১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
প্রি-অর্ডারের এই পণ্যটি 01 Oct 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
মানাল ইমানের কর্মজীবন ছিল কাঁচের তৈরি একটি টাওয়ারের মতো-ঝকঝকে, সুশৃঙ্খল এবং দুর্বলতাপূর্ণ। অন্যদিকে, ইয়ানা হুর ছিল সেই টাওয়ারের উপর দিয়ে উড়ে যাওয়া এক বেপরোয়া বাজপাখি, যে কোনো নিয়ম মানে না।
মানাল তার অফিসের কাজের জন্য নাজিশ মহল্লার পুরনো বইয়ের দোকানে একটি বিরল স্থাপত্যের পাণ্ডুলিপি খুঁজছিল। মইয়ে উঠে সে যখন মনোযোগ দিয়ে তাকের উপর তাকাচ্ছিল, ঠিক তখনই নিচে দাঁড়ানো ইয়ানা একটি বই টেনে নিতে গিয়ে মানালের পায়ে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে বসল।
মানাল চমকে মই থেকে নামল। তার চোখে বিরক্তি নয়, বরং একরকম বিস্ময়।
মানালঃ “মাফ করবেন, আপনি কি দেখেননি? আমি মইয়ে ছিলাম।”
ইয়ানা বই থেকে চোখ না তুলে, এক মুহূর্ত পর তার দিকে তাকাল। তার চোখে তখন কোনো অনুতাপ ছিল না, ছিল এক অদ্ভুত ঔদ্ধত্য এবং দৃঢ়তা।
ইয়ানা হুরঃ “আমি সব দেখেছি। কিন্তু আমি জানতাম, এভাবে তোমার জীবনে প্রবেশ করার 'কিসমত' আমার পায়ে ভর করেই লেখা হয়েছে। আর মানাল ইমান, মনে রেখো-যা কিছু আমার কিসমতে লেখা থাকে, তা আমি পৃথিবীর সব নিয়ম ভেঙে হলেও অর্জন করি।”
মানাল হতভম্ব। এই মেয়েটি কে? তার কথায় কেমন এক উন্মাদনা!
মানাল: “আমি জানি না আপনি কী বলতে চাইছেন। আমি আপনাকে চিনি না, আর আপনার কথাগুলোও আমার কাছে অযৌক্তিক।”
ইয়ানা হুরঃ “অযৌক্তিক? ভালোবাসা নিজেই সবচেয়ে বড়ো অযৌক্তিক জিনিস, মানাল! আর তুমি আমাকে দু'বার দেখেছো-একবার মনোযোগ দিয়ে, আরেকবার চমকে উঠে। এটাই যথেষ্ট। শোনো, তুমি যদি আগামীকাল সকাল থেকে আমার জন্য অপেক্ষা না করো, তবে আমি তোমার বাড়ির দরজায় বসে তোমার জন্য এমন দুঃখের গান গাইব, যা শুনে মহল্লার সব পাখি কাঁদতে শুরু করবে। তুমি আমাকে ভালোবাসতে বাধ্য।”