১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
‘কমিক্স ও গ্রাফিক্স’ ৫ ‘Limited Edition’ বিষয়ক ঘোষণা :
পাঠকের দাবি মেনে নিয়ে প্রি-বুকিং শুরু করা হচ্ছে ; প্রি-বুকিং ট্রেন্ডের উপর নির্ভর করে বইটি ছাপা হবে। তাই আগ্রহীরা দয়া করে দ্রুত অর্ডার করবেন।ময়ূখ চৌধুরী (১৯২৬-১৯৯৬) নামটি শুনলেই আমাদের স্মৃতিপটে অনিবার্যভাবে ভেসে আসবে অসামান্য গতিময় কিছু ছবি, সেইসঙ্গে রোমাঞ্চকর কিছু অনুভূতি। মূলত কমিকস প্রণেতা হলেও ছোটোদের জন্য গল্প, উপন্যাসও তিনি লিখেছেন। তাঁর ভাষার সাবলীল গতি, রোমাঞ্চকর পরিস্থিতি নির্মাণ ও কাহিনির চুম্বকীয় আকর্ষণ তাঁর সৃষ্টিকে অন্য মাত্রায় নিয়ে যায়। ১৯২৬ থেকে ২০২৬ সাল; জন্মশতবর্ষের সময়বৃত্তে প্রবেশ করেছেন ময়ূখ চৌধুরী। সেই উপলক্ষ্যে ‘বুক ফার্ম’-থেকে ‘কমিক্স ও গ্রাফিক্স–ময়ূখ চৌধুরী ১০০’ সংখ্যা (সম্পাদনা: বিশ্বদেব গঙ্গোপাধ্যায় ও স্বাগত দত্ত বর্মন) প্রকাশিত হল।
এই সংস্করণে যুক্ত হয়েছে প্রায় ১০০ পাতা কমিকস, একটি সম্পূর্ণ উপন্যাস, দুষ্প্রাপ্য রচনা, ময়ূখের কমিকস আর গল্প-কাহিনি নিয়ে বিস্তারিত আলোচনা, ব্যক্তি-শিল্পী-সাহিত্যিক ময়ূখের মূল্যায়ন সহ অসংখ্য দুষ্প্রাপ্য রঙিন ও সাদা-কালো অলংকরণ ও তাঁর সৃিষ্ট সম্ভারের বিস্তারিত তথ্যপঞ্জি।
বিদেশি কমিকস যে এখনও ভারতের বাজারের সিংহভাগ দখল করে আছে তাতে সন্দেহ নেই। দীর্ঘ সময়ের বিবর্তনের মধ্যেও ভারতীয় কমিকস যে সাবালকত্ব অর্জন করতে পারেনি তার মূলে আছে মৌলিক কাহিনির অভাব ও আধুনিক কমিকস তৈরির কলাকুশলতা সম্পর্কে এখানকার মুদ্রণ শিল্পের শিল্পীদের অজ্ঞতা। ’৬০-এর দশকে নারায়ণ দেবনাথ জনপ্রিয় ফানিস কমিকস চরিত্র ছাড়াও কিছু মৌলিক কাহিনিও চিত্রায়িত করেছেন, এ পথে এগিয়েছেন আরও অনেকেই। তবু ময়ূখ চৌধুরীকে আলাদা গুরুত্ব দিতে হবে কারণ প্রধানত রিয়েলিস্টিক চিত্রকাহিনি তাঁর হাত দিয়েই বেরিয়েছে। মৌলিক (Original) আকর্ষণীয় রোমাঞ্চকর গল্প যার পটভূমি জনপদের প্রান্তর থেকে চার দেয়ালের অভ্যন্তর, ইতিহাসের পাতা থেকে প্রত্যন্ত অরণ্য প্রান্তর… বিশেষত বন্যপ্রাণীদের নিয়ে অনবদ্য দ্রুতিময় ছবি বাংলা কমিকসকে নাবালকত্ব থেকে উত্তরণের পথ দেখিয়েছিল।
সত্যজিৎ রায় ১৯৬১-তে আবার ‘সন্দেশ’-এর প্রকাশন আরম্ভ করেন। ছোটোদের জন্য ‘কমিকস’ প্রকাশের চিন্তা তাঁর ছিল। সত্যজিতের সে চিন্তাকেই বাস্তব রূপ দিলেন ময়ূখ চৌধুরী। ১৯৬২-তে ‘সন্দেশ’-এর পাতায় প্রকাশিত হয় ‘ঋণশোধ’। সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলা কমিকস। শিল্পীর নাম প্রসাদ রায়। যেটিও তাঁর ময়ূখ চৌধুরীর মতো আর একটি ছদ্মনাম। আসল নাম শক্তিপ্রসাদ রায় চৌধুরী (/শনিপ্রসাদ রায় চৌধুরী)। পরে ‘সন্দেশ’-এর পাতাতেই সময়ক্রমে বেশ কিছু কমিকস উপহার দিয়েছিলেন এবং ওই একই সময়ে ‘মরণ খেলার খেলোয়াড়’ নামে তাঁর যে মৌলিক গল্পটি বেরিয়েছিল, লেখকরূপে তাঁর নাম ছিল ময়ূখ চৌধুরী। পরে ওই নামেই কমিকস করতে শুরু করেন।
মুকুল চৌধুরী বা ময়ুখ চৌধুরী (১৯২৯–১৯৯৬) ছিলেন একজন কিংবদন্তি বাঙালি কমিক্স শিল্পী, লেখক এবং চিত্রকর। বাংলা কমিক্সের ইতিহাসে তাকে অন্যতম পথিকৃৎ এবং আধুনিক শৈলীর প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। বাস্তবসম্মত অঙ্কনশৈলী: তিনি বাংলা কমিক্সে প্রথম 'রিয়েলিস্টিক' বা বাস্তবধর্মী ড্রয়িং স্টাইল নিয়ে আসেন। অ্যানাটমি এবং ডিটেইলিংয়ের ওপর তার অসামান্য দখল তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। ঐতিহাসিক ও রোমাঞ্চকর কমিক্স: তিনি মূলত ইতিহাস নির্ভর এবং দুর্ধর্ষ রোমাঞ্চকর কমিক্সের জন্য বিখ্যাত ছিলেন। তার সৃষ্টি 'আগন্তুক' চরিত্রটি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সম্পদ। দেব সাহিত্য কুটির: দীর্ঘ সময় তিনি কলকাতার বিখ্যাত প্রকাশনা 'দেব সাহিত্য কুটির'-এর সাথে যুক্ত ছিলেন। তাদের শারদীয়া ও মাসিক পত্রিকাগুলোতে (যেমন: শুকতারা) তার আঁকা কমিক্স ও অলঙ্করণ পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল। আখ্যানধর্মী রচনা: তিনি শুধু একজন চিত্রকর ছিলেন না, একজন দক্ষ কাহিনীকারও ছিলেন। তার কাহিনীগুলোতে চমৎকার নাটকীয়তা এবং টানটান উত্তেজনা থাকতো।