১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"আবার জেগে উঠবে মানুষ" বইয়ের ফ্ল্যাপের লেখা: চিরচেনা সবুজ ও নির্মল সুন্দর প্রকৃতি যেন আমাদের কল্পনার রঙের সাথে মিশে গেছে। সেই রঙে মন রাঙিয়ে আমাদের জীবনের হাসি-গান, সুখ-দুঃখ; আমরা নানাধর্মী শৈল্পিক রচনায় ও শিল্পবােধসম্পন্ন চর্চায় নিমগ্ন হই। বনভূমি, উদ্ভিদ, নদ-নদী, কৃষি জমি, পাহাড়, টিলা, সমুদ্র, জল, প্রাণী, মানুষ প্রকৃতির এসব দৃষ্টিনন্দন সৃষ্টির মাঝে আমাদের কল্পনােক যেন নতুন আলােয় আলােড়িত হয়ে ওঠে। এ যেন অপরূপ এক সমতার সীমা – সমানাধিকারের নান্দনিক সুবন্ধন। অথচ বাস্তবতায় চিরচেনা চিরসবুজ মানবিক সেই রূপটি এখন কোথায় যেন হারিয়ে গেছে। অবজ্ঞা, দখল-দুষণ। ইত্যাদি কারণে সুন্দর ও নির্মল প্রকৃতি যেন এখন। প্রতিশােধ পরায়ণ। মরুময়তা, খরা, জলাবদ্ধতা, লবণাক্ততা প্রভৃতি কারণে জীবনবৈচিত্র্য যেন। লুপ্তপ্রায়। ‘পৃথিবীর এক কোণে, রহিব আপন মনে’ - সেটা এখন আর সম্ভব নয়! তাহলে এর বিকল্প কি এবং কোথায়? প্রকৃতির ক্ষতি করে, অন্য মানুষের ক্ষতি করে, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করে সুন্দর জীবনকে ধারণ করা কখনােই সম্ভব নয়। প্রকৃতির দেয়া আলাে-বাতাস, নানান সৃষ্টি। আমাদের জীবনকে আন্দোলিত ও আনন্দময় করুক, সুন্দর করুক। আমাদেরকেই সেই পরিবেশের ভিত রচনা করতে হবে। '৫২ কে স্মরণে রেখে এই গ্রন্থের ৫২টি কবিতায় একদিকে পরিবেশের সৌন্দর্য যেমন প্রকাশিত হয়েছে, অন্যদিকে তেমনি পরিবেশের প্রতি মানুষের বর্তমান দৃষ্টিভঙ্গি ও আচরণ এবং পরিবেশ ও প্রকৃতির বিরূপ চিত্রও স্পষ্টভাবে নানা কবিতায় ফুটে উঠেছে। পরিবেশ সুরক্ষায় মানুষকে আবার জেগে ওঠার উদাত্ত আহ্বানও জানানাে হয়েছে।