১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
টার্গেটের পরবর্তী দুই শিকারের খোঁজ পাওয়া গেছে। তাদের কেটে চামড়া আলাদা করতে হবে এখন। এ নিয়ে খুব বেশি ভাবছে না শিল্পী। তাকে এই খুনগুলো করতে ভিক্টিমের সামনে থাকতে হয় না। দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটির সাথে তার ঘাড়ে আঁকা লুসিফারের সাংকেতিক চিহ্নের একটা ম্যাগনেটিক শক্তি আছে। যা ব্যাবহার করেই ছবির শিশুটাকে দিয়ে চলছে ভয়ানক সব হত্যাযজ্ঞ! স্পেশাল ব্রাঞ্চের চৌকষ অফিসার রিয়ানার বাড়িতে কিসের আলামত? এস আই জামসেদ খুনির এতোটা কাছে গিয়েও শেষ পর্যন্ত তাকে আটক করতে পেরেছে কী, নাকি নিজেই আটক হলো শয়তানের অভেদ্য কোন দেয়ালের ভেতরে? শয়তানের উপাসকদের একটা সম্মেলন হচ্ছে। আনব্যাপ্টিজম নামের সেই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে শিল্পী রাফি। শয়তান লুসিফারকে খুশি করতে তার একদল অনুসারী প্রতি বছর এই সম্মেলনে জড়ো হয়। নগ্ন হয়ে লুসিফার বন্দনা ও গোপন সেই অনুষ্ঠানে বিশ্বের বেশ প্রভাবশালী লোকেরাও যুক্ত হয় নিয়মিত। কী উদ্দেশ্য এই আনব্যাপ্টিজম আয়োজকদের? যুগ যুগ ধরে বেশিরভাগ মানুষের মধ্যে চলে আসছে লুসিফার ইফেক্ট। আমরা সরাসরি লুসিফারকে দেখতে পাই না, কিন্তু এমন অনেককে দেখতে পাই যারা লুসিফারকে ধারণ করে। যারা অত্যাচারী, তাদের মন কি সর্বদাই অত্যাচারী? ভয়ানক, নিষ্ঠুর হবার ফর্মুলা কী সব সময় একই রকম, নাকি ব্যাক্তি ভেদে আলাদা? আপনি জানেন, আপনার দেখা সাদাসিধে ভালো মানুষটাও উপযুক্ত পরিবেশে তার চরম নৃশংসতার রূপে আবির্ভূত হয়! অথচ আমরা কেবল সকল দোষ চাপিয়ে দেই লুসিফারের উপর! সব অন্ধকার কী লুসিফার একাই ধারণ করে? নাকি আমাদের পরিচিত অসংখ্য ভালো মানুষের ভেতরেও বাস করছে এক একটা অন্ধকারের রাজা লুসিফার?