
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো বই। আমার ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
গবেষনামুলক ও তথ্য সমৃদ্ধ চমৎকার একটি বই। যা পাঠক হিসেবে তার প্রশ্নের সঠিক উত্তর পাওয়া ও অজানা অনেক বিষয় জানতে পারবে এই বইটি পাঠের মাধ্যমে।
Was this review helpful to you?
or
আমার প্রিয় একজন মানুষের বই হাতে পেলাম। অনেক উপকৃত হব বলে আশাবাদী। ধন্যবাদ রকমারি
Was this review helpful to you?
or
তথ্যসমৃদ্ধ বই। অনেক বিষয় জানতে পেরেছি
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
গুরুত্বপূর্ণ বই
Was this review helpful to you?
or
রকমারি কে ধন্যবাদ জানাই। ককাঙ্ক্ষিত বইগুলো সময়মতো পৌঁছিয়ে দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
Gives an insight into the history of spreading Islam in Indian Subcontinent, esp in Bengal region. An Outstanding book from our retired civil servant.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই, অনেক তথ্য সমৃদ্ধ। বাংলায় মুসলমানদের গোড়াপত্তনের ইতিহাস জানতে আর কোনো বই পড়ার প্রয়োজন বোধ করছি না।
Was this review helpful to you?
or
বইটা পড়ে মনে হয়েছে নির্মোহ একাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে বইটা লেখা হয়েছে। বইয়ে উত্থাপিত আলোচনায় কোন গোষ্ঠীর বিন্দুমাত্র অফেন্ডেড হবার সুযোগ নাই।
Was this review helpful to you?
or
সুন্দর একটি গবেষণামূলক বই। অন্য সব রচনার মতো এ বইটিতেও আকবর আলি খানের অনুসন্ধিৎসা এবং পরিশ্রমী ও নিরাসক্ত গবেষণা-প্রবৃত্তির পরিচয় পাওয়া যায়।
Was this review helpful to you?
or
শুধু নিজের ধর্ম পালন করলে হবে না আপনাকে ধর্ম প্রচার করতে হবে ধর্মের পথে অন্যকে ডাক দিতে হবে তাহলেই আপনার ধর্মের পরিপূর্ণতা পাবে কারণ শুধুমাত্র আপনি নিজেই ধার্মিক ব্যক্তি হলে হবে না আপনার আশেপাশের মানুষজন কেউ ধার্মিক হতে হবে সেজন্য আপনাকে অবশ্যই ধর্ম প্রচার করা আবশ্যক।... এই সকল বিষয় সম্পর্কে এই বইটিতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা আছে যা পড়লে আপনি পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন এবং নিয়মকানুন মেনে ধর্ম প্রচার করতে পারবেন যা আপনার সৃষ্টিকর্তা খুশি হবেন এবং আপনি জান্নাত লাভ করতে পারেন। অর্থাৎ আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন।
Was this review helpful to you?
or
তথ্যবহুল ব্যতিক্রমী একটি বই।
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
একটি অসামান্য গবেষণা গ্রন্থ
Was this review helpful to you?
or
বাংলায় ইসলামের সাফল্যের ওপর রিচার্ড ইটনের বইটাই ছিল প্রামান্য। এই মৌলিক বিষয়ে একজন বাংলাদেশীর লেখা বই হিসেবে আকবর আলী খানের অমর হয়ে থাকবেন।
Was this review helpful to you?
or
এক কথায় দারুণ! তথ্য সমৃদ্ধ ও বিচক্ষণতাপূর্ণ বই 'বাংলায় ইসলাম প্রচারে সাফল্য'। নাম থেকেই এর বিষয়বস্তুর ধারণা পাওয়া যায়। বাংলা অঞ্চলে ইসলাম প্রসারে বিখ্যাত ঐতিহাসিকদের নানান মতের পর্যালোচনা আছে নাতিদীর্ঘ এই বইতে। লেখকের সিদ্ধান্ত চিন্তাকে নাড়া দেয়। ড. আকবর আলি খান যে একজন চমৎকার ইতিহাস-বিশ্লেষক এই বই তার প্রমাণ।
Was this review helpful to you?
or
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর বাদ দিলে বাকি তিন দিক পূর্ব, পশ্চিম, উত্তর সীমানার সবগুলো রাষ্ট্রে অমুসলিমদের সংখ্যাধিক্য। এত অমুসলিম রাষ্ট্রের ভিড়ের মাঝখানে ছোট্ট বাংলাদেশ কিভাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে গেলো? মূলত এই প্রশ্নের উত্তরই দেয়ার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। বইটির দামঃ একশ মত পৃষ্ঠার একটি ছোট বইয়ের দাম ২৫০ টাকার বেশি যা অত্যধিক মুনাফাখোর আচরণ বলেই প্রতীয়মান হয়।
Was this review helpful to you?
