
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পাঠ প্রতিক্রিয়া বইঃ বিবাহ বৃত্তান্ত লেখিকাঃ আফিফা পারভীন আফিফা পারভীন আপুর লেখা "বিবাহ বৃত্তান্ত" পড়ে শেষ করলাম। গল্প শেষে মনে হলো এই উপন্যাসটার নাম বিবাহ বৃত্তান্ত যৌক্তিক হয়েছে এটা কারো বিবাহ বৃত্তান্তই বটে। এই বিবাহ বৃত্তান্ত বইটাও লেখিকা আপুর অন্যান্য বইয়ের মতই সুন্দর একটি বই। যেটা সংগ্রহে রাখতে পেরে আমি অনেক খুশি। লেখিকা আপু এই পর্যন্ত প্রকাশিত প্রায় সব বইই পড়া হয়েছে তাই তার লেখার একটা দিক খেয়াল করলাম তিনি তার একেকটা গল্পে সমাজের বিশেষ একটা প্রচলিত বিষয় মাথায় রেখে লেখেন এবং লেখনির ভাঁজে ভাঁজে সেই বিষয়ের নেতিবাচক দিক তুলে ধরেন যা অহরহ আমাদের চারপাশে ঘটছে কিন্তু যার বা যাদের সাথে ঘটছে তারা কেমন পরিস্থিতির ভিতর দিয়ে যায় তা আমরা এতটা ভেবে দেখি না, সেটাই তিনি আমাদের দেখান এবং উপলব্ধি করান, যেটা এই গল্পে নিরু ও তার পারিপার্শ্বিকের মাধ্যমে আমাদের দেখিয়েছেন। আবেগতাড়িতভাবে করা ভুলে মানুষকে অনেক সময় চরম মূল্য দিতে হয়। নিরুর একটা ভুল নিরুকে ঠিক কোথায় নিয়ে যেতে পারত ভাবলে শরীর শিওরে ওঠে। নিরুর এই ভুলটা কি ছিল সেটা জানতে হলে বইটা পড়তে হবে আর পড়লেই লেখিকার সুন্দর উপস্থাপনা ও সাবলীল লেখনির সাথে পরিচয় হবে। তিনি তার লেখনীতে পারিবারিক ও সামাজিক সব দিকেই শিক্ষনীয় বিষয়গুলো তুলে ধরেন। আমার লেখিকার গল্পের সবচেয়ে ভালো লাগে যেই দিকটা সেটা হলো ওনার গল্পের অপছন্দের চরিত্রের সাথে কিছু পছন্দনীয় চরিত্র থাকে যেগুলো এত সুন্দর ভাবে তিনি চিত্রায়িত করেন যে মনে হয় ভালো মানুষ এখনো আছে! আর এই ভালো মানুষগুলোর মাধ্যমে সভ্য, ভদ্র ও সুন্দর পারিবারিক ও সামাজিক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন তখন মনে হয় এনাদের মত মানুষগুলো আছে বলেই পৃথিবীটা বাসযোগ্য ও সুন্দর। যেটা তিনি এই বইয়ে আদনান ও তার পরিবারকে দিয়ে দেখিয়েছেন। বইটা পড়ে আবারও উপলব্ধি করলাম একটা গল্প শুধু আনন্দ বা দুঃখ দেওয়ার জন্য তিনি লেখেন না এর মাধ্যমে যেন আমাদের কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করেন এই যেমনঃ সুন্দর মানসিকতা, সুন্দর পারিবারিক শিক্ষা, মানবিক দিক নির্দেশনা আর সর্বপরি সুষ্ঠু বিনোদন। কিছু বই আছে খুব ভালো লাগলেও সেটা হয়ত সাচ্ছন্দ্যে সংগ্রহে রাখতে পারি না কিন্তু আফিফা আপুর লেখনির মধ্যে একটা পরিশীলিত বা মার্জিত দিক থাকে বলেই তার বইগুলো আমি স্বাচ্ছন্দ্যে আমার সংগ্রহে রাখতে পারছি আর স্বাচ্ছন্দ্যেই যে কাউকে বইটা পড়তে দিতে পারি, কোন হেজিটেশন হয় না। বিবাহ বৃত্তান্ত ঠিক তেমনি একটা বই। স্পয়লার হতে পারে ভেবে গল্প সম্বন্ধে কিছু লিখতে পারছি না, তাও বলি গল্পটা পড়ার সময় একটা কথাই শুধু মাথার মধ্যে ঘুরেছে যদি নিরুর