১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
bফ্ল্যাপে লিখা কথা/bbr/ বায়োবোট নিওক্সকে এগিয়ে আসতে দেখে পিহিনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিওক্স এগিয়ে আসছে আর বলছে, পিহিনা আপনি কীভাবে মৃত্যুবরণচান? পিহিনা বুঝতে পারল তার মৃত্যু আসন্ন। কারণ এখন আর তাকে কেউ সাহায্য করতে পারবে না। সে যে ছুটে পালিয়ে যাবে সেই উপায়ও নেই। তার একটা পা ধাতব শিকলে আটকানো। আবার বাইরে থেকে কেউ এসে যে তাকে উদ্ধার করবে সেই সম্ভাবনাও নেই। কারণ কেউ জানে না যে, গোপন এই গবেষণাগারে সে একটা খাঁচার মধ্যে বন্দি যেখানে বিভিন্ন প্রাণীদের শরীরের উপর নানা ধরনের বৈজ্ঞানীক পরীক্ষা করা হয়।br পিহিনা যখন এরকম ভাবছে নিওক্স তখন তার একেবারে কাছে চলে এসেছে। নিওক্স লাল চোখে তার দিকে তাকিয়ে আবার বলল, পিহিনা বলুন আপনি কীভাবে মৃত্যুবরণ করতে চান? যদি না বলেন তাহলে আমি প্রথমে আপনার দুটো পা ভেঙ্গে ফেলব, তারপর আপনার হাত দুটোকে ভাঙব, তারপর মাথাটাকে গুঁড়িয়ে মস্তিষ্ক বের করে আনব। সেই মস্তিষ্কের উপর দিয়ে আমি হেঁটে যাব। করতে পিহিনা বুঝতে পারল নিওক্স মিথ্যা বলছে না। কারণ কিছুক্ষণ আগে অন্য একজন মানুষকে নিওক্স ঠিক একইভাবে হত্যা করে তার মস্তিষ্কের উপর দিয়ে হেঁটে বেড়িয়েছে। পিহিনা হাল ছেড়ে দিল। সে বুঝতে পারল তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে, এখন সে ঠিকভাবে শ্বাসও নিতে পারছে না। তারপর, তারপর একসময় অন্ধকারটাও হারিয়ে যেতে থাকল তার চোখের সামনে থেকে। পিহিনা অনুমান করল, সে সত্যি মারা যাচ্ছে। বাস্তবে কী ঘটেছিল পিহিনার জীবনে? সত্যি কী শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছিল? bফ্ল্যাপে লিখা কথা/bbr/ বায়োবোট নিওক্সকে এগিয়ে আসতে দেখে পিহিনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিওক্স এগিয়ে আসছে আর বলছে, পিহিনা আপনি কীভাবে মৃত্যুবরণচান? পিহিনা বুঝতে পারল তার মৃত্যু আসন্ন। কারণ এখন আর তাকে কেউ সাহায্য করতে পারবে না। সে যে ছুটে পালিয়ে যাবে সেই উপায়ও নেই। তার একটা পা ধাতব শিকলে আটকানো। আবার বাইরে থেকে কেউ এসে যে তাকে উদ্ধার করবে সেই সম্ভাবনাও নেই। কারণ কেউ জানে না যে, গোপন এই গবেষণাগারে সে একটা খাঁচার মধ্যে বন্দি যেখানে বিভিন্ন প্রাণীদের শরীরের উপর নানা ধরনের বৈজ্ঞানীক পরীক্ষা করা হয়।br পিহিনা যখন এরকম ভাবছে নিওক্স তখন তার একেবারে কাছে চলে এসেছে। নিওক্স লাল চোখে তার দিকে তাকিয়ে আবার বলল, পিহিনা বলুন আপনি কীভাবে মৃত্যুবরণ করতে চান? যদি না বলেন তাহলে আমি প্রথমে আপনার দুটো পা ভেঙ্গে ফেলব, তারপর আপনার হাত দুটোকে ভাঙব, তারপর মাথাটাকে গুঁড়িয়ে মস্তিষ্ক বের করে আনব। সেই মস্তিষ্কের উপর দিয়ে আমি হেঁটে যাব। করতে পিহিনা বুঝতে পারল নিওক্স মিথ্যা বলছে না। কারণ কিছুক্ষণ আগে অন্য একজন মানুষকে নিওক্স ঠিক একইভাবে হত্যা করে তার মস্তিষ্কের উপর দিয়ে হেঁটে বেড়িয়েছে। পিহিনা হাল ছেড়ে দিল। সে বুঝতে পারল তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে, এখন সে ঠিকভাবে শ্বাসও নিতে পারছে না। তারপর, তারপর একসময় অন্ধকারটাও হারিয়ে যেতে থাকল তার চোখের সামনে থেকে। পিহিনা অনুমান করল, সে সত্যি মারা যাচ্ছে। বাস্তবে কী ঘটেছিল পিহিনার জীবনে? সত্যি কী শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছিল?
লেখক মোশতাক আহমেদ এর জন্ম ১৯৭৫ সালেল ৩০ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। তিনি ঢাকা ভার্সিটির ফার্মেসী বিভাগ হতে মাষ্টার্স এবং আইবিএ হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যপ্রেমী, লেখালেখির প্রতি আগ্রহ আকাশচুম্বী। তার প্রথম উপন্যাস জকি প্রকাশিত হয় ২০০৪ সালে। সায়েন্স ফিকশন লেখক হিসেবে সুপরিচিত হলেও নিয়মিত গোয়েন্দা, ভৌতিক, প্যারাসাইকোলজি, মুক্তিযুদ্ধ, কিশোর ও ভ্রমণ উপন্যাসও লিখে চলেছেন। বিভিন্ন জনরায় লেখালেখির জন্য বহুমাত্রিক লেখক হিসেবেও তিনি সর্বজনবিদিত। তার রচিত উপন্যাসের সংখ্যা শতাধিক। বাংলাসাহিত্যে অনবদ্য অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার, চ্যানেল আই সিটি আনন্দ আলো সাহিত্য পুরুস্কারও লাভ করেন।