
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক কথায় বলতে গেলে অসাধারণ একটা বই। উমেরা আপুর লেখা পড়া প্রথম বই ছিল পীরে এ কামেল দ্বিতীয় আবে হায়াত।
Was this review helpful to you?
or
উমেরা আহমেদ এর #আবে_হায়াত.... 🫠 #পীরে_কামিল এর সিকুয়েন্স। পীরে কামিল পড়ার পর খুব বেশি অপেক্ষায় ছিলাম এই বইটির জন্য। জীবন কী , জীবনের মানে কী দায়িত্ব কী ভালোবাসা কী ধর্ম কী সব কিছুরই যেনো খুব চমৎকার একটি মেলবন্ধন ও যুক্তিযুক্ত শান্তি পূর্ণ উত্তর লেখিকা দিয়ে গেছেন মানুষের জন্য। একটা জীবন শুরু হয় একটা পরিবার থেকে আর পরিবার শুরু হয় দুটো মানুষের মাধ্যমে , আর সেই মানুষ গুলো ও ভুল আর শুদ্ধের মিশ্রণ , তবে কী করে ভালোবেসে দায়িত্ব নিতে হয় , একে ওপরের দোষ আর গুনের সঙ্গী হতে হয় , পারস্পরিক শ্রদ্ধাবোধ রাখতে হয় যা পরবর্তী জীবন গুলোকে তাদের সঠিক দিশা দিতে পারে সেই বিষয়ের খুব সুশৃঙ্খল বিস্তারিত দৃশ্যপট লেখিকা দেখিয়েছেন। এক কথায় এই বইটির ব্যাপারে বলা খুব কঠিন তবে বলা যায় এই বই মানুষকে নতুন ভাবে স্বপ্ন দেখতে শেখাবে , সত্য ও সুন্দরের সত্যিকারের চেহারার সাথে পরিচয় করাবে , পরিচয় করাবে আমাদের প্রতিদিনের জীবন সম্পর্কের ভিত্তির ভুল গুলোকে বের করে শুধরে নিতে , ভালোবাসতে শেখাবে . সঠিক ও সত্যের সাথে বাঁচার স্বপ্ন দেখতে শেখাবে . আর জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে, যে ভাবনা কেবল পরিশুদ্ধ হতে সাহায্য করবে। আমি অভিভূত হয়েছি কেবল , এতো এতো কিছু একটা মানুষ কত সুন্দর করে তুলে আনলো , গোটা একটা জীবন আর জীবনের উদ্দেশ্য , এ বই এর চরিত্র গুলো শেখায় সত্যিকারের মানুষ কেমন হতে হবে , সত্যিকারের ধার্মিক কেমন হতে হয় , এ বই যেনো জীবনের এক সত্য চিত্র মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে , শুধু ভালোই নয় , পৃথিবীর নিকৃষ্ট তম মানুষ ও যে আছে তাঁদের রূপ রেখাও তুলে ধরা আছে । আমার এই গল্পে সালার আর ইমামার পর অসাধারণ ক্যারেক্টর মনে হয়েছে হামিন কে . তার বিষয়ে যখনি পড়েছি হেসেছি উৎফুল্ল হয়েছি। পাশাপাশি ইমামার সব বাচ্চাদেরই চরিত্র , অনেকে হয়তো ভাববে গল্পের মতন এমন মেধাবী IQ বিশিষ্ট ছেলে মেয়ে থাকলে আর মেধাবী স্বামী থাকলে জীবন এমনিতেই সুন্দর হবে। কিন্তূ এখানেই লেখিকার এক অসাধারণ কাজ আছে , এখানে খুব শুক্ষ হলেও এরিক . সাদ , হিশাম, জীবরিল এসব চরিত্র গুলো খেয়াল করলেই বোঝা যায় যে এ ধারণা ভুল . sacrifice আর compromise বলতে আমরা যা বুঝি ,আদতে একটা পরিবারের মূল যেই মানুষ দুটো তাদের জন্য সত্যিকারের sacrifice compromise কি তা খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে , সত্যিকার ভালোবাসা দায়িত্ববোধ পারস্পরিক শ্রদ্ধা এসব কেমন হওয়া উচিৎ ,ধর্মীয় প্রশান্তি এবং শিক্ষার বাস্তব প্রয়োগ , পরিবারে নারী ও পুরুষের দায়িত্ব কর্তব্য বা কাজ কি এতো চমৎকার করে লেখিকা জানিয়েছেন , আমার মনে হয় বর্তমান প্রজন্মের প্রতিটা ছেলে মেয়ের বা নারী পুরুষের এই বইটা পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
