১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"পাবলো পিকাসো" বইটির 'মুখবন্ধ' থেকে নেয়াঃ জীবনানন্দ-কথিত এই আঁধার আক্ষরিক অর্থে সত্য নয়। তবে মানুষের অন্তর্গত যেসব প্রবণতা সমাজে আঁধারের শক্তিকে প্রবল করে, সেগুলাে আজ ভীষণভাবে সক্রিয়। জাতীয় বিপর্যয়ের এই দিনে আমরা সমস্ত সত্তা দিয়ে উপলব্ধি করি যে, আজকের দিনে নতুন প্রজন্মের প্রতি, বিশেষ করে শিশুদের প্রতি বেশি মনোেযােগী হওয়া উচিত। কারণ আগামী দিনে তারাই জাতীয় উন্নয়নের অগ্রদূত। জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্ভার, দালান-কোঠার সংখ্যা বৃদ্ধি করে বড় হয় না, বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায় আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানাের ক্ষমতায়। আত্মিক মূল্যবোেধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনাে মজবুত হয় না। নৈতিক চেতনা ও মূল্যবােধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লে তবেই জাতি অর্জন করে মহত্ত্ব আর মহৎ কাজের যােগ্যতা। তাই আমরা চাচ্ছি এ সময়ে লেখকদের অংশগ্রহণের মাধ্যমে মানবজাতির আলােকিত সন্তানদের জীবনকথা অবলম্বন করে তরুণ প্রজন্মের জন্য একটি গ্রন্থমালা প্রকাশ করতে। এ গ্রন্থমালার মাধ্যমে আমরা তাদের জানাতে চাই—মানুষ এতটা অপরাধী ছিল না, এতটা অনৈতিক ও মূল্যবােধহীন ছিল না, এতটা দুর্বল ও নির্জীব ছিল না, যেমন আজকে আমরা আছি। এই গ্রন্থমালার মাধ্যমে আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বড় মাপের মানুষ, মহৎপ্রাণের মানুষ আমাদের জাতীয় জীবনে অতীতেও ছিলেন এবং বর্তমানেও আছেন। যারা চিন্তা ও কর্মের মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদ বয়ে এনেছেন। সমগ্র জাতি যখন অন্ধকারে গা ভাসিয়ে নিরুদ্দেশ গন্তব্যের দিকে ধাবিত ঠিক তখন এই গ্রন্থমালা প্রকাশের প্রয়ােজন অনুভব করছি।
জন্ম ৯ সুলতান সিকান্দার শাহ রোড, নারায়ণগঞ্জ। পৈতৃকবাস : মুন্সীগঞ্জ। শৈশব-কৈশোর কেটেছে যুগপৎ দুই শহরে। মুক্তচিন্তা ও সাহিত্য অনুকূল পারিবারিক পরিবেশ, ধলেশ্বরী-শীতলক্ষ্যা-মেঘনা বৃত্তান্ত, নিসর্গ এবং শিল্প নগরায়ণের প্রভাব তাঁর সাহিত্যের প্রধান উৎস। শিক্ষা : মুন্সীগঞ্জ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের উচ্চশিক্ষা ঢাকায়। বাংলাভাষা ও সাহিত্যে। লেখালেখি : কৈশোরে শিশু একাডেমীর ‘শিশু’ পত্রিকার মাধ্যমে। কবিতা ও গল্পকে ছাড়িয়ে যাচ্ছে প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ। প্রথম প্রকাশিত কবিতা শারদীয়া সংখ্যা ‘রংবেরং’ কলকাতায়। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও দুই বাংলার লিটল ম্যাগাজিনে উপস্থিতি। সম্পাদনা : কবি যাকির সাইদের সঙ্গে যুগ্মভাবে লিটল ম্যাগাজিন ‘অ’, তাত্ত্বিক গদ্য কাগজ ‘আপাতত’ এবং ‘মাসিক শব্দচিত্র’। নতুন জনপদ ভ্রমণ, প্রবীণ মানুষের মুখ থেকে নানামাত্রিক ইতিকথা শোনা, বিশেষ করে শ্রমিক শ্রেণীর স্বরূপঅন্বেষণ, শিশুর চোখ-মুখে সমাজ ও সংস্কৃতির দিকচিহ্ন আবিষ্কার, ছবি আঁকা ও গানশোনার ভেতর অবসর কিংবা শখ লুকানো থাকে। কখনও তা হয়ে ওঠে- অনিবার্য প্রয়োজন।