সূচীপত্র হযরত ফাতেমা (রাঃ)- এর জন্ম * হযরত ফাতেমার বাল্যকাল * মাতা পিতার সেবা * হযরত ফাতেমার সান্ত্বনা * রাসূলুল্লাহ (সাঃ)- এর মাতৃ আসনে * হযরত ফাতেমা (রাঃ)- এর শিক্ষা দীক্ষা * বিয়ের প্রস্তাব * পাত্র নির্বাচন * হযরত আলী (রাঃ)- এর বিয়ের প্রস্তাব * হযরত আলীর ইসলাম গ্রহণ * জঙ্গে বদল ও হযরত ফাতিমার সঙ্গে বিবাহ * হযরত ফাতেমার বিয়ের দেরহাম * বাসর সজ্জা * পতিগৃহে যাত্রা * স্বামীর গৃহে ফাতেমা (রাঃ) * সংসারে অভাবের তাড়না * আলী-ফাতেমা (রাঃ)- এর ভালবাসা * পিতা ও কন্যার ভালবাসা * সন্তানকে শিক্ষা দান * বিবি ফাতেমা (রাঃ)- এর ভালবাসা * সত্য ভাষণ * ত্যাগ ও দানশীলতা * স্বামী সেবা * লজ্জা ও সম্ভ্রম * শ্রেষ্ঠ নারী হযরত ফাতেমা (রাঃ) * হযরত ফাতেমা (রাঃ)- এর সন্তানগণ * শোকাহতা ফাতেমা জোহরা (রাঃ) * ফেরেশতার খেদমত * হযরত ফাতেমা (রাঃ)- এর বদদোয়া * সমরক্ষেত্রে হযরত ফাতেমা (রাঃ) * বিবি ফাতেমা (রাঃ)-এর নছিহত * হযরত ফাতেমা (রাঃ)- এর দুই সন্তান ইমাম হাসান ও ইমাম হুসাইন * হযরত ফাতেমা (রাঃ)- এর মাতার ইন্তেকাল * কষ্ট ও সহিষ্ণুতার মধ্যে হযরত ফাতেমা (রাঃ) * দু’জনের মধ্যে মধুর সম্পর্ক * হযরত ফাতেমা (রাঃ)- এর সত্য ভাষণ * হযরত ফাতেমা (রাঃ)- এর নিরহংকারিতা ও নম্রতা * হযরত ফাতেমা (রাঃ)- স্বামীর সেবা * হযরত ফাতেমা (রাঃ)- এর ও ত্যাগ * হযরত ফাতেমা (রাঃ)- এর মায়া-মমতা * হযরত ফাতেমা (রাঃ)- এর ইবাদত বন্দেগীর নমুনা * জিহাদের ময়দানে হযরত ফাতেমা (রাঃ) এর ভূমিকা * রাসূলুল্লাহ (সাঃ) এর মর্যাদা * হযরত ফাতেমা (রাঃ)- এর মর্যাদা * রাসূলুল্লাহ্ (সাঃ) এর দৃষ্টিতে হযরত ফাতেমা (রাঃ) * হযরত আলী (রাঃ)- এর দৃষ্টিতে হযরত ফাতেমা (রাঃ) * দুনিয়ায় ইসলাম প্রচার * স্ত্রীর চেয়ে স্বামীর মর্যাদা বেশী * রাসূল্লাহ্ (সাঃ)- এর বংশের সংরক্ষণ * স্বামীর সংসারে ফাতেমা (রাঃ) কাজ কর্ম করতেন * হযরত ফাতেমা (রাঃ)- এর পরামর্শ * স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক * অনেক স্ত্রী স্বামীর অপেক্ষা উত্তম হয় * শরীয়ত সম্মতভাবে স্বামীর অধিকার * দাম্পত্য জীবনে দায়িত্ব ও কর্তব্য * স্বামীর জন্যে স্ত্রীর সাজ-সজ্জা করে থাকা * স্ত্রীর অধিকার সমূহের বর্ণনা * রাসূলুল্লাহ্ (সাঃ)- এর ইন্তেকালের পর * হযরত ফাতেমা (রাঃ)- এর চাদরের ঘটনা * হযরত ফাতেমা (রাঃ)- এর ইন্তেকাল * বিবি ফাতেমা (রাঃ)- এর কবরস্থান
হযরত ফাতেমা (রাঃ) বিবি খাদিজা (রাঃ)-এর কনিষ্ঠা এবং অতি ভাগ্যবতী কন্যা ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ (সাঃ)-এর নবুয়তের পঞ্চম বছরে। বিবি ফাতেমা (রাঃ) যখন মাতৃগর্ভে তখন থেকেই রাসূলুল্লাহ (সাঃ) ও বিবি খাদিজা (রাঃ) বিভিন্ন নেক আলামত প্রত্যক্ষ করে বুঝতে পেরেছিলেন, তাঁদের ঘরে আল্লাহর এক নেক নেয়ামত পবিত্র বান্দাহ আগমন করবেন। বিবি খাদিজা (রাঃ) সন্তান সম্ভবা হওয়া পর থেকেই যেন কেমন এক অকল্পনীয় ও উৎকৃষ্ট মেওয়ার সুমিষ্ট সুঘ্রাণ অনুভব করতেন। পরে যখন বিবি ফাতেমা (রাঃ) ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন ও তাঁর দেহ থেকে সেই সুমিষ্ট মেওয়ার সুঘ্রাণ পেয়েছিলেন।
শুধু বিবি খাদিজা (রাঃ)-ই নহেন স্বয়ং রাসূলুল্লাহ (সাঃ) ও শিশু কন্যা ফাতেমা (রাঃ)-কে কোলে তুলে নিলে তাঁর অঙ্গ থেকে সেই সুঘ্রাণ পেতেন হাদিসে বর্ণিত আছে- বিবি খাদিজা (রাঃ) যখন গর্ভবতী ছিলেন তখন একদিন রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে বললেন-'খাদিজা! আমি জিব্রাঈলের মারফত জানতে পেরেছি-তোমার গর্ভে একটি অতি ভাগ্যবতী কন্যা সন্তান অবস্থান করছে। তাঁর বংশধরেরা দুনিয়ার বুকে অতিশয় নেককাররূপে পরিচিত হবে।'