
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আপনাকে যদি বলা হয় আপনি আর একদিন বাঁচবেন আর এই দিনটায় আপনি কি করতে চান আপনি তখন কি বলবেন? এই প্রশ্নের উত্তরে ইবনুল মুবারক রহঃ বলেছিলেন, " সেই দিনটা আমি ইলম শেখা ও শেখানোর পেছনে খরচ করবো।" আপনি কি করবেন? মতভিন্নতা থাকতেই পারে।বরং মতভিন্নতা থাকবেই। তবে এই মতভিন্নতা যেন কিছুতেই মনভিন্নতা না হয় এবং একে অপরের শতরুতে পরিণত না করে। দুনিয়াতে কত কিছু হচ্ছে আর কতজন কত কিছুই না বলছে। আমাকে কেনো সব কথার উত্তর দিতে হবে? কেনোই বা আমি সবার সব অভিযোগের দলীল সমৃদ্ধ জবাব দিতে যাবো? "জীবন খুব গুরুত্বপূর্ণ। আমি কেনো আমার জীবনটাকে পাতা ওলটানোর জন্য খরচ করবো?.কেনো আমি ফিকহ তথা معرفة النفس مالها وماعليها এর জন্য খরচ করবো না। " (এটা বইয়ের কথা না।এমনিই লিখলাম।) ইলম চয়নিকা আমার পড়া সেরা ও উপকারী বইগুলোর একটি। কুরআন, হাদীস,ফিকহ,মনীষী ইত্যাদি বিভিন্ন বিষয়ে লেখকের অভিজ্ঞতার একটি নোটবুক। আমিও ডায়েরি লিখি হয়তো।আমার ডায়েরি পড়ে অন্যের কি লাভ,? এই প্রশ্ন চাইলেই করা যায়। তবে উত্তরটা নির্ভর করবে "ডায়েরিটা কে লিখেছে এবং সে কি লেখে?" কাজের মানুষের ছিঁড়ে ফেলা পৃষ্ঠায়ও কাজের কথাই থাকে আর বেহুদা মানুষের সযত্নে রেখে দেওয়া দলীলদস্তাবেজেও হয়তো.........। বইটি আপনি অবশ্যই পড়বেন এবং আপনি পড়ে খুব বেশি উপকৃতও হবেন। কারণ এই বইতে আছে দীর্ঘ অধ্যায়ন,গবেষণা ও চিন্তাভাবনার ফলাফল এবং রয়েছে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষাবিদদের অভিজ্ঞতা ও মতামত যা আপনার ব্যক্তি জীবন,পাঠক জীবন এবং শিক্ষক জীবনেরও উত্তম পাথেয় হবে। হিফযুল হাদীসে আমাদের অবহেলা ও শায়েখ আওয়ামাহর বলা আমাদের আও কামা ক্বলা থেকে আপনিও আফসোস করবেন। হয়তো এর দ্বারাও কিছু পরিবর্তন আসবে।উন্নতি হবে। এখান থেকে জানবেন,কিছু কিতাব যার ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। হয়তো তা এই শাস্ত্রের সেরা কিতাব অথবা প্রথম কিতাব। একেকটা অংশ যখন আপনি পড়বেন,ইচ্ছে হবে এই বিষয়েই ডক্টরেট করে ফেলি। মাখতুতাহর অংশে বিভিন্ন মাকতাবায় সংরক্ষিত এখনও পর্যন্ত ছেপে না আসা মাখতুতাহর তালিকা নিয়ে তৈরি কিতাবগুলোর নাম দেখে আমার তো ইচ্ছে হচ্ছে, অন্তত শুধু এই বুকলিস্ট টাইপের কিতাবগুলোও দশ বারোটা পড়ে ফেলছি না কেনো? বই: ইলম চয়নিকা-১ দ্বিতীয় খন্ড কেউ হাদিয়া দিতে চাইলে আমারে দিতে কইয়েন। 🖊️ জহির বিন আইয়ুব ১৯/০১/২০২৬ সোমবার
Was this review helpful to you?
or
ইলম চয়নিকা বইটিতে একজন বাংলাদেশী আলেমের জবানিতে ফুটে উঠেছে জ্ঞানদীপ্ত জগতের মুসলিম মনিষীদের বিবৃতি। বইটির পরতে পরতে ছড়িয়ে রয়েছে জ্ঞানের মনিমুক্তো। ঈর্ষনীয় বর্ণনা নিয়ে কলমের জাদুতে ফুটে উঠেছে লেখকের সাথে ইসলামিক স্কলারদের সাথে পরিচয়ের সকল ঘটনাসমূহ এবং তাদের কাছ থেকে আহরিত জ্ঞানের ইতিকথা।
Was this review helpful to you?
or
ইলম মানে জ্ঞান, জ্ঞানই সে আলো যা আল্লাহ অভিমুখী বান্দাদের জুলমাত তথা অন্ধকার থেকে বের করে নিয়ে আসে হিদায়াতের রাস্তায়, পৌঁছে দেয় আল্লাহ পর্যন্ত। তাইতো প্রথম ঐশীবাণী নাযিল হয়েছে, "পড়! পড় তোমার প্রভুর নামে... " ইলম আল্লাহর নূর, এক শ্রেষ্ঠ নিয়ামাত। উলামায়ে কিরাম তার ধারক বাহক। তাদের মাধ্যমেই ইলম আমাদের কাছে পৌঁছে, আর তারাই আমাদের ইলম শিক্ষা দেন। উলামায়ে কিরামের জীবন এবং শিক্ষা থেকে অসংখ্য মানিক কুড়িয়ে নিয়ে "ইলম চয়নিকা"য় সন্নিবেশ করেছেন লেখক মাহফুয আহমাদ। অসাধারণ এ সংকলনটি থেকে উপকৃত হতে পারবে সব বয়সের সব পাঠক, শ্রোতা...
Was this review helpful to you?
or
মানুষের জবানে বইটির প্রশংসা শুনছি,কিছু পৃষ্ঠা দেখেছি।এটা নিছক গতানুগতিক কোনো বই নয় বরং ইলমের এক বিশাল বাগান। আল্লাহ তা'আলা লেখককে জাযায়ে খাইর দান করুক।
Was this review helpful to you?
or
ভালো বই।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ্ অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
মুগ্ধ করা এক বই। যেন জ্ঞানের সাগরের অথৈ।




