
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গল্পটা দুই লেখককে ঘিরে—একজন লিখেন ক্রাইম থ্রিলার, আরেকজন ডিটেকটিভ উপন্যাস। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বীও বটে। ডিটেকটিভ লেখক সামুকাওয়া কাকতালীয়ভাবে এক অদ্ভুত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। তার ভক্ত সিযুকোর প্রাক্তন প্রেমিক মেয়েটিকে নিয়মিত হুমকি দিচ্ছে। সাহায্যের আশায় মেয়েটি লেখকের দ্বারস্থ হয়। কিন্তু মজার ব্যাপার হলো—সেই প্রাক্তন প্রেমিক আর কেউ নয়, লেখকেরই প্রতিদ্বন্দ্বী! ১৯২৮ সালে লেখা এই সাইকোলজিক্যাল থ্রিলার বইটির প্রতিটি পরতে পরতে উত্তেজনা ছড়িয়ে আছে। প্রেম কীভাবে হিংস্র হয়ে উঠতে পারে, তা দেখিয়েছেন এদোগাওয়া। ভালোবাসার উন্মাদনার সঙ্গে একের পর এক প্রশ্নের জট পাকিয়ে গেছেন লেখক, যা পাঠককে ধরে রাখে শেষ পর্যন্ত। যখন সেই জট খুলতে শুরু করে, তখন সত্যিই হতভম্ব হতে হয়! সামুকাওয়া গোয়েন্দাদের মতো তদন্ত করে যেভাবে এগিয়েছেন, তা পড়তে বেশ উপভোগ্য। আমার এমন থ্রিলার ভালো লাগে, যেখানে প্রধান চরিত্ররা লেখক। তাদের সৃষ্টি কল্পনার জগতে থাকলেও বাস্তবেও কীভাবে থ্রিলারের একেকটি অধ্যায় তৈরি হয়, তা সত্যিই রোমাঞ্চকর। এই বইটিও ঠিক তেমনই। আর টুইস্ট? একেবারে শেষ পাতার আগ পর্যন্ত আনপ্রেডিক্টেবল! অবশ্য একেক জনের কাছে একেক রকম লাগতে পারে টুইস্টটা। বইটিকে সুখপাঠ্য করেছে ইমরান চৌধুরীর সাবলীল অনুবাদ। তার লেখা ছোটগল্প আগে পড়লেও অনুবাদ এই প্রথমবার পড়লাম, এবং বলা যায়—এখন থেকে তার অনুবাদেও আস্থা রাখা যাবে। অনুবাদের গুণে পুরো বইটি দারুণভাবে কল্পনায় এসেছে। ১১২ পৃষ্ঠার ছোট্ট এই সাইকোলজিক্যাল থ্রিলার এক বসাতেই পড়ে ফেলা যাবে। এদোগাওয়া রাম্পোর লেখার সঙ্গে এবারই প্রথম পরিচয় হলো।এদোগাওয়ার আরও বই পড়ার ইচ্ছা রইল! এই লেখকের নামে সাহিত্য পুরষ্কার নাকি আছে যেটা পেয়েছিলেন আমাদের পছন্দের লেখক কিয়েগো হিগাশিনো।
Was this review helpful to you?
or
কেসটা এতো জটিল ছিলো, এর সমাধানটা সত্যি আমাকে অবাক করেছে। রোমাঞ্চকর এবং অসাধারণ। গোয়েন্দা গল্পের লেখক এবং পাঠকদের কিছু বৈশিষ্ট্যের মধ্যে নিজেকে পেয়েছি। ব্যাপারটা অসাধারণ কারণ এর আগে কোনো লেখককে এভাবে লিখতে দেখিনি।




