১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
শফিক সহজ-সরল সাধারণ একজন মানুষ। সহায় সম্পদ থাকা স্বত্ত্বেয়ও ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা মাসুম শিকদার মারা যাওয়ায় এবং একান্ত ব্যক্তিগত কারনে মেজো চাচা মাসুদ শিকদার গ্রামের বাড়িতে খুব একটা না আসার সুযোগ নিয়ে ছোট চাচা মামুন শিকদার সব সম্পত্তি একাই ভোগ-দখল করতে থাকে। ফলে জেলা শহরস্থ একটা কিন্ডারগান্ডেন স্কুলে চাকরি করে এবং গোটাকয়েক টিউশনি করে সেই টাকা দিয়ে মাকে নিয়ে অনেক কষ্ট করে নিজের জীবন অতিবাহিত করতে থাকে। এভাবেই কেটে যাচ্ছিলো মা ছেলের জীবন। কিন্তু তাদের সংসারে পুনরায় কালো মেঘ এসে জমা হওয়ায় অনেকটা বাধ্য হয়েই চাকরির ইন্টারভিউ এর জন্য ঢাকায় গিয়ে মেজো চাচা মাসুম শিকদারের সাথে সে দেখা করে তাঁকে সব কথা সে খুলে বলে। তার মুখ থেকে সব শুনে গ্রামে আসার ব্যাপারে তিনি সিন্ধান্ত নেন। চাচার মুখে এ কথা শুনে শফিক একটু আশার আলো দেখে। কিন্তু তার মেজো চাচা মাসুদ শিকদার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ফ্ল্যাপ
শফিক সহজ-সরল সাধারণ একজন মানুষ। সহায় সম্পদ থাকা স¦ত্ত্বেও ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা মাসুম শিকদার মারা যাওয়ায় এবং একান্ত ব্যক্তিগত কারনে মেজো চাচা মাসুদ শিকদার গ্রামের বাড়িতে খুব একটা না আসার সুযোগ নিয়ে ছোট চাচা মামুন শিকদার সব সম্পত্তি একাই ভোগ-দখল করতে থাকে। ফলে জেলা শহরস্থ একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করে এবং গোটাকয়েক টিউশনি করে সেই টাকা দিয়ে মাকে নিয়ে অনেক কষ্ট করে নিজের জীবন অতিবাহিত করতে থাকে। এভাবেই কেটে যাচ্ছিলো মা ছেলের জীবন। কিন্তু তাদের সংসারে পুনরায় কালো মেঘ এসে জমা হওয়ায় অনেকটা বাধ্য হয়েই চাকরির ইন্টারভিউ এর জন্য ঢাকায় গিয়ে মেজো চাচা মাসুম শিকদারের সাথে সে দেখা করে তাঁকে সব কথা সে খুলে বলে। তার মুখ থেকে সব শুনে গ্রামে আসার ব্যাপারে তিনি সিন্ধান্ত নেন। চাচার মুখে এ কথা শুনে শফিক একটু আশার আলো দেখে। কিন্তু তার মেজো চাচা মাসুদ শিকদার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে শফিকদের জীবনের আকাশ থেকে সোনালী রোদ্দুর হারিয়ে যায়। বাসা ভাড়া করে থাকতে অসুবিধা হবে জেনেও ছোট একটা টিনের ঘর ভাড়া করে মাকে নিয়ে সে নয়নপুরে চলে আসে। এভাবে কিছুদিন পেরিয়ে যাওয়ার পর ঢাকার একটি প্রকাশনা সংস্থায় শফিকের চাকরি হয়। নতুন জীবনের আশায় স্কুলের চাকরি ছেড়ে সে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে কিছুদিন এক বন্ধুর বাসায় থেকে এরপর পুরান ঢাকার সূত্রাপুরে একটি পুরানো তিনতলা ভবনের নীচতলায় একরুম বিশিষ্ট একটি বাসা ভাড়া করে মাকে ঢাকায় সে নিয়ে আসে। শুধুমাত্র বেতনের টাকায় সংসার চালাতে হিমশিম খাওয়ায় শফিকের মা মরিয়ম বানু শফিককে নিয়ে নয়নপুরে ফিরে আসতে চান। কিন্তু কিছু একটা না করে কাপুরুষের মতো ঢাকা থেকে শফিক নয়নপুরে ফিরতে চায় না বিধায় বাড়ীওয়ালার বলে সে কিছু টিউশনি যোগাড় করে। এভাবে প্রায় বছরখানেক সময় পেরিয়ে যাওয়ার পর নিজ মেধার গুণে শফিক একটা একটা পুরুষ্কার পায়, যার অর্থমূল্য পাঁচ লক্ষ টাকা। এই টাকা দিয়ে চাকরি ও টিউশনির পাশাপাশি নতুন একটা ব্যবসা শুরু করার ব্যাপারে মনে মনে সে একটা পরিকল্পনা করে। কিন্তু ঘটে এক অন্য কাহিনী.....।
সৈয়দ জুনায়েদ। পিতা- সৈয়দ নুরুল হক, বিসিএস (সাধারণ শিক্ষা), মাতা- মাহ্ফুজা খানম, বি.এ.বি.এড। জন্ম ১১ ফেব্রুয়ারি, ১৯৮৯ ফরিদপুর শহরের গোয়ালচামট হাজরাতলায়। বিগত কয়েক বছর ধরে তিনি লেখালেখির জগতে সম্পৃক্ত আছেন। তিনি বিভিন্ন পটভূমির উপর কবিতা, গল্প ও উপন্যাস লিখে লিখেন। এখন পর্যন্ত তাঁর দুটি গল্পগ্রন্থ, তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় তিনি নিয়মিত লিখছেন।