১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
নিষ্প্রদীপ অন্ধকারের কল্লোল ছিঁড়েখুঁড়ে কেউ উচ্চারণ করতে চাইছেন নিজেরই বিমূঢ় কণ্ঠস্বর। যে স্বরমালা ঢেকে রাখতে চেয়েছে অমেরুদণ্ডী ক্ষমতাচক্রের কুটিল কালগ্রন্থি। রক্ষী-পুরুষ। সময়ের রক্তদীপ হাতড়ে হাতড়ে তাদের সক্রিয় হতে হয় অসম্ভব বাধ্যতামূলক আত্মনিবেদনে। রক্তলালা, গুঁড়ো করোটি আর অশ্রুর অবিনাশী চুম্বনে জলের মতো ঘুরে ঘুরে আবর্তিত রক্ষী-পুরুষের জীবনবৃত্ত। ক্ষমতাচক্রের আগুনে ছাই হয়ে যাওয়া নীল আর্তনাদ আর অসহায়ত্ব খেলা করে তাদের শীতার্ত শরীরে। মামুন হুসাইন রক্ষী-পুরষ বিসম্বাদ: একটি ভয়ার্ত-মিথ্যার ক্ষমতা সম্পর্কিত গুণকথন উপন্যাসিকায় ছড়িয়ে দিয়েছেন ওই মর্মবিদীর্ণ মানবিক অনুভূতিমালা।
মামুন হুসাইনের গল্প-উপন্যাসে খেলা করে চলিষ্ণু জীবনের সমগ্রতা। বাক্যের অন্তর্স্রোতে, প্যারাগ্রাফের অন্তর্বর্তী শূন্যস্থানে তিনি প্রবিষ্ট করে দেন বিশ্ব-পরিস্থিতি। প্রচল ন্যারেটিভ ভাঙেন, গড়ে তোলেন চিত্রকল্পময় ভাষার অনুভববেদ্য জগৎ। ফলে তাঁর কথাসাহিত্য পূর্বনির্ধারিত প্রচল কোনো কাঠামো বা বাস্তব অভিজ্ঞতার পরিসীমায় আটকে থাকে না, বিস্তার ঘটে গভীর আন্তর্বিদ্যক পর্যবেক্ষণে। গল্পতরঙ্গে তিনি মিশিয়ে দেন ব্যক্তিক-মনস্তত্ত্ব, নৈসর্গিক-অভিজ্ঞতা, চিকিৎসাবিদ্যার জটিল তত্ত্ব, রাষ্ট্রনৈতিকতা, বৈশ্বিক পরিস্থিতি, জ্ঞানকাণ্ডের বিবিধ শাখার পুনর্বিন্যাসিত রূপ, শিল্পকলার ক্রমিক অভিজ্ঞান এবং ভাষা-দর্শন। তাঁর সৃষ্টিক্ষমপ্রজ্ঞা বাংলা কথাসাহিত্যে নতুন এক পরিপ্রেক্ষিত, নতুন চিন্তা-দার্শনিকতা ও নন্দনের আশ্চর্য দ্রাঘিমা। রক্ষী-পুরুষ বিসম্বাদে তাঁর দৃষ্টিপ্রসারতা, শিল্পের বিচিত্রগামী অনুপুঙ্খ প্রতীক্ষপ্রবণ পাঠককে দেবে অভাবিত আস্বাদ।
জন্ম ১৯৬২-তে, কুষ্টিয়ায়। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে ছাত্র পড়ান। নিক্রপলিস উপন্যাসের জন্য ২০১১-তে পেয়েছেন বাঙলার পাঠশালা- আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার। লেখকের অন্যান্য বই শান্ত সন্ত্রাসের চাঁদমারি মানুষের মৃত্যু হলে কয়েকজন সামান্য মানুষ বালকবেলার কৌশল আমাদের জানা ছিল কিছু নিরুদ্দেশ প্রকল্পের প্রতিভা একটি স্মারকগ্রন্থের জীবনপ্রণালী রাষ্ট্রযন্ত্রের খেলাধুলা নিক্রপলিস (উপন্যাস) হাসপাতাল বঙ্গানুবাদ (উপন্যাস) যুদ্ধাপরাধ ও ভূমিব্যবস্থার অস্পষ্ট বিজ্ঞাপন মামুন হুসাইনের তিন দশকের দীর্ঘ ছোটগল্প কথা ইশারা (ব্যক্তিগত গদ্য/বেললেটর) অন্ধজনের জাতককথা।