১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
ভূমিকা বঙ্কিম-সরণী তত্ত্ব-প্রণোদিত গ্রন্থ নয়, বঙ্কিম-সাহিত্য পাঠে লেখকের আনন্দের প্রকাশ মাত্র। অর্থাৎ বইখানা লেখকের নিতান্ত ব্যক্তিগত অনুভূতি ও উপলব্ধির ফল। তবে সাহিত্যিক অনুভূতি ও উপলব্ধি ব্যক্তি থেকে উদ্ভূত হলেও তার আবেদন সর্বজনীন হ'তে বাধা নেই। বঙ্কিম-সরণী প'ড়ে কোন পাঠকের যদি আর একবার বঙ্কিম-সাহিত্য পাঠ করতে ইচ্ছা যায় তবে লেখকের প্রচেষ্টা সার্থক হয়েছে বলতে হবে। এক হিসাবে এ ভূমিকাটুকু অনাবশ্যক, যেহেতু ভূমিকায় যা বলা চলে ফলশ্রুতি অধ্যায়ে তা বলা হয়েছে। বঙ্কিম-সরণী রচনার প্রত্যক্ষ কারণ, বঙ্কিমচন্দ্রের কাছে লেখকের প্রভূত ঋণের সুদের সামান্য অংশ পরিশোধ ; আসল পরিশোধনীয় নয়। অবশ্য একটা পরোক্ষ কারণ আছে বটে। আমার সুহৃদ দিল্লী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-অধ্যাপক শ্রীরবীন্দ্রকুমার দাশগুপ্ত ‘কথাসাহিত্যে' বঙ্কিম-জীবনী লিখতে আরম্ভ করলে অনেকেই আশ্বস্ত হয়েছিল—এতদিনে বঙ্কিমচন্দ্রের একখানা নির্ভরযোগ্য জীবনী পাওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাঁর কলম কালিদাসের মেঘের চেয়েও মন্থরতর। এই অহৈতুক বিলম্ব বঙ্কিম-সরণী রচনার পরক্ষ করণ। দেখা যাচ্ছে যে ঈশপের গল্পের বাইরেও কখনো কখনো কচ্ছপ ছাড়িয়ে চলে যায় শশককে। সুহাদের এই অনুযোগেও যে রবীন্দ্রবাবুর কলম ত্বরান্বিত হয়ে উঠবে এমন ভরসা নেই। বঙ্কিম-সরণী রচনাকালে যাঁদের নিত্য সান্নিধ্য লেখকের উৎসাহে ও চিন্তায় ইন্ধন বুগিয়েছে, তাঁদের মধ্যে অধ্যাপক শ্রীপ্রবোধচন্দ্র ঘোষ ও অধ্যাপক শ্রীজিতেন্দ্রনাথ চক্রবর্তীর নাম সব চেয়ে বেশি মনে পড়ছে। এ জাতীয় বইয়ের লেখকের পক্ষে এ রকম সাহচর্য অত্যাবশ্যক। এই সঙ্গে দেশ পত্রিকার সুযোগ্য সহকারী সম্পাদক শ্রীসাগরময় ঘোষের উল্লেখ আবশ্যক, তাঁর চেষ্টাতেই বঙ্কিম-সরণী দেশ পত্রিকায় ধারাবাহিকতা লাভ করতে সক্ষম হয়েছে। ভগবান এঁদের সকলের মঙ্গল করুন।
প্রমথনাথ বিশী ( Pramathanath Bishi, ১১ জুন ১৯০১ - ১০ মে ১৯৮৫) একজন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি ১৯৬২-৬৮ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯০১ খ্রীষ্টাব্দের ১১ই জুন নাটোর জেলার জোয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জমিদার পরিবারে জন্ম। পিতা নলিনীনাথ বিশী ও মাতা সরোজবাসিনী দেবী, স্ত্রী সুরুচি দেবী। ১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। সেখানে এক নাগাড়ে সতের বছর অধ্যয়ন। মেধা, প্রখর বুদ্ধি, অধ্যয়ননিষ্ঠা, কবি-প্রতিভা ইত্যাদি গুণাবলির জন্য রবীন্দ্রনাথের স্নেহ লাভ। তিনি কেরী সাহেবের মুন্সী বইটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১০মে, ১৯৮৫ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।এছাড়াও প্রমথনাথ বিশী আনন্দ পুরষ্কার এ ভূষিত হয়েছেন ।