১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
মানুষের মন এক রহস্যময় জানালা যেখানে অনুভূতি আসে-যায় আলো ছায়ার মতো। কখনো সেখানে জমে থাকে অনুচ্চারিত ভালোবাসা, কখনো নিঃশব্দ অভিমান, আবার কখনো স্বপ্নের রঙিন প্রজাপতি। যৌথ কাব্যগ্রন্থ “মনের জানালায় তুমি” সেই অন্তর্লোকেরই একটি সৃজনশীল দলিল। ছন্দ পাতা সাহিত্য পরিষদের সম্পাদনায় এই গ্রন্থে একত্রিত হয়েছেন ভিন্ন ভিন্ন বয়স, ভাবনা ও অভিজ্ঞতার কবিরা; কিন্তু তাঁদের কবিতার সুর এক জায়গাতেই মিলেছে মানবমনের গভীর অনুভূতিতে।
এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে প্রেম আছে, বিরহ আছে, স্মৃতি আছে, অপেক্ষা আছে। আছে জীবনের নানামুখী বাস্তবতা কখনো নরম, কখনো কঠিন, আবার কখনো স্বপ্নময়। প্রতিটি কবিতা যেন মনের জানালায় খুলে দেওয়া একটি করে পাল্লা, যেখানে পাঠক নিজের অনুভূতির প্রতিচ্ছবি খুঁজে পাবেন। কেউ খুঁজে পাবেন হারানো কাউকে, কেউ বা নিজের অচেনা অনুভূতিকে নতুন করে চিনবেন। ছন্দ পাতা সাহিত্য পরিষদ বিশ্বাস করে সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয়, এটি মানুষের সঙ্গে মানুষের সেতুবন্ধন। সেই বিশ্বাস থেকেই এই যৌথ প্রয়াস। নবীন ও প্রবীণ কবির সহাবস্থানে এই গ্রন্থে সৃষ্টি হয়েছে ভাবনার বৈচিত্র্য ও ভাষার স্বাতন্ত্র্য। কারো কবিতায় ছন্দের মাধুর্য, কারো লেখায় মুক্তচিন্তার বিস্তার সব মিলিয়ে “মনের জানালায় তুমি” একটি সমন্বিত কাব্যিক অভিজ্ঞতা।
আমাদের প্রত্যাশা, এই গ্রন্থ পাঠকের মনে নীরবে আলো জ্বালাবে। হয়তো কোনো এক নিঃসঙ্গ সন্ধ্যায়, অথবা গভীর রাতে এই কবিতাগুলো পাঠকের মনের জানালায় দাঁড়িয়ে কড়া নাড়বে। সেই ডাকেই এই বইয়ের সার্থকতা।
সব কবি, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সাহিত্যচর্চার এই পথচলা আরও দীর্ঘ ও দীপ্ত হোক এই কামনা।