or
আকবর আলী খানের বই মানেই গবেষণামূলক আলোচনা। বইটিতে এই মহাদেশ তথা বাংলাদেশ বা বাংলায় ইসলাম প্রচার এবং মুসলিম হওয়ার বিষয়ে অনেক তথ্যবহুল আলোচনা রয়েছে।
Was this review helpful to you?
or
অনুসন্ধিৎসু মনের খোরাক।
Was this review helpful to you?
or
১. বিশ্ব মানচিত্র খুলে বসলে দেখবেন, বাংলাদেশ পৃথিবীর অনন্য বৈশিষ্ট্যর মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ,যার চতুর্সীমানায় অন্য প্রতিবেশী মুসলিম রাষ্ট্র নেই। সম্ভবত জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন সামনে চলে আসে যে, তিনপাশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ আর একপাশে বঙ্গোপসাগরে ঘেরা এত ছোট্ট একটা ভূখন্ডে এত মুসলমান কবে কিভাবে আসলো? এর উত্তর আমাদের হাইস্কুলের সামাজিক বিজ্ঞান বইগুলোতে যেভাবে দেওয়া আছে- উচ্চবর্ণের ব্রাহ্মণদের অত্যাচারে এবং আরব-পারস্য থেকে আগত পীর-সুফী-দরবেশ-বণিকদের প্রভাবে বাংলার মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু উত্তরটা আসলে এতটা সহজ না। ২. যদি ধরে নেই, ব্রাহ্মণদের অত্যাচারে আর আরব-পারস্য থেকে আগত পীর-সুফী-দরবেশ প্রভাবে বাংলায় গণধর্মান্তর ঘটে,তবে ভারতের অন্যান্য অঞ্চলে কেন এমনটা ঘটেনি?তাহলে কি মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় এই উপমহাদেশে ইসলাম প্রাধান্য বিস্তার করে?? এর এক কথায় জবাব হচ্ছে, বাংলার চাইতে ভারতের অন্যান্য অংশে কুলীন ব্রাহ্মণদের নিপীড়ন-বর্ণাশ্রমের খড়গ অনেক বেশী মাত্রায় ছিল এবং কেন্দ্রের নিকটস্থ হওয়ায় সেসব জায়গাতে মুসলিম ধর্মপ্রচারক আনাগোনাও বেশী ছিল।তারপরও দিল্লী-আগ্রার মত রাজধানীতেও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়। এই বাংলার স্থানীয় ব্রাহ্মণরা নিজেরাই যেখানে নানা ক্যাটাগরিতে বিভাজিত ছিলেন এবং সেন বংশের রাজারা উত্তর ভারত থেকে কুলীন ব্রাহ্মণ নিয়ে এসেছিলেন, সেখানে স্থানীয় ব্রাহ্মণরা চরম নিপীড়ন করার মত কতটা সক্ষম ছিলেন বা বর্ণাশ্রমকে ধর্ম ও নিয়তির অংশ মনে করা শূদ্ররা সেটাকে 'নিপীড়ন' ভাবতেন, সেই প্রশ্ন রয়েই যায়। ৩. তবে কি ফেসবুকে হালে যে মতটা খুব প্রচার করা হয় যে,এই উপমহাদেশে আরব বণিকরা ইসলাম ছড়িয়ে দিয়েছেন-সেটা সত্য?? আরব বণিকরা বাংলার যেসব এলাকা দিয়ে প্রবেশ করেছেন,সেই চট্টগ্রাম -নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আরব শব্দের ব্যবহার এই তত্ত্বের হালে পানি যোগায়।তবে এমন তত্ত্বও জোর দাবী দিয়ে বলা মুশকিল। কারণ, আরব বণিকরা যেখানে ইসলাম নিয়ে গেছেন, সেখানে শাফেয়ী মাযহাবের প্রচলন বেশী। অথচ এই উপমহাদেশের প্রায় সব মুসলিম হানাফি মযহাবের। বণিকদের মাধ্যমে এই উপমহাদেশের অন্য যে জায়গায় ইসলামের প্রচার-প্রসার হয়েছে, সেটা আমার অতি আগ্রহের জায়গা কেরালা। সেখানে মুসলিম বণিকরা স্থানীয়দের বিয়ে করে আলাদা বসতি স্থাপন করেন। এরকম নজির এই অঞ্চলের ইতিহাসে পাওয়া যায় না।