১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
প্রি-অর্ডারের এই পণ্যটি 20 Jan 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
শ্রাবণ বলল, ‘দুপুরে সেটা কী ছিল, তূবা? আমার সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। তুমি এতদিন আমার স্বপ্ন ছিলে। সে স্বপ্ন সত্যি হওয়ার আনন্দটা আমার শরীর মন নিতে পারছে না।’
তূবা খানিক ধমক দিয়ে বলল, ‘তোর কোনো স্বপ্ন সত্যি হয়নি। আমি জাস্ট ক্যাজুয়াল চুমু এঁকেছি। অ্যাজ এ বড়ো বোন।’
শ্রাবণের এত রাগ হলো যে তূবার হাত ধরে টেনে নিজের বুকের ওপর ফেলল। তারপর ওর পিঠে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, ‘তুমি আমাকে গাধা ডাকো, তাই বলে কি আমি সত্যি গাধা? কিছু বুঝি না ভাবো? কোনটা বোনের মতো চুমু আর কোনটা প্রেমিকার চুমু এতটুকু বুঝব না! তোমার চুমুতে এমন কিছু ছিল যা আমার পুরো সত্তাকে নাড়িয়ে দিয়েছে। এই যে তুমি অর্ধেকটা আমার বুকের ওপর, তুমি জানো আমার সারা শরীর এখন অবশ হয়ে যাচ্ছে।’
তূবা উঠতে চাইলে শ্রাবণ শক্ত করে তূবাকে জড়িয়ে ধরে বলল, ‘তুমি কী ভাবো তোমার চোখের ভাষা আমি বুঝি না? তোমার চোখ আমাকে কীভাবে দেখে, তোমার মন আমাকে নিয়ে কী ভাবে তা আমি বুঝি না? আমি সব বুঝি। নিজেকে আমার থেকে দূরে রাখার যুদ্ধে তুমি হেরে গেছ। আমার ভালোবাসায় তুমি পুরোপুরি জড়িয়ে গেছ। তোমার মুখে কিছু বলতে হবে না, তোমার চোখ, মুখ, শরীরের প্রতিটা অংশ চিৎকার করে বলছে শ্রাবণ আমি তোমার।’
তূবার চোখ ভরে এলো। টপটপ করে অশ্রু কনা শ্রাবণের বুকে পড়তে লাগল। নিজের কাছে হেরে গেছে তূবা। শ্রাবণ নিজের ভালোবাসার কাছে হারিয়ে জিতে নিয়েছে তূবাকে। তূবা মুখ থেকে একটা শব্দও বের করল না। শ্রাবণের বুকে মাথা রেখে কাঁদতে লাগল অঝোরে। নিজের কাছে হেরে গিয়েও যে এত সুখ, বহু মাস ধরে চলতে থাকা যুদ্ধে হেরে গিয়েও যে সুখী হওয়া যায় তা জানত না তূবা।
শারমিন আক্তার সাথী। পিতা মো: শহিদুল ইসলাম। মাতা নাছিমা বেগম এবং প্রাণপ্রিয় স্বামী মো: আজমীর হোসেন। মায়ের কোল আলোকিত করে ১৯৯৭ সালের ২২ই সেপ্টেম্বর বরিশাল জেলার ছোট্ট একটি গ্রাম রূপাতলীতে জন্মগ্রহণ করেন। অতঃপর শৈশব এবং কৈশোরও কাটে সেখানেই। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্থানীয় স্কুল-কলেজ থেকেই পাশ করেছেন। লেখালেখিটা তার কাছে মনের ভাব প্রকাশের এক চমৎকার মাধ্যম। নিজের ভাবনাটাকে লেখার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোর চমৎকার মাধ্যম লেখালেখি। কল্পনার জগতের সব রঙ মিশিয়ে সাদা কাগজে শব্দের তুলি টানতে ভালোবাসেন। লিখতে ভালোবাসেন। লিখে যেতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। ২০১৯ সাথে তার প্রথম বই 'সমীকরণের মিশ্রণ' প্রকাশিত হয়। অতঃপর একাধারে 'সমান্তরাল বাঁধন, তোমায় নিয়ে, কিছু সাদা টিউলিপ, সংবৃত এবং সর্বশেষ প্রকাশিত হয়েছে 'ঘর' বইটি। এছাড়াও প্রকাশ পেয়েছে দুটি ই-বুক। 'শেষ পাতা' ও 'একদিন বিকালে সকাল হয়েছিল' দীর্ঘ সময় ছিলেন লেখালিখি থেকে খানিকটা দূরত্বে। সময় এসেছে ঘুচিয়ে নেওয়ার। এবং করেছেনও তাই। 'রৌদ্রোজ্জ্বল দিনে একটু মেঘের ছায়া' বইটিতে পাঠকদের সকল অভিযোগ ঘুচিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে।