
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Truely amazing 🙏
Was this review helpful to you?
or
১০১ ট্রাভেল কুইজ ভ্রমণপ্রেমী ও কুইজপ্রেমীদের জন্য দারুণ একটি বই, যেখানে দেশ-বিদেশের ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা তথ্য মজার প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এটি একদিকে বিনোদন দেয়, অন্যদিকে নতুন জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। ভ্রমণের প্রতি আগ্রহী যে কারও সংগ্রহে বইটি থাকা উচিত।
Was this review helpful to you?
or
অর্পণ দাশগুপ্তের লেখা "১০১ ট্রাভেল কুইজ" বইটি আমি পড়েছি। বর্তমান ইন্টারনেটের যুগে ভ্রমণবিষয়ক অনেক ওয়েবসাইট ও বই থাকলেও বাংলায় ভ্রমণ নিয়ে কোন কুইজের বই আমার দৃষ্টিতে আসেনি। অর্পণ দাশগুপ্তের সাবলীল লেখনীর মাধ্যমে "১০১ ট্রাভেল কুইজ" বইটিতে বাংলাদেশ ও বিশ্বের ভৌগলিক, সামাজিক এবং ঐতিহাসিক অনেক কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে ছোট ছোট কুইজ ও সেগুলোর সচিত্র ব্যখ্যাসহ উত্তর দেয়া হয়েছে। এই কুইজগুলো থেকে অনেক ভ্রমণপিপাসুরা তাদের পরবর্তী ভ্রমণ গন্তব্য পেতে পারেন।
Was this review helpful to you?
or
অর্পণ দাশগুপ্তর লেখা "১০১ ট্রাভেল কুইজ" সত্যিই একটি অসাধারণ এবং তথ্যসমৃদ্ধ বই। দেশ-বিদেশের ভ্রমণস্থান, ঐতিহাসিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাত, পর্বত, সৈকত, মন্দির থেকে শুরু করে নানা সাংস্কৃতিক ও ভূগোলভিত্তিক তথ্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সহজ ভাষায় লেখা এবং সুন্দর বিন্যাসের জন্য বইটি পড়তে একটানা ভালো লাগে। এটি কেবল একটি কুইজ বই নয়—ভ্রমণপিপাসু, কুইজপ্রেমী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিংবা ট্রাভেল প্ল্যানার—সবার জন্য সমানভাবে উপযোগী। এখানে যেমন পরিচিত স্থানের পাশাপাশি নতুন ও অপ্রচলিত জায়গার তথ্য আছে, তেমনি ইউনিক এবং ইন্টারেস্টিং ফ্যাক্টও রয়েছে যা পাঠকের জ্ঞান বাড়াতে সহায়ক। বইটির সবচেয়ে বড় গুণ হলো, অল্প কথায় গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন। শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক পাঠক—সবার জন্য এটি একটি উপভোগ্য পাঠ্য। যারা দেশ-বিদেশের ভ্রমণ, ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি নিয়ে জানতে ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সংগ্রহযোগ্য বই।
Was this review helpful to you?
or
ঘরে বসেই পৃথিবীর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানার জন্য অসাধারণ একটি বই! লেখক কে আন্তরিক ধন্যবাদ এমন একটি বই আমাদের উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
অনেক নতুন তথ্যের সাথে পরিচিত হলাম।সবচেয়ে ভালোলেগেছে তথ্যের সাথে চিত্র থাকায়।এতে visualization ভালো হয়েছে।সহজ সাবলীল ভাষায় উপস্থাপন। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
দাদ আপনার বই ১০১ ট্রাভেল কুইজ গতকাল রাতেই পড়ে ফেলিছিলাম কাজের চাপে আর আপনাকে আর ফিডব্যাক দেওয়া হলো না তাই এখন লিখছি । তো অর্পণ-দা এ বই থেকে যেমন কিছু ট্রাভেল লোকেশন তা কর্ণাটক এর হাম্পি , আর্জেন্টিনা বেমানান বৈশিষ্ট , পবিত্র ভূদৃশ্য মিয়ানমারের বাগান , হাংগেরির বালাতন হৃদ , আক্রোপলিসের পাহাড়ে পার্থেনন মন্দির , আর্কাডিকো ব্রিজ , আমার খুব ইচ্ছা দেশের বাইরে ভ্রমণ করার তাই এই উল্লেখ্য স্থানগুলোতে যদি কখনো যেতে পারি তাহলে প্রথম ধনবাদ আপনাকেই দেবো কারণ আপনার লেখা এই বইয়ের মাধ্যমেই আমি প্রথমে স্তান সম্পর্কে জ্ঞাত হলাম । আরো কিছু নতুন ইন্টেরেস্টিং তথ্য জানলাম যেমন কুমিল্লার ঐতিহাসিক নটী বিবির মসজিদ নিয়ে লেখাটা 😒 , সড়াইল হাউন্ড কুকুর , ব্রাজিলের প্রাইয়া ডো ক্যাসিনো সি বিচ , মাউনা কিউ পর্বত , পেরুর নাজকা লাইন । এই লেখাগুলো ইউনিক লেগেছে আমার কাছে স্পেশালি পেরুর নাজকা লাইন । তো অর্পণ-দা আপনার ১০১ ট্রাভেল কুইজ বইটা খুব ভালো ছিলো , পড়ে আনন্দ পেয়েছি আর শেষে বলবো যে আপনি আরেকটা বই লেখুন প্লিজ আর সেটা যেনো ১০০১ ট্রাভেল কুইজ নিয়ে হয় । বেশি বেশি বই পড়ুন জানুন আর আমাকে ও আমাদের বইয়ের মাধ্যমে জগৎ দেখান । আপনার জন্য শুভকামনা দাদা
Was this review helpful to you?
