
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সত্য ও সত্তা। বইয়ের নামের উপর কালো হরফে লেখা এই দুইটা শব্দ বইটাকে বলতে গেলে বুঝতে সাহায্য করে। সত্য কোনোসময়ই আড়ালে থাকতে পারে না। সত্য হয়তো কিছু সময়ের জন্য বিরতি নেয় কারো মনে কিংবা কারো ক্ষমতায় সেটা লুকিয়ে থাকে সেই মাহেন্দ্রক্ষণের জন্য যে সময় সে দ্বিধাহীন ভাবে বলতে পারবে লুকানো সত্য। এই বইটাতেও লেখক এক সত্য লুকিয়ে রেখেছেন। ডিস্টোপিয়ান ফ্যান্টাসি জনরার হলেও এই গল্পটা মনে হচ্ছে বর্তমান সময়েরই এক স্বৈরাচারীর গল্প। শুধু পার্থক্য হচ্ছে গল্পের স্বৈরাচারীর শত্রু হচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা আর আমাদের জনের ছিলেন মানুষ। লেখক ফ্যান্টাসির আদলে তুলে এনেছেন মানুষের অসহায়ত্ব, বৈষম্য, অবিচার,অন্যায়, রিপুর প্রভাব সহ আরো অনেক বিশেষণ। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে বিশ্বসংঘের বিরুদ্ধে দাঁড়িয়েছে দুইটি আলাদা সংস্থা যাদের আছে নিজস্ব মতাদর্শ। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চলে একের পর এক পরিকল্পনা ও সংগ্রাম বেঁচে থেকে তা বাস্তবায়ন করার জন্য। গল্প প্রথমে নীলাদ্রী, পরাগ ও আহানা এই তিনজনকে ঘিরে চলতে থাকে। তিনজনের দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের অবস্থা পরিবেশ আর স্বৈরাচারী অবস্থা তুলে ধরেছেন লেখক। আস্তে আস্তে খল চরিত্রের সাথে পরিচিত করান লেখক এবং মানতেই হচ্ছে এই খলচরিত্রের জন্য তৈরী ছিলাম না। তার দৃষ্টিকোণে ও দর্শনের সাথে লেখক পাঠককে দুটো দিক তুলে ধরেছেন। পাঠক কোনটা মেনে নিবে সেটা তার উপর ছেড়ে দিয়েছেন। প্রধান চরিত্রগুলো ছাড়াও সত্য সংস্থার সবাই, সর্পসর্দার, ইরাবতীর চরিত্র গঠনও দক্ষ ভাবে তুলে ধরেছেন লেখক। বইটায় অনেক দর্শনের আলাপ আছে। বলতে গেলে অনেক বেশিই আছে। যার ফলে বইটাকে অনেক স্লো মনে হবে আর কিছু কিছু জায়গায় বিরক্তিও ধরতে পারে। বইটা সিরিজের প্রথম হওয়া চরিত্র গঠন আর পরিবেশের সাথে পাঠকের খাপ খাওয়াতে লেখক সময় নিয়েছেন যা পরবর্তী বইগুলোর জন্য আগ্রহী করে তুলবে। শেষের সমাপ্তিটাও ছিলো ভালো যা পরের বইয়েই খোলসা করা হবে। সব মিলিয়ে ডিস্টোপিয়ান ফ্যান্টাসির এই বই উপভোগ করেছি যদিও অনেক সময় লেগেছে শেষ করতে।