উমেরা আহমেদ এর লেখার কোনো বিরক্তি বোধ কখনোই আসবে না আমি সিওর। রাত এখন ১:৪০ বাজে দীর্ঘ এক সপ্তাহ পর ৮১০ পেজের বইটা শেষ করলাম। আমার সাধারণত যত পৃষ্ঠারই হোক এত সময় লাগে না। তবে যে বই আমার মনে একটু বেশিই টানে বেশিই ভালো লাগে সেই বই আমি খুব ধীরে ধীরে পড়ি, যাতে বইটা শেষ না হয়ে যায়। তেমনি "পীরে কামেল " এর পর তারই পরবর্তী অংশ "আবে হায়াত" ও এত ধীরে ধীরে পড়লাম যে এক সপ্তাহ লাগালাম। "আবে হায়াত" প্রসঙ্গে আমার কিছু বলার নেই। যদিও আমি ভালো বা বুঝানোর মতো রিভিউ বলতে বা লিখতে পারি না। কিন্তু আবে হায়াত বইটা যে কি পরিমান সুন্দর তা আমি কাউকে না পড়িয়ে বুঝাতে পারব না। উমেরা আহমেদ এর সকল বইয়ে সামাজিক, ইসলামিক,ভালোবাসা, বিচ্ছেদ, বাস্তবতা সমস্ত কিছুই পাবেন।আর এই বইটিতও আপনি সব পাবেন। কিভাবে দুই নর নারী(সালার সিকান্দার ও ইমামা হাশিম) আল্লাহর দিকে ফিরে এসে কীভাবে তাদের দাম্পত্য জীবন কাটিয়ে দেয় আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে। এই বই আমাদের শেখায় কীভাবে আল্লাহর উপর ভরসায় জীবনের প্রতিটি সমস্যা সমাধান করা যায়। কিভাবে হারাম থেকে বেচে থাকা যায়। বইটিতে আপনি কিছু সময় কাঁদবেন আবার কিছু সময় সালার ও ইমামার ছোট ছেলে হামিনের কিছু আচরণে অনেক হাসবেন। যে কিনা সালারেরই ডুপ্লিকেট। সবশেষ বলব বইটা অবশ্যই পড়বেন। যে যেই ধরনেরই গল্প পছন্দ করুক না কেন, এই বই এই সালার সিকান্দার ও ইমামা হাশিমের গল্প যে কারোরই অবশ্যই অবশ্যই ভালো লাগবে। খারাপ বা বিরক্তিকর লাগার বিন্দুমাত্র কোন শব্দ পাবেন নাহ । বইটা পুরো ১০/১০❤️❤️
Was this review helpful to you?
or
“Aab-e-Hayat” (জীবনের অমৃত) — নামের মতোই এই বই জীবন, বিশ্বাস ও পরিবর্তনের গল্প। এটি শুরু হয় Peer-e-Kamil-এর ঘটনাগুলোর পর থেকে, যেখানে আমরা আবার ফিরে পাই স্যালার সিকান্দার ও ইমামাহ হাসানকে— সেই প্রিয় দুই চরিত্রকে, যারা আল্লাহর পথে নিজের জীবন নতুন করে সাজিয়েছিল। কাহিনির সংক্ষিপ্ত সারসংক্ষেপ উপন্যাসটি দেখায়, ‘পীর-এ-কামিল’-এর পর তাদের জীবনে কী পরিবর্তন আসে। এবার গল্পটি শুধু ঈমানের যাত্রা নয়, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ, দাম্পত্য, সমাজ, ও নৈতিকতার জটিল দিকগুলো তুলে ধরে। সালার এখন সফল, বুদ্ধিমান, কিন্তু আত্মিকভাবে আরও পরিণত একজন মানুষ; আর ইমামাহ এখন তার জীবনের শক্তি ও প্রশান্তির কেন্দ্র। লেখিকা দেখিয়েছেন, ধর্মীয় মূল্যবোধ কিভাবে একজন মানুষকে শুধু ভালো মুসলমান নয়, বরং ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। মূল ভাব ও থিম জীবনের প্রকৃত উদ্দেশ্য কী ঈমান ও আমলের বাস্তব প্রয়োগ অহংকার, দুনিয়ার মোহ ও আত্মিক পরিশুদ্ধি ভালোবাসা ও ত্যাগের সত্যিকারের মানে বইটি ধর্মীয় আলোচনা ও মানবিক অনুভূতির মিশ্রণে এক গভীর অভিজ্ঞতা দেয়। উমেরা আহমেদের লেখা আগের মতোই সাবলীল, আবেগপূর্ণ ও চিন্তাশীল। তার সংলাপগুলো পাঠককে ভাবায়, আর দোয়া-ও-ধর্মীয় উদ্ধৃতিগুলো গল্পকে আধ্যাত্মিক এক ছোঁয়া দেয়। তবে কোথাও কোথাও লেখার গতি একটু ধীর মনে হতে পারে, কারণ তিনি চরিত্রগুলোর মানসিক গভীরতা বিশদভাবে তুলে ধরেছেন। যা ভালো লেগেছে স্যালার ও ইমামাহর আধ্যাত্মিক ও মানসিক বিকাশ জীবন ও ঈমানের সম্পর্কের বাস্তব ব্যাখ্যা সামাজিক ও ধর্মীয় বার্তাগুলোর ভারসাম্যপূর্ণ উপস্থাপন লেখিকার দারুণ দার্শনিক অন্তর্দৃষ্টি “Aab-e-Hayat” কেবল ভালোবাসার গল্প নয় — এটি ঈমান, নৈতিকতা ও আত্ম-উন্নয়নের এক যাত্রা। যারা Peer-e-Kamil পড়ে হৃদয়ে আলো পেয়েছেন, তাদের জন্য এই বইটি যেন সেই আলোর পরিণতি। এটি আমাদের শেখায় — প্রকৃত “জীবনের অমৃত” হলো আল্লাহর পথে ফিরে যাওয়া। রেটিং: ⭐⭐⭐⭐ গভীর, চিন্তাজাগানিয়া ও হৃদয়স্পর্শী এক উপন্যাস, যা পড়ার পরও মনে রয়ে যায় দীর্ঘদিন।




