১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
‘বিনুর আলোছায়া’ উপন্যাসটির মূল চরিত্র বিনু। বিনু শুধুই একটি কাল্পনিক চরিত্র নয়; বিনু আসলে একটি যুক্তি, একটি দর্শন এবং এক অন্তর্গত মনস্তত্ত্বের প্রতীক। বিনু, একটি ভাবনা, আবেগের প্রকাশ এবং এক নীরব সংগ্রাম যেখানে জীবন, সম্পর্ক এবং সমাজের নানা জটিলতার মুখোমুখি হয় প্রধান চরিত্র। বিনুর চোখে পাঠক দেখতে পাবে ঝরা পাতায় কিংবা বৃষ্টির ছন্দে সুখ খুঁজে নেওয়ার শিল্প; দেখতে পাবে জীবনের নীরব অথচ গভীর বেদনা; যেখানে রয়েছে মানুষের প্রতি অবিচার, বঞ্চনা আর প্রথাবিরোধী এক ব্যক্তিগত সংগ্রামের রূপ।
বিনু মানবিকতা ও নৈতিকতার গভীরতম স্তরের প্রতিচ্ছবি, যা মানবমনের দুর্বলতা, জটিলতা, আশা ও ভালোবাসার অন্তর্দ্বন্দ্বের মাঝে তার সত্যিকারের রূপ খুঁজে পায়। বিনুর দৃষ্টিতে জগৎ শুধু আনন্দ বা কষ্টের নয়; বরং এ জগৎ মানুষের গভীর অন্তর্দ্বন্দ্ব ও মানসিক সংকটের প্রতিচ্ছবি, যেখানে মানুষ তার স্বপ্ন, আকাক্সক্ষা, ক্ষোভ ও যন্ত্রণার ভেতরে কখনো বন্দি হয়ে পড়ে।
উপন্যাসে সমাজের প্রচলিত ধারণা, বঞ্চনা ও অবিচারের সামনে বিনুর প্রতিক্রিয়াকে এক শান্ত মানসিক যাত্রা হিসাবে তৈরি করেছেন লেখক। এই যাত্রা শুধু তার একার নয় বরং তা প্রতিটি মানুষের আত্মপ্রকাশের পথে এক অসীম সংগ্রাম। এই উপন্যাসে রয়েছে এমন এক দুঃখময় বাস্তবতা ও মানব মনের গভীরে লুকিয়ে থাকা চিরকালীন এক দ্বন্দ্ব, যেখানে মানুষ কখনো কখনো জীবনের কাছে হেরে যেতে বাধ্য হয়।
‘বিনুর আলোছায়া’ মূলত লেখক এইচ বি রিতার ‘বিনু’ চরিত্র নিয়ে দ্বিতীয় উপন্যাস। ‘বিনু’ প্রথম উপন্যাসটি প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। একই চরিত্রের ধারাবাহিকতা বজায় রেখে লেখক রচনা করেছেন ‘বিনুর আলোছায়া’।