বাবা-মা নিজের ইগো সরিয়ে মেয়ের কথা একটু ভাবতেন যেমন তার বোন-দুলাভাই ভেবেছিলেন তাহলে তারা খোঁজ খবর করলেই সব তথ্য বের হয়ে আসত আর নিরুর বিবাহ বৃত্তান্ত হয়ত অন্যরকম হত। নিরুর বাবার আচরন একেবারেই ঠিক ছিল না আর মায়েরা চাইলেই অনেক কিছু বাবাদের বুঝিয়ে ফেলতে পারেন, না পারলেও অন্তত মনটা নরম তো করে ফেলতে পারেন, নিরুর মা কিছুই করল না, সন্তানের ভালোর জন্য মায়েদেরও অনেক সময় কঠর হতে হয় তাই বলে এতটাও না। পড়ার সময় এই উপলব্ধি বারবার এসেছে, এটা হয়ত যারা বইটা পড়েছে সবারই এসেছে। এই বিষয়টা থেকেও ইতিবাচক শিক্ষাই পাবে পাঠক। এখন আসি বইয়ের সমাপ্তিতে, এই বইটা শেষ করে কেন জানিনা মনের মধ্যে শান্তি শান্তি অনুভব হচ্ছিল, যেন মনে হলো ধকলপূর্ণ জার্নি শেষে গন্তব্যে পৌঁছে প্রিয়জনেরর মুখ দেখে যেমন শান্তি লাগে ঠিক তেমন। বইয়ের প্রচ্ছদ অনেক সুন্দর। দেখলেই ছবি তুলতে ইচ্ছা করে কিন্তু শীতে জমে গেছি তাই একটা সুন্দর ছবি দিতে পারলাম না আর আমি ভালো ছবি তুলতেও পারি না।
Was this review helpful to you?
or
পাঠ-প্রতিক্রিয়া বই: বিবাহ বৃত্তান্ত। লেখিকা : আফিফা পারভীন। গতকাল রাতে "বিবাহ বৃত্তান্ত" বইটা পড়ে শেষ করে কিছুক্ষণ চুপ ছিলাম। বইটা রেখে মনে একটা অদ্ভুত শান্তি আর একটু কষ্ট মিশে যাচ্ছিল। আমার মনে হয়েছে, ভারী বোঝা বুক থেকে সরেছে।শুরু থেকেই একটা টেনশন, আর সেই অনিশ্চয়তাটাই আমাকে পুরো বই জুড়ে টেনে নিয়ে গেছে। বইটি পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল, এমন তো হাজারো মেয়ের জীবনে ঘটে। একটা মুহূর্তের সিদ্ধান্তে সবকিছু বদলে যায়। ভালোবাসা, মোহ, একটু রোমাঞ্চ এসবের টানে চোখ বুজে ঝাঁপ দেওয়া কত সহজ! কিন্তু তারপর যখন বাস্তবটা ধীরে ধীরে মুখ তুলে দাঁড়ায়, তখন আর পিছিয়ে যাওয়ার জায়গা থাকে না। লেখিকা আপু এটাকে এত স্বাভাবিকভাবে দেখিয়েছেন যে মনে হয়েছে, এ যেন আমার চেনা কারও গল্প। সবচেয়ে বেশি ভাবাচ্ছে ভুক্তভোগী মেয়েদের কথা। উপদেশ দেওয়ার মতো বড় মন আমার নেই, তবু মনে হচ্ছে যদি একটু থেমে, একটু ভেবে সিদ্ধান্ত নেওয়া যেত। আবেগের ঝড়ে যখন সবকিছু ঝাপসা লাগে, তখনই তো সবচেয়ে বেশি সাবধান হওয়া দরকার। তবে বইটা পড়ে একটা বড় আশাও পেয়েছি। ভুল হলে জীবন থেমে যায় না। নিজেকে শেষ করে ফেলার দরকার নেই। বরং সাহস করে সত্যিটা মেনে নিয়ে উঠে দাঁড়ানোই আসল কাজ। নিজের সম্মান, নিজের নিরাপত্তা এগুলো তো সবার আগে খেয়াল রাখতে হবে। শেষে শুধু এটুকুই মনে হচ্ছে নিজের মূল্যটা নিজে বুঝতে শিখতে হবে। যে সম্পর্কে বিশ্বাস নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই সেটা ভালোবাসা হতে পারে না।আর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে উঠতে পারাটাই জীবনের সবচেয়ে বড় জয়।
Was this review helpful to you?
or
বিবাহ বৃত্তান্ত বইটা পড়ে শেষ করলাম।।। যত সময় নিয়ে বইটা পড়লাম তাতে মনে হচ্ছিল আমি বই না নিরুপমাকেই পড়ছিলাম।।। নিরু কিন্তু গল্পের নিরু না যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি।। আমাদের চারপাশে এরকম অসংখ্য চরিত্র আছে যারা ভালোবাসাকে আবেগের সাথে গুলিয়ে ফেলে।।। সেই আবেগে নেয়া সিদ্ধান্তগুলো যখন এক লহমায় ভুল প্রমাণিত হয় তখন জীবন হয়ে ওঠে বিষাক্ত।।।চলতি ফিরতি চরিত্রগুলো কখন সুযোগ সন্ধানী হয়ে ওঠে তা পরিস্থিতিতে বুঝা যায়।।। আমাদের বাবা মায়েরা সবসময় আমাদের ভালো চান অবশ্যই।। কিন্তু বাবা মায়েরা সন্তানের ভালো চাইতে গিয়ে সন্তানকে অনেক সময় বুঝতে চান না এটা আমার সাথেই ঘটেছে।।।। বাবা মায়ের ভালোবাসাটা তুলনা হীন।।। পৃথিবীর সকল বাবা মায়ের ত্যাগ এবং ভালোবাসাকে সম্মান ও শ্রদ্ধা জানাই।।বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা হওয়া উচিত খোলা বই।।। বিভীষিকাময় সময়গুলো অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করে।।। চিনতে সাহায্য করে মানুষ এবং মুখোশ।।।।আজ জীবনের খারাপ কোন পরিণতি হলেও হতে পারতো।।। অসংখ্য যদির মধ্যে সময় এবং পরিনতি আটকে যায়।।। সব পরিনতি কি ভালো হয়??? সবার জীবনে সুখ কি ধরা দেয়??? আমাদের চারপাশেই অসংখ্য মুখোশ পড়া মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদের পাতা ফাঁদগুলো খুব ভয়ংকর।।।। আবেগ সেখানে খুব অসহায়।।। অসাধারন একটা বই পড়লাম।। নিছকই একটা গল্প নয় এটা।।। বাস্তবতার প্রতিরূপ।। বরং বাস্তবে ভালো মানুষগুলোকে পাওয়া যায় না।। @আফিফা পারভীন অসংখ্য ভালোবাসা নেবেন আপু।। বিবাহ বৃত্তান্তের ভাঁজে জীবনটাকে উপলব্ধি করানোর জন্য।।
Was this review helpful to you?
