
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Super👌
Was this review helpful to you?
or
A unique thriller! Boitir prottek ta chapter e jeno nijossho ekta mini story - jar royeche unique characters, starting and ending. Ei shob mini story puzzle er moto jora diye sheshmesh khunir shondhan pawa jay. Enjoyed it a lot.
Was this review helpful to you?
or
কেইগো হিগাশিনোর বইগুলোতে এক অন্যরকম নেশা আছে। যে একবার তার বই পড়েছে, তাকে আবার বাধ্য হতে হবে তার বই পড়ার জন্য।
Was this review helpful to you?
or
very thrilling story is it....❤️
Was this review helpful to you?
or
লেখকের লেখনী এবং অনুবাদকের অনুবাদ দুটোই অসম্ভব সুন্দর।
Was this review helpful to you?
or
সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
আহ, অবশেষে শেষ হয়ে গেল ডিটেকটিভ কাগার আরো একটি কাহিনী। একমাস লেগে গেলো বইটি শেষ করতে। এ দেখে আবার মনে হতে পারে, বইটি বুঝি ভালো না। কিন্তু না, বইটি ছিল হাওয়াই মিঠাই এর মত; চাইলে টুপ করে পড়া হয়ে যেত কিন্তু আমি খুব সাবধানে একটু একটু করে পড়েছি যেন শেষ না হয়ে যায়। বইটি যখন পড়া শুরু করি তার কিছুদিন পরই অফিসে আমার ওপর চলতে থাকে কাজের স্টিম রোলার। কাজগুলো যখন চারদিক থেকে চেপে এসে দম বন্ধ করে দেয়ার উপক্রম করত তখন এই আশাতেই যেন বাঁচতাম যে, বাসায় কাগা আছে। কাগার নতুন কোন অনুসন্ধান, ছোট্ট কোন ক্লু জানার আশাই আমাকে কাজের পাহাড় ডিঙানোর এনার্জি দিত। যাহোক, এবার বইয়ে আসি। জাপানিজ থ্রিলার বিশেষ করে হিগাশিনোর কাহিনীর অন্যতম বৈশিষ্ট্য স্লো বার্নিং। যদি একটু খিঁচ খেয়ে ধরে থাকেন তবে অন্যরকম থ্রিলার পাঠের আনন্দ পাবেন। টোকিও শহরে নিহনবাশি এলাকায় নতুন আসা এক নারী নিজ বাসায় খুন হন। এই খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে ওই এলাকাবাসীদের জীবনের বিভিন্ন গল্প। গতানুগতিক থ্রিলারের মত খুনের পরে খুন, বীভৎস লাশ, রহস্যময় চিহ্ন এইসব কিচ্ছু নেই। আছে অনেক স্টোরি। সিনেমা কিংবা বই- আমার স্টোরিবেজড কাহিনী ভালো লাগে বেশি। তাই কারো কারো কাছে নিউকামার ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার কাছে রহস্য উদ্ঘাটনের মারমার কাটকাট কাহিনীর চেয়ে এই গল্পগুলো কোন অংশে কম ইন্টারেস্টিং লাগে নি। কাগার ক্ষুরধার মস্তিষ্কের বিশ্লেষণ, ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সব মিলিয়ে বইটা বেশ উপভোগ্য। বইয়ের প্রোডাকশন ভাল। শিরোনাম প্রকাশনীর 'ম্যালিস' এ বেশ কিছু টাইপো, বানান ভুল, ভুল যতি চিহ্ন ছিল কিন্তু 'নিউকামার' এ টাইপো পেয়েছি একটা মনে হয়, বানান ভুল চোখেই পড়েনি। বাঁধাই ভাল, জ্যাকেট আলাদা খুলে পড়া যায়, বুকমার্ক ফিতা ছিল সাথে দুটো বুকমার্ক গিফট পেয়েছি।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
#আড্ডাখানায়_রকমারি #রিভিউ_২০২৩ কোনো অপরাধ ঘটলে অপরাধীকে ধরা আমাদের প্রথম কর্তব্য । তবে এটাও জানতে হবে কেন অপরাধটা ঘটেছে । কারণটা না জানলে অন্য কাউকে এই একই ভুল করা থেকে বিরত রাখতে পারব না আমরা ।সত্যটা জানলে আমরা অনেক মূল্যবান শিক্ষা পেতে পারি | বইয়ের নাম : নিউকামার জনরা : স্পাই থ্রিলার লেখক : কেইগো হিগাশিনো অনুবাদ : সালমান হক , ইশরাক অর্ণব পৃষ্ঠা সংখ্যা : ২৭৬ প্রকাশকাল : মে ২০২৩ প্রকাশনায় : শিরোনাম প্রকাশন প্রচ্ছদ : ওয়াসিফ নূর মুদ্রিত মূল্য : ৪৯০ টাকা কাহিনীর নেপথ্যে : টোকিও শহরতলীর এক এপার্টমেন্ট কমপ্লেক্সে আচমকাই খুন হয়ে যায় মিনেকো মিতসুই। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। কিন্ত কেউ খুনিকে আসতেও দেখেনি, বের হয়ে যেতেও দেখেনি।