
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব সুন্দর বই।
Was this review helpful to you?
or
আমল ঠিক রাখার জন্য ভালো একটা বই।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
This book is really amazing.
Was this review helpful to you?
or
mashallah
Was this review helpful to you?
or
book ta vhalo
Was this review helpful to you?
or
যেটুকু সময় আমরা আল্লাহর জন্য তাঁর ইবাদত বন্দেগীতে ও তাঁর সন্তুষ্টি অর্জনে অতিবাহিত করি সে অংশটুকুই প্রকৃত জীবন। আল্লাহর দেওয়া বিধান মেনে চলাই হচ্ছে এই জীবনের মূল উদ্দেশ্য। অথচ বর্তমানে আমরা কুরআন-হাদিস ব্যাতিরেকে নিজেদের মনগড়া নিয়মানুযায়ী জীবন-যাপনে অভ্যস্ত হয়ে গেছি। ফলে বঞ্চিত হচ্ছি রহমতের খাযানা অর্জনের সুবর্ণ-সুযোগ থেকে।―এর কারণ হলো আমরা ইসলামী জীবনাচার সম্পর্কে খুব অল্পই জানি। তাই―এ ক্রান্তিলগ্নে ইলমের ঘাটতি পূরণের প্রয়াসে পাঠকনন্দীত প্রকাশনী 'দারুল ফালাহ' আমাদের জন্য নিয়ে এসেছে এক দেদীপ্যমান আলোকবর্তিকা 'জীবনকে কাজে লাগান'। বইটি মূলত ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত "মুখতাসারু লাতায়িফিল মা'আরিফ" এর বঙ্গানুবাদ। সমাজে প্রচলিত বিদআতী আমল পরিত্যাগ করে, বারো মাসের সুন্নাহভিত্তিক আমলের ব্যাপারে এই বইটি দেবে বিশদ দিক নির্দেশনা। - সারা বছরের করনীয়, বর্জনীয় আমল বিষয়ে বিশুদ্ধ উৎস নির্ভর গ্রন্থ আমাদের দেশে সত্যিই বিরল। বইটি যেনো কুরআন-হাদিসের সমুদ্র মন্থন করে আনা মোতিহার। পাতায় পাতায় লেখক ছড়িয়ে দিয়েছেন পূর্বসূরিদের অভ্রভেদী কথন, বিচিত্র সব অনুপ্রেরণা আর দিক নির্দেশনার মূল্যবান মণিমুক্তো। - 'জীবনকে কাজে লাগান' বইটির মূল পাঠ শুরু হয়েছে আল্লাহর যিকিরের গুরুত্ব এবং উপদেশের আলোচনায়। তাতে আছে মন নরম করার মতো নববী দীক্ষা, উপদেশের হাকীকত, জান্নাতের মনোমুগ্ধকর সংক্ষিপ্ত বর্ণনা। পর্যায়ক্রমে বাকি অধ্যায়গুলোতে রয়েছে শুধু আবশ্যকীয় ইবাদত আছে এমন মাসগুলোর জ্ঞানালোচনা। এখানে বর্জনীয় আমলের কথাও উঠে এসেছে, যেমন- আশুরার দিন সুরমা ব্যবহার করা, মেহেদি লাগানো এবং গোসল করার যে বর্ণনা পাওয়া যায়, তা নিতান্তই বানোয়াট এবং ভিত্তিহীন। সৌরবর্ষের তিনটি ঋতু তথা বসন্ত, গ্রীষ্ম এবং শীত নিয়েও আলোচনা বাদ যায়নি।―এ যেন জীবন রাঙানো আমলের পসরা। গুনাহের গলিপথ পেরিয়ে হিদায়াতের আলোকিত রাজপথে ফিরতে তাওবার বিকল্প নেই। তাই লেখক বইটির ইতি টেনেছেন তাওবার আলাপে। - শর্ট পিডিএফ পড়ে আমার মনে হয়েছে আরবি মাসের কত যে আমল, কত ফজিলতই না রয়েছে যা আমাদের অজানা। আশা করছি বইটি পাঠকগণকে উদ্ভুদ্ধ করবে প্রচলিত ভিত্তিহীন, বানোয়াট আমল পরিত্যাগ করে, ঐশী নির্দেশনা অনুযায়ী আমল করার। দ্বিধাহীনচিত্তে সবাই বইটির উপর নির্ভর করতে পারবে। ইনশাআল্লাহ।




