১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
একটা অদ্ভুত ধরনের প্রস্তাব পেয়ে গেল নিশিকান্ত বাবু। তাকে অস্ট্রেলিয়ার সিডনি যেতে হবে। খুব অদ্ভুত ধরনের একজন মানুষ আতাউল ইসলাম তাকে কিভাবে জানি রাজি করিয়ে ফেলল। এ মানুষটির ছোট ভাই মল্লিক খুব বড় ধরনের একটা সমস্যায় পড়েছে। সমস্যাটা হল ওর স্ত্রীকে নিয়ে। ওর স্ত্রীর রিমঝিম ইদানিং একটা মানসিক সমস্যায় ভুগছে। আর এই সমস্যাটা হচ্ছে সে যে কোন ভাবে মল্লিককে খুন করে ফেলতে চায়। কিন্তু মল্লিক কিছুতেই তার স্ত্রীকে পাগল সাব্যস্ত করতে চায় না। বিদেশের একজন ডক্টর কে যদি ব্যাপারটা জানানো হয় তাহলে হয়তো ব্যাপারটা ভিন্ন দিকে মোড় নিতে পারে। এজন্যই সে ঢাকা থেকে একজন ডক্টরকে ওই দেশে গিয়ে ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করে।
নিশিকান্তবাবু যেদিন ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয় সেদিনই সে বুঝতে পারে এ বাড়ির ভিতরে একটা অশরীরী কোন কিছু আছে। হয় সেটা কৃত্তিম অথবা সত্যি সত্যি। কিন্তু সে আরো আশ্চর্য হয়ে লক্ষ্য করে এই মেয়েটি আসলেই তার স্বামীকে হত্যা করতে চায়। আর এই হত্যা করার তে চাওয়ার কারণটাও খুব স্বাভাবিক। তার স্বামী আসলে অন্য একটা মেয়ের প্রেমে আসক্ত। কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরে একসময় উনি বুঝতে পারে ওই মেয়েটি নয় বরং তার স্বামী মল্লিক খুন করতে চায় মেয়েটিকে। এর মধ্যে সামনে এসে দাঁড়ায় মল্লিকের সেই প্রেমিকা। আর ওদের ডুপ্লেক্স হাউস টা আগে আসলে যাদের ছিল , তাদের মধ্যে একটা ঝামেলা চলছিল। শোনা যায় ওই সময়ের মধ্যেও একটা খুন হয়েছিল। নিশিকান্ত বাবু বুঝতে পারে না এখন সে কি করবে? হঠাৎ একদিন ফোন করে সেই আশ্চর্য ব্যক্তি আতাউল ইসলাম জানায় যে মল্লিক আসলে তার ভাই না । তাকে সে ঠিকভাবে চেনেও না।