জটিল এই খুনের তদন্তে নামে নিহনবাশি থানায় সদ্য বদলি হয়ে আসা ডিটেকটিভ কিয়োচিরো কাগা।তবে নবাগত হলেও ক্ষুরধার মস্তিষ্কের এই ডিটেকটিভের অভিজ্ঞতার ঝুলি বিশাল।ছোটখাটো কোনো কিছুই নজর এড়ায় না তার। শহরতলীর যেখানে খুনটা হয়েছে, তার আশেপাশে রয়েছে ছোটবড় নানারকম ঐতিহ্যবাহী পণ্যের দোকান এবং রেস্তোরাঁ তদন্ত করতে গিয়ে কাগা বুঝতে পারে সূত্র পাওয়া যাবে এসব জায়গায় ঢুঁ মারলেই, কারণ মিনেকোকে প্রায়শই দেখা যেতো দোকানগুলোয়। টোকিওর অলিগলিতে কাগার সাথে ঘুরতে ঘুরতে পাঠকেরাও বুঝতে পারেন সবার জীবনেই কোনো না কোনো গল্প রয়েছে।কিন্ত এই গল্পের গোলকধাঁধা থেকে কাগা হত্যা রহস্যের সমাধান খুজে পাবে তো?ডিভোশন অফ সাসপেক্ট এক্স ও ম্যালিস খ্যাত জাপানি থ্রিলার মাস্টারমাইন্ড কেইগো হিগাশিনোর নতুন রহস্যের জগতে আপনাকে স্বাগতম। প্রতিক্রিয়া ও পর্যালোচনা : 'নিউকামার' বইটিতে লেখকের লেখার ধরন,গল্প উপস্থাপন করার ধরন খুব ভালো লেগেছে।যে গল্পগুলোতে চরিত্র বেশি থাকে, সেগুলোতে চরিত্রগুলো মনে রাখা কিছুটা হলেও কঠিন।তবে, 'নিউকামার' এ গল্পের শুরুতেই চরিত্রগুলোর পরিচয় উল্লেখ করা হয়েছে, এ বিষয়টি ব্যতিক্রম ও ভালো ছিলো | এছাড়াও, ফ্ল্যাপ এ যেমনটা লিখা রয়েছে যে 'সবার জীবনেই কোনো না কোনো গল্প রয়েছে। সেটাও গল্পের প্রতিটা অধ্যায়ে বোঝা যায়। পছন্দের চরিত্র: গল্পের কেন্দ্রীয় চরিত্র 'ডিটেকটিভ কাগা' চরিত্র'টি আমার বেশি ভালো লেগেছে।তদন্ত করতে গিয়ে তিনি শুধু খুনের তদন্ত করেন না, এর সাথে সম্পর্কিত সবার সমস্যা সমাধান'র চেষ্টা করেন। তার মতে, 'একটা অপরাধের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের প্রত্যেকেই কিন্ত ভিক্টিম। তাদের যন্ত্রণা উপশমের চেষ্টা করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে |' পছন্দের উক্তি : -'একটা অপরাধের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের প্রত্যেকেই কিন্ত ভিক্টিম। তাদের যন্ত্রণা উপশমের চেষ্টা করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে।' -'কোনো অপরাধ ঘটলে অপরাধীকে ধরা আমাদের প্রথম কর্তব্য । তবে এটাও জানতে হবে কেন অপরাধটা ঘটেছে । কারণটা না জানলে অন্য কাউকে এই একই ভুল করা থেকে বিরত রাখতে পারব না আমরা ।সত্যটা জানলে আমরা অনেক মূল্যবান শিক্ষা পেতে পারি ।' -'অভিজ্ঞতাটা ভয়াবহ , আর অভিজ্ঞতা যতই ভয়াবহ হয় , ডিটেকটিভ হিসেবে নিজের কাজে ততই সেটা প্রয়োগের চেষ্টা করি আমি ।' -'আদর করা আর যত্ন নেওয়া দুটো ভিন্ন জিনিস । ছেলের যত্ন নিতে চাইলে এমন কিছু করতে হয় যা তার ভবিষ্যতকে সুরক্ষিত করবে । ' -'তেরাদা পরিবারের সাথে বিশেষ এই ঘড়িটার অনেক মিল । তিনজন মানুষ , দেখে মনে হয় যে তিন দিকে মুখ ফিরিয়ে আছে , কিন্ত তারা সবাই আসলে একটা যন্ত্রের সাথেই যুক্ত । পরিবার ।' প্রচ্ছদ: 'নিউকামার' সহ কাগা সিরিজের ৩টা বইয়ের -ই প্রচ্ছদ করেছেন ওয়াসিফ নূর। বইয়ের প্রচ্ছদ সেই বইয়ের কাহিনীকে কিছুটা হলেও তুলে ধরে। 'নিউকামার' বইয়ের প্রচ্ছদ-এ কাহিনীর সাথে সম্পর্কিত একটা আবহ তুলে ধরা হয়েছে | প্রোডাকশন : প্রোডাকশনে শিরোনাম প্রকাশনী দারুন কাজ দেখিয়েছে । কাগজ এর কালার এবং ফন্ট এর ধরন এ কেন জানি মনে হয়েছে যে জাপানিজ বইগুলোর সাথে মিল রাখা হয়েছে । বানান : বইয়ের একমাত্র হতাশা বোধ হয় বইয়ের টাইপিং মিসটেক । তবে 'শিরোনাম প্রকাশন' এর পক্ষ থেকে জানানো হয়েছে ' আমরা পরবর্তী এডিশনে এগুলো সংশোধন করে নিব ।' রেটিং:৪.৫/৫ (বানান এই কমতি আছে বইয়ে) বি.দ্র: আমি রেটিং দেওয়ার মতো প্রোফেশনাল না।শুধু নিজের মতামত প্রকাশ করেছি ধন্যবাদ ছবি: তারিফ




