১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
স্বজনের স্মৃতিমৃত্তিকা খুঁজতে গিয়ে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের গল্পের স্মৃতিসন্ধানী এক মানব কমলকুমার, অমিয়ভূষণ আর ইমতিয়ার শামীম থেকে শব্দ তুলে তুলে একটি ঘটনা, যে ঘটনার মধ্যে একটি ইতিহাস, যে ইতিহাসের মধ্যে একটি দুঃখ, যে দুঃখের মধ্যে একটি মৌনতা, তা ফের মুখর করে চরাচরে পৌঁছে দিতে চেয়েছিল।
তারও অনেক আগে রচিত হয়েছিল এক সুসমাচার, আহমদ ছফা পড়েছেন একটি লেখা ‘একটি আশ্চর্য উপন্যাস’, যেটির ‘লেখকের কোনও পক্ষপাত নেই। একেবারে অবজেকটিভ। এই জিনিষ বুড়ো হাবড়া লেখকদের মধ্যে কস্মিনকালেও ছিল না।’ আমরা জানতে পারি সুশান্ত মজুমদারের কাছ থকে ‘ছোটগল্প চর্চার শুরুতেই ইমতিয়ার শামীম সজ্ঞান পাঠকের মনযোগ দখল করেন’, জানতে পাই তাঁর গল্প ‘মজাখোর বন্যরুচির পাঠক নয়, কেবল অধ্যবসায়ীর কাছে অনিবার্যভাবে পাঠ দাবি করে’। কবি টোকন ঠাকুর লেখেন, ‘ইমতিয়ার শামীমের দেখার ক্ষমতা, লেখার ক্ষমতা নির্ণয় করে প্রভূত বিস্ময়ে অপার মুগ্ধতা’ এবং সে লেখা ‘পানপাত্রে তুরীয় লোভন জল, যেন গোত্রের বাইরে, একা-একাই দাঁড়ানো একটি দল।’
ইমতিয়ার শামীমের চরসংবেগ শৈশব হত্যার গল্প, গ্রামীণ শিক্ষিত মধ্যবিত্তের নগর অভিযাত্রার গল্প। আমাদের শিক্ষার দৈন্য, স্ববিরোধিতা এবং নির্মল শৈশবের ওপর সেই শিক্ষা ও গ্রামীণ সমাজের অভিঘাত নিয়ে এর বিস্তার। আমরা নিশ্চিত, পাঠক আবারও এক নতুন মন্তব্য, নতুন মুগ্ধতা, নতুন চিন্তার দিগন্ত তৈরি করতে পারবেন এ লেখা পড়ার পরে, এবং তা তাঁরা তৈরি করুক।
জন্ম : ১৩৭১ বঙ্গাব্দ, ১৯৬৫ খ্রিস্টাব্দ ; সিরাজগঞ্জের সলপ জনপদের রামগাঁতী গ্রামে। মা : হামিদা সুলতানা। বাবা : চৌধুরী ওসমান। পেশা : সাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস [সমাজ বিজ্ঞান]; রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম প্রকাশিত গ্রন্থ : ডানাকাটা হিমের ভেতর (উপন্যাস, ১৯৯৬)। অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা, চরসংবেগ, অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর, মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির, তা হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই, আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক, মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সঙ্গীতানুষ্ঠান, নীল কৃষ্ণচূড়ার জন্মদিনে, শাদা আগুনের চিতা, অন্তর্গত কুয়াশায়, যারা স্বপ্ন দেখেছিল। স্বীকৃতি : ‘মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান’ গ্রন্থের জন্যে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার (২০১২), লোক সাহিত্য পুরস্কার (২০১৩), জীবনানন্দ সাহিত্য পুরস্কার (২০১৪), ‘শীতের জ্যোৎস্নাজাবলা বৃষ্টিরাতে’ গ্রন্থের জন্যে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল গ্রন্থ পুরস্কার (১৪২১), কিশোর উপন্যাস ‘পাতার বাঁশি বাজে’র জন্যে শিশু একাডেমি পুরস্কার (১৪২১) এবং কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার (২০২০)।