১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
“সর্ব জয়া”বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: বাংলা লেখার জগতে নবীন লেখকদের মধ্যে বিশেষ করে নারী লেখকদের মধ্যে তামান্না ইসলাম অন্যতম। তামান্না তাঁর সহজ সাবলীল লেখার মাধ্যমে পাঠকদের মনে একটা বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। তামান্না যা দেখেন সেখান থেকেই লেখেন। দেখেনও সবসময় নারীর চোখ দিয়ে। এই কারণে ওঁর লেখার প্রধান চরিত্র সবসময়ই কোনাে নারী। এটা তামান্নার একটা সীমাবদ্ধতাও বলা যায়। তামান্নার লেখা পড়তে পাঠকদের। কোনাে বেগ পেতে হয় না, কারণ তিনি জোর করে কিছু আরোপ করেন না। পাঠকরী ওঁর লেখা পড়তে পড়তে হয় তার জীবনের সাথে কিংবা তার কাছের কারাে জীবনের ঘটে যাওয়া কোনাে ঘটনার সাথে যুক্ত করতে পারে। এই কারণে পাঠকদের সাথে তামান্নার লেখার যােগাযােগ হয় সরাসরি। তিনি মেয়েদের কথা বলেন, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা বলেন, তাদের একান্ত অনুভূতির কথা বলেন। আর অবশ্যই বলেন তাদের সংগ্রামের কথা। 'নারীবাদ', 'নারীস্বাধীনতা' এই কথাগুলাে আমাদের সমাজে বিশেষ করে পুরুষদের মধ্যে একরকম অপছন্দের বিষয়। কিন্তু তামান্না ওঁর লেখায় যে নারীবাদের কথা বলে সেটা সমাজ বা ধর্ম থেকে বের হয়ে যেয়ে কিছু নয়। এই নারীবাদ প্রতিটি নারীর জীবনের কথা, তাদের আটপৌরে জীবনের আনন্দ, কষ্ট, ভালােলাগা, ভালােবাসার। কথা, মানুষ হিসাবে তাদের অধিকার আদায়ের কথা। । তামান্না ইসলামের 'সর্বজয়া' গল্প গ্রন্থটিতে ছােটো, বড়াে মিশিয়ে। এমনই দশটি গল্প স্থান পেয়েছে। এর মধ্যে একটি বড়ােগল্প('অন্য রকম মা') আর নয়টি ছােটোগল্প। অন্যসব লেখার মতোই এই। বই এর ভাষা প্রাঞ্জল এবং সাবলীল। সব গল্পেই কেন্দ্রীয় চরিত্রে আছে একজন নারী সবগুলাে গল্পই আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি। একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত পাঠকের আগ্রহ থাকে অটুট। তামান্না আরো বেশি করে লিখুক। নারীদের জীবনের গল্প। লিখুক, তাদের মনের কথা ফুটে উঠুক তামান্নার লেখার মধ্য। দিয়ে।