
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আপনার লিখা ২ টা বই তারাফুল আর শেষরাত্রির গল্পগুলো আমি পড়েছি।২ টারই প্রথমদিকটা পড়ে মনে হয়েছিলো ভালোলাগছেনা।কিন্তুু ২ বারই যখন পড়া শেষ করেছি তখন মনে হয়েছে তৃপ্তি পেলাম।১ম বইটা আমার অসাধারণ লেগেছে।২য় টাও ভালো লেগেছে।আপনার লেখার হাত অনেক ভালো মাশাল্লাহ
Was this review helpful to you?
or
তারাফুল বাহুল্লাহ মাহমুদ জামীর বইটির নামে খুব সুন্দর তারা ফুল এই বইটি সম্পূর্ণ পড়ে রিভিউ দিব ইনশাল্লাহ।
Was this review helpful to you?
or
এখনো পড়া হয়নি। সুন্দরমতোই হাতে পেয়েছি। আশা করি ভালো হবে।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই। রেটিং ১০/৮.৫
Was this review helpful to you?
or
Masha allah valo ekta boi.
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
বলতে বাধা নাই। বই টা এত ভালো মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটি বই। নজীব ভাই কবিতা ও ভালো লিখে।
Was this review helpful to you?
or
চমতকার
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Soo good
Was this review helpful to you?
or
বইটি সম্পর্কে যতই বলি কম হবে। এত্ত অসাধারণ একটা বই। লেখকের চমৎকার উপমা দেওয়ার কৌশল, দারুণ ভাষাশৈলী আর অপূর্ব শব্দগাঁথুনি আমাকে বইটার সাথে আটকে রেখেছিল। শেষ না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। এত ব্যস্ততার মাঝেও যেন এক নিঃশ্বাসে পড়ে ফেলাম। খুবই জীবন ঘনিষ্ঠ একটা বই। বইয়ের পরতে পরতে যেন নিজেকেই খুঁজে পাচ্ছিলাম আর অনুভব করছিলাম শিক্ষা গুলো জীবনে প্রয়োগ করার একটা তাগাদা। লেখকের মতে বইয়ের হালকা লেখাগুলো তার হৃদয়ের ভারী বর্ষণ থেকে জন্ম নিয়েছে। কিন্তু লেখা গুলো আমার মোটেই হালকা লাগেনি বরং সেই ভারী বর্ষণ যেন আমার শুষ্ক মনকে ভিজিয়ে নরম করে দিয়েছে। পড়ার সময় নিজের অজান্তেই হৃদয়ের গহীন থেকে শুধু দুয়া এসেছে লেখকের দাদা, বাবামা পুরো পরিবারের জন্য। আল্লাহ লেখককে ও তার পুরো পরিবার কে কবুল করে নিক। তাদের সকল গুনাহ ক্ষমা করে দিক ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
ভাইয়ের বই বরাবরই সুন্দর!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বইতে লেখা গুলা অনেক গভীর। লেখক কিছু কিছু বিষয় অনেক গভীরে আলোচনা করা হয়েছে। এক কথায় বইটা অসাধারণ।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর ভাবে ফুটে উঠা ফুল-তারাফুল
Was this review helpful to you?
or
বইটি পড়ে অস্ফুটে আপনি বলে উঠবেন- এত চমৎকার হতে পারে ভাষাশৈলী আর শব্দচয়ন! এত সুন্দর হতে পারে উপমা দেয়ার কৌশল! সত্তিই অসাধারণ একটা বই। আপনাকে আপনার যাপিত জীবন নিয়ে আরেকবার ভাবাবে। শেখাবে জীবনের বাকে বাকে কিভাবে খুজে নিতে হয় কুরআনকে। সঙ্গী করে নিতে হয় সাহাবাদের। রাসুল(সা.) কে নিয়ে কি করে পথ চলতে হয়।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
#রিভিউ ````````````` বই— "তারাফুল" ▔▔▔▔▔▔▔▔▔▔ "যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার স্বপ্ন দেখি, সেই চোখ দিয়ে কি হারাম কিছু দেখা যায়, বলো, ভাই?"—তারাফুল বইথেকে নেয়া একটি উদ্ধৃতি । - কিছু কিছু বই অাছে, যেখানে দ্বীনের গভীর কোনো বিষয় আলোচিত হয় না । কিন্তু যা আলোচিত হয়, সেগুলোকেও কোনো অংশে কম বলা যায় না । তেমনই একটি বই– "তারাফুল" । বইটি লিখেছেন তরুন কবি ও সাহিত্যিক "আবদুল্লাহ মাহমুদ নজীব" । - ■ কি নিয়ে বইটি ? ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটিতে জীবনের নানা পরতে পরতে ঘটে যাওয়া ছোট-বড় কিছু অনুভব-কে এক জায়গায় নিয়ে আসা হয়েছে । নিজের জীবনবোধ এবং জীবনদর্শন থেকে কিছু পাঠ তুলে আনা হয়েছে । অবশ্যই সেই জীবনদর্শন ইসলামের চাঁদরে মোড়া । আল্লাহর সান্নিধ্যে আসতে যে উপায় আর দর্শন প্রয়োজন সেগুলোই বই থেকে একজন পাঠক পেতে যাচ্ছে । আছে প্যারেন্টিং নিয়ে কিছু কথা, কুরআনকে নিয়ে তাদাব্বুর, দুআ করার প্রয়োজনীয়তা, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় নিয়ে চমৎকার সব আলোচনা । বইটির শেষ অধ্যায় এসে চিনতে পারবেন, একজন শিক্ষককে । যার কাছে রয়েছে অগণিত শিক্ষনীয় বিষয় । কে সেই শিক্ষক ? জানতে হলে পড়তে হবে বইটি । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে "রোল মডেল" হিসেবে গ্রহন করার বোধটুকু উদ্বোধন করিয়ে দেয়ার প্রয়াসও দেখা গেছে । কোথাও কোথাও লেখকের শৈশবস্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু টুকরো কথাও সংযুক্ত হয়েছে । জীবনের প্রতিটি পর্বে সুন্নাহকে আঁকড়ে ধরার বীজ বোনা হয়েছে । - ■ ভাল লাগা— ▔▔▔▔▔▔▔▔▔▔ বইয়ের সবথেকে ভাললাগার বিষয় হচ্ছে, লেখকের শব্দ গাঁথুনি । যেন সাহিত্যের পশরা সাজানো হয়েছে । আর বইটি হার্ডকভার । হার্ডকভার বই পড়তে কিযে ভাললাগে তা আলাদা করে বোঝানোর কিছু নেই । পৃষ্ঠামান, সাজসজ্জা, প্রচ্ছদ সবকিছুই প্রশংসনীয় । জীবনদর্শনের এই ক্লাশে যখনই কুরআন ও হাদিসের কোনো প্রসঙ্গ এসেছে, তখনই সেটার প্রামান্যগ্রন্থ ও নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে । - ■ বইটি কাদের জন্য--- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ যারা দ্বীনের পথে নতুন, দ্বীন পালন করতে গিয়ে বারবার হোঁচট খান- এই বইটা তাদের জন্য সবচেয়ে বেশি জরুরী । দ্বীনকে আঁকড়ে ধরতে চাইলে, দ্বীনের খুঁটিনাটি বিষয়গুলোকে আপ্রানভাবে পালন করতে চাইলে এই বইটা আপনার জন্য হতে পারে একটা রিমাইন্ডার । - ■ লেখক সম্পর্কে কিছু কথা— ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ লেখক আমার সমবয়সী । যখনই তার বই হাতে নেই, ভাবি আমার বয়সী একটা ছেলে দ্বীনের খেদমতে কতদূর এগিয়ে গিয়েছে । আসলে আল্লাহ্ সবাইকে দিয়ে তাঁর দ্বীনের খেদমত করান না । আমার বয়সী একটা ছেলে কিভাবে এত চমৎকার করে লেখে সেটাই মাঝেমধ্যে ভাবি । তার শৈশবটাও আমার কাছে ঈর্ষনীয় । মৌলিক লেখকদের মধ্যে নজীব ভাই আমার সবচেয়ে প্রিয় একজন । আমার সমবয়সী হওয়ার কারনেই হয়তো তার লেখাগুলো আমাকে সবচেয়ে বেশি টানে । এর দুইটা কারন হতে পারে— (১) আমার সমবয়সী কোনো বন্ধুকে এতো সুন্দর করে ভাবতে দেখিনি । তাই তার প্রতিটা বই আমার কাছে দ্বীনি বন্ধুর সোহবত বলে মনে হয় । আর.... (২) যেহেতু সে আমার বয়সী তরুন । তাই আমার সমস্যাগুলোর সমাধান, আমার মনের ভাবনাগুলো তার লেখায় হুবহু খুঁজে পাই । সে তার প্রতিটা বইতেই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে । জান্নাতের স্বপ্ন । তার লেখাগুলো পড়লে খুব ভাল হয়ে যেতে ইচ্ছে করে । খুব ভাল । খুব পড়াশুনো করতে ইচ্ছে করে । নবিজীর পছন্দ-অপছন্দকে নিজের দৈনন্দিন জীবনে আবশ্যিক করে নিতে ইচ্ছে করে । - ■ শেষ কথা ▔▔▔▔▔▔▔▔ গোটা বইটাই একটা রিমাইন্ডার । নিখুঁত কিছু কথামালার দ্বারা পাঠক ভাবতে থাকবে তার নিজের জীবন নিয়ে । বিশ্বাসকে চাঙা করতে ও জীবন গঠনের কিছু উপাদান ও উপকরণ খুঁজে পাবে এ বইয়ে । বুক শেলফে অবশ্যই রাখার মতো একটা বই । - ═════════════════════════ বইটি প্রকাশিত হয়েছে "সমকালীন প্রকাশন" থেকে । পৃষ্ঠা সংখ্যা— ১৬২ । প্রচ্ছদ মূল্য— ২৭২ টাকা ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ!! তারাফুল অপূর্ব সুন্দর নীড়ের বই। বইটিতে লেখক মানুষকে সঠিক পথে উদ্যম গতিতে চলার আহবান করেছেন....মানুষ যেন সহজভাবে বুঝতে পারে সেজন্য করেছেন কুরআনের বিভিন্ন আয়াতভিওিক আলোচনা। এমনকি বইটিতে ফুটে উঠেছে বিচিত্র সমাধান।। সর্বোপরি বলা যায় তারাফুল যেন লেখকের নান্দনিক সমাহার। আল্লাহ তায়ালা লেখকে উওম প্রতিদান দিক...আমিন।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
জীবনকে নতুনভাবে ভাবিয়ে তোলার জন্যই তারাফুল। বইয়ের নামটাও খুব সুন্দর....
এক নজরে কুরআন ড. মিজানুর রহমান আজহারি
মাধ্যমিক আলোর প্রতিফলন - নবম ও দশম শ্রেণী ইঞ্জি . মোঃ নূর–ই মোস্তফা
The Derma Co Sali-Cinamide Anti-Acne Face Wash with 2percent Salicylic Acid and 2percent Niacinamide - 80ml -325945535
Flex Tape Strong Rubberized Waterproof Tape Super Strong Leaking Water Pipe Repair Tape Flex Tape Water
গল্পে গল্পে একদিন আবু সা’আদ 



