
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#সাহিত্যিক_পর্যালোচনা_with_bookisheshan : ০৫ #কেটজালকোয়াটল_ও_সৃষ্টিবিনাশ_রহস্য •|| ফ্যান্টাসি এবং মিথ বরাবরই আমার নির্ভরযোগ্য ও পছন্দনীয় জনরা। উল্লিখিত বিষয়ের আলোকে গঠিত বই সময় নিয়ে ধীরে-সুস্থে পড়তে এবং বিস্তারিত ঘাটাঘাটি করতে যারপরনাই তুষ্ট বোধ করি। কথিত অনুভূতিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ উপন্যাস হলো তানজীম রহমান ভাইয়ার -"কেটজালকোয়াটল ও সৃষ্টিবিনাশ রহস্য" ||• --------------------------------------------- ◾বই : কেটজালকোয়াটল ও সৃষ্টিবিনাশ রহস্য ◾লেখক : তানজীম রহমান। ◾জনরা : মিথোলজিকাল মিস্ট্রি X ফ্যান্টাসি ◾প্রকাশনী : আফসার ব্রাদার্স ◾প্রচ্ছদ : ফাহিম আনজুম রুম্মান ◾পৃষ্ঠা : ৯৩ ◾মুদ্রিত মূল্য : ৪০০৳ ◾পার্সোনাল রেটিং : ⭐⭐⭐⭐/৫ --------------------------------------------- ◾সংক্ষিপ্তসার: মহাপিতা টোনাকাটেকুটলি এবং মহামাতা টোনাকাসিউয়াটল। অ্যাজটেক দেব-দেবীদের জন্মদাতা আর জন্মদাত্রী। অসীম ক্ষমতা সম্পন্ন এই দুটি আত্মার বাহক দেহ একক-অবিভাজ্য। এই পুরুষ, তো এই নারী এবং তাদের সবচেয়ে ক্ষমতাশালী চার পুত্রদের একজন হলো - কেটজালকোয়াটল! যে একইসাথে অ্যাজটেকলোকের - শুকতারা, আলো, দয়া, বাতাস এবং ন্যায় বিচারের দেবতা। অজস্র প্রতিপত্তির অধিকারী এই দেবতার নির্মিত পৃথিবীর অকস্মাৎ বিপর্যয় ঘটে। এবং বিপর্যয়ের মূল হোতা অনুসন্ধানে নামেন ক্ষমতাধারী স্রষ্টা স্বয়ং "কেটজালকোয়াটল"। নাতিদীর্ঘ এই নভেলা জুড়েই ছিলো গল্পের মূল প্রোটাগনিস্ট অ্যাজটেক দেবতার জয়জয়কার। বীরদর্পে গতি-শক্তি-জ্ঞান এর উপর নির্ধারিত ও অনিবার্য পরীক্ষা ত্রয়ান্তে একে একে উন্মোচিত হতে থাকে দেবতা, দানব, জাদু আর মৃত্যুর আড়ালে প্রচ্ছন্ন থাকা ষড়যন্ত্রের জাল। অ্যাজটেকলোক থেকে গ্রিক দেবতাদের জগৎ অলিম্পিয়া, জাপানিজ দেবতা কামিদের জগৎ এবং নর্স দেবতাদের জগৎ অ্যাসগার্ডলোকে পারি জমান এই ক্ষমতাধর দেবরাজ। এক জগৎ থেকে আরেক জগতে আবির্ভাবের স্বতন্ত্র পন্থাগুলো বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। উল্লিখিত জগৎ ত্রয়ের দেবরাজরাও ( হেইডিস, কারণ, লোকি, ওডিন, থর...) উঠে এসেছেন গল্পের বর্ণনায়। সর্বোপরি, পৌরাণিক রহস্য, Mythology based Fantasy, সাসপেন্স আর ছোট ছোট টুইস্টের মিশেলে তৈরি এক অদ্ভুৎ সৃষ্টিবিনাশ রহস্যের উপাখ্যানে কেটজালকোয়াটল এর সৃষ্টির বিনাশকারী আততায়ী কে খুঁজে বেড়ানোর রোমাঞ্চকর এই অভিযানে আপনাকে স্বাগতম !!!