or
১০১ ট্রাভেল কুইজ বইটা অনেক তথ্যবহুল একটি বই। অর্পণ দাশগুপ্ত একজন সম্ভাবনাময় লেখক। আপনার ভবিষ্যত সুন্দর হোক এই কামনা করি এবং আরও সুন্দর সুন্দর বই যেন উপহার দেন আমাদের এই কামনা করি
Was this review helpful to you?
or
অর্পণ দাশগুপ্তের লেখা "১০১ ট্রাভেল কুইজ" একটি চমৎকার এবং ব্যতিক্রমী বই, যা ভ্রমণপিপাসু এবং কুইজপ্রেমীদের জন্য এক অনন্য সংগ্রহ। ১০১ ট্রাভেল কুইজ" বইটি হালকা সময় কাটানোর জন্য যেমন উপযুক্ত, তেমনই এটি কুইজ প্রতিযোগিতা বা ভ্রমণ পরিকল্পনার জন্য একটি দারুণ রেফারেন্স হিসেবে কাজ করে। সহজ ভাষায় লেখা এবং সুন্দর বিন্যাসের জন্য এটি পড়তে অত্যন্ত আনন্দদায়ক।
Was this review helpful to you?
or
সম্ভামনাময় লেখক অর্পণ দাশগুপ্ত ১০১ ট্রাভেল কুইজ বইটি বিচিত্র সব তথ্য দিয়ে সাজিয়েছেন। যারা আজব ধরনের তথ্য পেতে ভালোবাসেন তাদের হয়তো ভালো লাগবে বইখানি।
Was this review helpful to you?
or
বইটা আমি পড়েছি। এক নিঃস্বাসে শেষ করার মত। বই পড়লে জ্ঞান বাড়ে। এই বইটি তার প্রমাণ। বিশেষ করে বাচ্চাদের ভালো লাগবে।
Was this review helpful to you?
or
অবিরাম ধন্যবাদ ও ভালোবাসা রকমারির প্রতি। আমি এই "১০১ ট্রাভেল কুইজ" - বইটি নিয়ে দারুণ আশাবাদী। আশা করি এটি ভ্রমণ বিষয়ক একটি মানসম্মত তথ্যনির্ভর বইয়ের চাহিদা পূরণ করবে। বইটি সকলের কাছে উত্তমভাবে সমাদৃত হলেই মূলত লেখক হিসেবে আমার সার্থকতা।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর এবং দেশ-বিদেশের বিচিত্র তথ্যবহুল একটি বই। যেকোন বয়সের মানুষের জন্য সহজপাঠ্য। শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে এমন সব তথ্য দিয়ে সাজানো বইটি। বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। ✨
Was this review helpful to you?
or
১০১ ট্র্যাভেল কুইজ----- অর্পণ দাশগুপ্ত-এর বইটি গতানুগতিক বাজারচলতি বিসিএস বা সরকারি চাকুরির ইন্টারভিউয়ের কোন কুইজ বই না। তরুণ এ লেখকের দ্বিতীয় বইটি তার প্রথম বই 'লোকাল রম্য' থেকে ভিন্ন মেজাজের। এতে আমাদের চলনবিল থেকে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, পলাশী যুদ্ধক্ষেত্র থেকে ওয়াটার লু, মোগল সভ্যতা থেকে মায়া সভ্যতা, জলপ্রপাত, হ্রদ, পর্বত, সমুদ্র সৈকত--- বিশ্বজুড়ে ভ্রমনপিপাসুদের আগ্রহের স্থানগুলোকে লেখক সযত্নে তুলে এনেছে দুই মলাটের মাঝে। খুব কম কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছে।মেদবিহীন ছোট্ট কলেবরের বইটি দেশ-বিদেশ ভ্রমনকারীদের জন্য একটা তথ্যবহুল ট্যুর গাইড, যা তাদের ট্যুর প্ল্যান সাজাতে কাজে লাগতে পারে। আর ট্র্যাভেলার্স হ্যান্ড ব্যাগে তো অনায়াসেই জায়গা করে নিতে পারে এটি। নেচার, হিস্টরিক, আর্কিওলজিক্যাল, হেরিটেজ ট্র্যাভেলার, এমনকি যারা বই, পেইন্টিংয়ের দিকেও নজর রাখেন সবার জন্যই দরকারি তথ্য রয়েছে এ বইতে। লেখকের জন্য একরাশ শুভকামনা, খুব কম কথায় বেশি তথ্য দিতে গিয়ে বেশ ঘাঁটাঘাঁটি তাকে করতে হয়েছে। প্রকাশককেও ধন্যবাদ এরকম দরকারি একটা "পাঠ্যবই" ট্র্যাভেলারদের হাতে তুলে দেয়ার জন্য।
আল-কোরআন দ্য চ্যালেঞ্জ - মহাকাশ পর্ব-১ কাজী জাহান মিয়া
একটি হারানো বিজ্ঞপ্তি মাহিন মাহমুদ
সাম্প্রতিক ক্যাপসুল- ৪ (জোবায়ের’স সিরিজ) জোবায়ের আহমেদ
রিসেন্ট জব সল্যুশন এমসিকিউ রিসেন্ট পাবলিকেশন এডিটরিয়াল বোর্ড
PAGE VINE Lip Serum Twist Lipstick Lip Gloss Moisturizing Fade Lip Pattern Lip Gloss-06 Plum Dive 



