাবেক ৫ জুন ১৯৫৬ খ্রি.।