ডিসেম্বর এলেই আমাদের চারপাশটা কেমন আলাদা হয়ে যায়, তাই না? স্কুলে ছুটি, ঠান্ডা-ঠান্ডা হেমন্তের হাওয়া, নানান জায়গায় বেড়ানো, আর তার মাঝেই আসে আমাদের সবচেয়ে গর্বের দিন- ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা কত বড় সাহসী একটি জাতি।
আজ থেকে ৫৪ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে, নয় মাসের দীর্ঘ ও কষ্টের মুক্তিযুদ্ধ শেষে আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়। লাখো লাখো শহীদের ত্যাগ আর বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসের কারণে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা, নিজের ভাষা, নিজের দেশ। তাই ১৬ ডিসেম্বর ভোরবেলা ৩১ বার তোপধ্বনির শব্দ শুনি। শুধু শব্দ নয়- এটি আমাদের গর্বের ডাক, আমাদের ইতিহাসের কথা বলে।
ছোটদের পত্রিকা কানামাছির বিজয় দিবস সংখ্যা ২০২৫ তোমাদের জন্য সাজানো হয়েছে ভালোবাসা আর আনন্দে ভরপুর করে। এখানে রয়েছে নানান বিষয়ে ১৪টি ফিচার, ৩টি গল্প, আর ৬৪টি ছড়া-কবিতা— যেগুলো পড়তে পড়তে তোমরা যেমন আনন্দ পাবে, তেমনি নিজেকে ও দেশকে আরও ভালোবাসতে শিখবে। নিয়মিত আয়োজন তো থাকছেই, সঙ্গে আছে বিজয়ের রঙে রাঙানো বিশেষ সব লেখা।
প্রিয় বন্ধুরা, দেশপ্রেম মানে শুধু পতাকা হাতে মিছিল করা নয়। দেশপ্রেম মানে সত্য কথা বলা, বড়দের সম্মান করা, বন্ধুদের সাহায্য করা, নিয়ম মেনে চলা আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। তোমাদের ছোট ছোট ভালো কাজই একদিন বাংলাদেশকে আরও সুন্দর করবে। হয়তো তোমাদের মধ্য থেকেই কেউ হবে বিজ্ঞানী, কেউ কবি, কেউ শিক্ষক, কেউ বা দেশের নেতৃত্ব দেবে, এই স্বপ্নগুলোই আমাদের বিজয়ের স্বপ্ন।
এই ডিসেম্বরে যখন ছুটিতে বেড়াতে যাবে, নতুন জায়গা দেখবে, খেজুরের গুড়ের পিঠা খাবে কিংবা শীতের সকালে রোদ পোহাবে, তখন একবার মনে মনে বলো-
“আমি আমার দেশকে ভালোবাসি, আমি দেশের জন্য ভালো মানুষ হব।”
এই অঙ্গীকার নিয়েই পড়ো কানামাছি বিজয় দিবস সংখ্যা ২০২৫।
হাসি, কৌতূহল আর দেশপ্রেমে ভরে উঠুক তোমাদের দিনগুলো।