তাছাড়া চট্টগ্রাম -নোয়াখালী অঞ্চলের আরবদুষ্ট আঞ্চলিক ভাষা কেবল মুসলিম নয়,হিন্দু সহ অন্য ধর্মাবলম্বীরাও ব্যবহার করেন। ৪. গণধর্মান্তর করণ সহ এই বাংলায় ইসলাম প্রচারের সাফল্য নিয়ে যতগুলো ঐতিহাসিক মতামত প্রচলিত আছে,তার সবগুলোই ডঃ আকবর আলী খান উনার " বাংলাদেশে ইসলাম প্রচারে ঐতিহাসিক সাফল্য " বইয়ে তথ্য - তাত্ত্বিক কাঠামো -সারণী দিয়ে যাচাই করতে চেয়েছেন। সবচেয়ে বড় অংশ বরাদ্দ রেখেছেন, প্রফেসর ইটনের বিখ্যাত ' The Rise of Islam & The Bengal Frontier ' বইয়ে উল্লেখিত 'উদ্যোক্তা পীর' তত্ত্বর খন্ডনে। ডঃ খান মনে করেন, এই বাংলায় ইসলামের বিস্তার লাভের গুরুত্বপূর্ণ কারণ,এখানকার গ্রামের সাংগঠনিক কাঠামো এবং ব্যক্তিস্বাতন্ত্র্যর প্রাবল্য। একই ঘটনা ঘটেছে কেরালাতেও। যদিও উনি নিজের মতকে চূড়ান্ত মত দাবী করেন না এবং দ্রুত আরো গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন, আমার মনে হয়েছে বাংলায় ইসলামের বিস্তার নিয়ে এই বই বেশ আগ্রহ জাগানিয়া। বইটি সাকুল্যে ১১৩ পৃষ্ঠার হলেও এই বই নিয়ে কয়েকশো শব্দের আলোচনা লেখা খুব সহজেই সম্ভব। সময়ের অভাবে লেখা হলো না। ৫. বহুদিন যাবত আমার কৌতূহলের জায়গা ছিল যে, 'সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান' বলে বহুল প্রচারিত টার্মের অর্থ বা তাৎপর্যটা কি?? এই বই পড়ার পরে আমার মনে হয়েছে,যেহেতু এই বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিমই আসলে নিম্নবর্গের হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলিম,তাই তাদের থেকে নিজেদেরকে 'আশরাফ 'শ্রেণীর দাবী করার জন্য আরব-পারস্য থেকে অভিবাসনসূত্রে আসা মুসলিমদের বংশধররা নিজেদেরকে ' সম্ভ্রান্ত ' বলে দাবি করেন। যদিও আরব থেকে আসা মুসলিমরা কোন গুণে নিম্ন বর্ণের হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলিমদের থেকে উন্নত -আমার ছোট মাথায় ধরে না। ৬. গত দশ বছর যাবত ডঃ খান শারীরিকভাবে অসুস্থ ও অসমর্থ। তার উপরে তাঁর একমাত্র মেয়ে ও স্ত্রীকে হারানোর বেদনা। এতসবের মধ্যেও তিনি প্রচুর খাটনাখাটনি করে যেসব বই লিখেন, তাতে করে অন্তর থেকে শ্রদ্ধা চলে আসে। আমার মত মূর্খেরও জ্ঞানসাধনায় নামতে ইচ্ছা করে। তাঁর কিছু মতামত মানা মুশকিল, কিন্তু তিনি যেভাবে মেধা-গবেষণার সাক্ষর রেখে যাচ্ছেন, সেটা অমূল্য।
Was this review helpful to you?
or
১৮৭২ সালের আগে কেউ ধারণাই করতে পারেনি বৃহৎবঙ্গে বাঙালি মুসলমান সংখ্যাগরিষ্ঠ। ১৮৭২ সালে বেভারলি সাহেবের তত্ত্বাবধানে প্রথম আদমশুমারি হয়। তখনই আবিষ্কৃত হয় বঙ্গে মোট জনসংখ্যার প্রায় আধেক অংশ মুসলমান। কিন্তু কেন? এই কেন'র উত্তর খোঁজার প্রয়াস আকবর আলি খানের 'বাংলায় ইসলাম প্রচারে সাফল্য' শীর্ষক গবেষণাধর্মী গ্রন্থটি। মুসলিম শাসকদের প্রভাব, উচ্চবর্গের হিন্দুদের নির্যাতন, বৌদ্ধদের দলে দলে ইসলাম গ্রহণ কিংবা পীরদের মাহাত্ম্য - বাংলায় ইসলামের বিকাশের পেছনে মোটাদাগে এইসব কারণগুলো উল্লেখ করা হয়। আমেরিকার ইটন সাহেবও এই নিয়ে মোক্ষম এক পুস্তক রচনা করেছেন। অসীম রায়, মোহর আলি, ফজলে রাব্বীদের মতামত গ্রহণ কিংবা বর্জন দুইই অত্যন্ত যৌক্তিকতার সাথে করেছেন আকবর আলি খান। মিথ নয়, বাস্তবতার নিরিখে বুঝতে চেয়েছেন বাংলায় ইসলাম প্রচারের সাফল্যের শিকড়। বইটি অবশ্যপাঠ্য।




