
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ 🤍
Was this review helpful to you?
or
বইটি অবিবাহিতদের পড়া উচিত
Was this review helpful to you?
or
"হৃদয়ের পবিত্র বন্ধন " বইটি পড়ে শেষ করলাম। বইটিতে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ভালোবাসার পবিত্র ও শুদ্ধতম দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির সবচেয়ে ভালো লাগার দিকটি হচ্ছে, সম্পর্কের বিভিন্ন ধরণের জটিলতার কারণ ও ইসলাম ও কুরআনের আলোকে এর সুন্দর সমাধান দেওয়া হয়েছে। এছাড়া ফ্যান্টাসির জগতে না ভেসে বাস্তবিক বিষয়সমূহ উপলব্ধি করা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে সঠিক প্যারেন্টিং নিয়েও আলোচনা করা হয়েছে। বইটির প্রতিটি পরিচ্ছেদে একটা বিষয়ের উপরই জোড় দেওয়া হয়েছে যে হৃদয়ের পবিত্র বন্ধন যেন শুধু দুনিয়াবি সার্থ হাসিলের জন্য না হয় বরং দুনিয়া এবং আখিরাত উভয়ই যেন স্মরণে রেখে সামনে এগিয়া যাওয়া হয়। উল্লেখ করা ভালো কনটেস্টে জয়ী হয়ে বইটি পাওয়ার পর মনে হয়েছিল, অবিবাহিতরা এই বই পড়ে কি ই বা হবে। অবিবাহিতদের এই বই পড়ার সার্থকতাই বা কোথায়? কিন্তু বইটি পড়ে মনে হলো, বইটি সবচেয়ে বেশি প্রয়োজন অবিবাহিতদের জন্যই। বইয়ে আলোচিত জটিলতাসমূহ খুবই বাস্তবিক। তাই এসব সমস্যা ও জটিলতা সমাধানের পন্থা জানা থাকলে পরবর্তীতে সম্পর্কগুলোতে কোনো চিড় ধরা থেকে রক্ষা করা যায়। ইংরেজিতে একটি প্রবাদ খুব বেশি প্রচলিত আছে, "Prevention is better than cure" তাই বইটি অবিবাহিতদের জন্য আরো বেশি পড়া উচিত বলে আমি মনে করি। লেখকের জন্য দোয়া রইল। আল্লাহ আপনার লিখায় বারাকাহ্ দান করুক। আমিন🤍
Was this review helpful to you?
or
ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি তাই বই কিনে ছিলাম ভালো লাগলে আলহামদুলিল্লাহ ❤️🩹
Was this review helpful to you?
or
ভালো বই নিতে পারেন
Was this review helpful to you?
or
বইটি সম্পর্কে যা বলব কম হয়ে যাবে লেখকের হৃদয়ের কথা গুলে বইতে ফুঠে উঠেছে। আমি বইটি হাতে পাওয়ার সাথে সাথে খুবই মনোযোগ দিয়ে পড়েছি। আর একটা বিষয় লেখা অনেক জায়গায় মিলে নাই হয়তে নতুন হিসেবে। আগামীতপ আরও অনেক ভালে কিছু উপহার পাব। লেখক মুহাম্মাদ আব্দুল্লাহ হাফি; কাছ থেকে এই আশা রাখি। বইটি আপনার আপনাদের স্ত্রীকে দিতে পারেন। হৃদয়ের পবিত্র বন্ধন।
Was this review helpful to you?
or
"হৃদয়ের পবিত্র বন্ধন" বইটি ইসলামিক শিক্ষা অনুযায়ী একটি আদর্শ পারিবারিক জীবন গড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে লেখা হয়েছে। বইটি আমাদের শেখায়, কীভাবে স্বামী-স্ত্রী, বাবা-মা এবং সন্তানদের মধ্যে সম্পর্ককে সুস্থ সজীব এবং পরস্পরের প্রতি সহানুভূতির মাধ্যমে উন্নত করা যায়। লেখক ইসলামের নৈতিকতা ও উদাহরণ দিয়ে প্রতিটি সদস্যের দায়িত্ব একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সহমর্মিতা প্রতিষ্ঠা করার উপায় বর্ণনা করেছেন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, হাতে পেয়েছি। অসাধারণ লিখেছেন আব্দুল্লাহ ভাই।
Was this review helpful to you?
or
দীর্ঘ দিন ধরে এই বইয়ের অপেক্ষায় ছিলাম অবশেষে পেলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লিখেছেন আব্দুল্লাহ ভাই ❤️