or
#পাঠ_প্রতিক্রিয়া বই: #বিবাহ_বৃত্তান্ত লেখক: #আফিফা_পারভীন প্রচ্ছদ: ফাইজা ইসলাম প্রকাশক: #মোশাররফ_হোসাইন_নীলয় প্রকাশনী: #নবকথন_প্রকাশনী প্রকাশকাল: ডিসেম্বর, ২০২৫। মূল্য: ৪০০ টাকা। বুকশপ: #ক্ষণিকা 'বিয়ে' - এই দুই শব্দের বাক্যটা যতই ছোট হোক, জীবনে এর পরিব্যাপ্তি ধরতে গেলে পুরোটা জীবনই। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ে অনেক স্বপ্ন দেখে। কেউ ঘুমিয়ে দেখে, কেউ জাগ্রত অবস্থায়। আর সোশ্যাল মিডিয়ার কারণে বিয়ে ব্যাপারটা একটা লাক্সারি তকমা পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়া মতে, বিয়ে মানে হলো- হাতে হাত ধরে ছবি তোলা, হ্যাসট্যাগ দিয়ে ডে মেমোরি লেখা, ড্রেস ম্যাচিং, বৌয়ের পায়ে জুতো পড়িয়ে দিয়ে মহান হওয়া, হ্যানত্যান কতো নাটক দেখি। আমার মনেও সাধ জাগে, আমার বিয়ের সময় এতো রঙ ঢঙ কই ছিল। কি একটা ফইকরা বিয়ে করছি। এতো ফটো , এতো ইভেন্ট ছিল না। কিন্তু মানুষের হৃদ্যতা এবং মুরুব্বিদের উজাড় করা দোয়া ছিল। বিদায়ের সময় সবার চোখে পানি ছিল। ছেড়ে যাওয়ার বেদনা এবং নতুনকে আলিঙ্গনের ভয় ছিল। পাশের মানুষটা অজানা ছিল। সেই অজানা মানুষটাই আজ আমার জীবনে জায়নামাজের পর, সবচেয়ে পবিত্র আশ্রয় স্থান। এমনটা একদিনে গড়ে উঠেনি, দিন গিয়ে মাস, মাস গিয়ে বছরে ঠেকেছে। আমার ভালো মন্দ, তার ভালো মন্দ, মিলিয়ে আমি-তুমি থেকে আমরা হয়েছি। দুই পরিবারের বন্ধন ঘির গড়ে উঠেছে আরো অনেক বন্ধন। অনেক অভিযোগ, অনুযোগ ছিল, কিন্তু 'Sacrifice is not a simple word..' দুজনকেই মানাতে হয়, কেউ কম কেউ বেশি। আমার নিজের মামাতো বোনের কথা বলি। ফেসবুকে পরিচয় ছেলের সাথে। পালিয়ে গিয়ে বিয়ে। চোখের রঙিন চশমা খুলে ধপাস করে বাস্তবতায় মুখ থুবড়ে পড়েছে। আট মাসের পেট নিয়ে ওকে ঘর মুছতে দেখেছি। মামা এখনো মানেন নি। মামার রাজকুমারী বরের ঘরের দাসী। স্বামীর ছোট চাকরি, নিজে ইন্টার পাশ না করা শ্বশুরের যৌথ পরিবারের বুয়া। জীবন সহজ নয়, যতটা সরল আর স্বপ্নালু মা-বাবার আদরে থেকে, ঘরে বসে দেখা যায়। সবসময় চোখের দেখা সত্য নয়। আপনার সাথে ঘটেনি তার মানে এই নয়, এমনটা আর কারো সাথে ঘটেনি। অহরহ ঘটছে। আপনি নিরাপত্তার চাদরে থাকেন বিধায় আপনার গায়ে নোংরা স্পর্শ, নোংরা কথা এবং পদে পদে নিজেকে বাঁচানোর ল/ড়াই করতে হয় না। ফেসবুকটা জীবন নয়। ফেসবুকে যা দেখা যায় সব সত্যি নয়। সব সৌন্দর্য পবিত্র নয়। মেয়েদেরকে লালসার শিকার হতে দেখেছি। প্রেমের ফাঁদে ফেলে বিদেশে পা'চার করতে দেখেছি। বস্তাবন্দি টু'করো লা'শ দেখেছি শুনেছি। সবার ভাগ্য ভালো হয় না। কেউ কেউ ভাগ্যের জোরে বেঁচে যায়। কিন্তু সংখ্যাটা নগণ্য। লেখক আফিফা পারভীন রচিত #বিবাহ_বৃত্তান্ত বইটি কাল বিকেলে হাতে পেয়েছি। রাতে ডিনার সেরে বইটা হাতে নিয়েছি। বইটা যেন ম্যাগনেটিক ট্রেনের মতো নিজের সাথে আটকে টেনে নিয়ে গেল শেষ গন্তব্যে। বাপ রে ! একটানে পড়েছি। গরম গরম বই পড়া যাকে বলে। নিরুপমা, চমৎকার এক চঞ্চল প্রজাপতি। যে উড়তে উড়তে Butterfly effect এ জীবন আটকে যায়। কি থেকে কি যে ঘটে যায় সে বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলে। তবুও ঝুরঝুরে ভেঙে যাওয়া নিজেকে আস্তে আস্তে গড়ে তোলে। কিন্তু সবার ভাগ্য নিরুপমার মতো প্রসন্ন হয় না। ডাক্তার আদনান। দারুণ লেগেছে এই ডাক্তারের সবকিছু। এমন ডাক্তার থাকলে আমি রোগী হতে রাজি। জায়েদ হলো চকলেট বয়। জোর কা ঝাটকা খাবেন। একদম সেন্টার শক চকলেটের মতো অভাবনীয়। আমার এতো পিও। এ ধরণের ক্যারেকটারই আজকালের মেয়েরা ভালবাসে। একদম মেয়েদের ড্রিম বয়। প্রচ্ছদ নিয়ে বলতে চাই। আগের যুগের এলবামের ছবির মতো প্রচ্ছদ প্রিন্ট। এক কথায় দারুণ!আমি সাদা পাতায় কালো অক্ষর পড়ে অভ্যস্ত। এই অফ হোয়াইট পেজ একটু টিক টিক করেছে। ফন্ট ঝরঝরে। একটানে পড়তে মোটেই খারাপ লাগে না। আফিফা পারভীন মানেই নিঃসেন্দহে সেরা লেখনী। প্রতিটা বইয়ে তার নিজেকে ছাড়িয়ে যাবার গ্রাফটা চোখে পড়ে। আমি যেহেতু এই লেখকের লেখা নিয়মিত পড়ি, তাই গ্রাফটা টের পাই। সাদামাটা আটপৌড়ে কাহিনী লেখকের কলমের জোরে পাঠককে আটকে রাখা সহজ কর্ম নয় বৎস!!! নেক্সট বই কবে পাবো ? হ্যাপি রিডিং🧡
Was this review helpful to you?
or
গল্পটা নিরুর আরেকটু নির্দিষ্ট করে বলতে গেলে এটা নিরুর বিবাহ বৃত্তান্ত। রক্ষনশীল পরিবার আর বাবা-মায়ের কড়া শাসনের গন্ডিতে বড় হওয়া নিরুর বিয়ে ঠিক হওয়ার মাধ্যমে গল্পের শুরু। তবে উনিশের জেদি মানসিকতার নিরুপমার উড়ুক্কু মনের সিদ্ধান্তের ফলাফলস্বরূপ তাকে সম্মুখীন হতে হয় সম্পূর্ণ নতুন এক জগতের সাথে। তারপর গল্পের আবর্তনে দেখা মেলে জায়েদের সাথে, পালাক্রমে আসে আদনানসহ আর গুটিকতক চরিত্র। নিরুর বিবাহ বৃত্তান্তে ঠাঁই পেয়েছে অল্প কিছু চরিত্র। তন্মধ্যে এমন চরিত্র এসেছে যার ঝুলিতে আছে অশেষ স্নেহের পসরা। আরও এসেছে এমন এক চরিত্র যার বাস্তব জ্ঞান, শাণিত ব্যক্তিত্ব আর দায়িত্বশীল আচরণ সত্যিই প্রশংসনীয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থ্যাৎ নিরুকে জানতে এবং তার বিবাহ বৃত্তান্ত বিশদে জানতে পাঠককে আটকিয়ে রাখবে লেখকের লেখা। গল্পটায় লেখকের লেখা "স্মুথ লাইক বাটার" টাইপ। পড়া শুরু করে কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। যদিও গল্প শেষে এটা নিরুর বিবাহ বৃত্তান্ত কম নিরুর জার্নি মনে হচ্ছিল। কেননা গল্প শেষে যে এক অন্য নিরু আমার অপেক্ষায় ছিল সেটা বোধহয় গল্পের মাঝে থেকেও আমি আন্দাজ করতে পারি নি। "বিবাহ" একটা জীবন পরিবর্তনকারী ক্রিয়া - সম্ভবত নিরুর বিবাহ বৃত্তান্তে এটাই আমার মূল উপলব্ধি। আর গল্পের অনেকগুলো মেসেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটা ছিল "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না"!




