১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
Subodh Sorkar-এর জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৮। কবিতা লিখতে এসেছিলেন এমন এক শরণার্থী পরিবার থেকে যেখানে কোনো কবিতা ছিল না। এ পর্যন্ত লিখেছেন ২৬টি কবিতার বই যার মধ্যে আছে— ঋক্ষ মেষ কথা, একা নরকগামী, ছিঃ, ভালো জায়গাটা কোথায়? মণিপুরের মা, চোদ্দো নম্বর ডেডবডি, দ্বৈপায়ন হ্রদের ধারে, একটু আসছি রোরোকে দেখো, ঢপের চপ—যা বাংলা কবিতার সাম্প্রতিক ইতিহাসে এক-একটি থাপ্পড়। ভারতীয় কবিতার পত্রিকা ‘ভাষানগর’-এর সম্পাদক যা তিনি কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গে ২৫ বছর আগে শুরু করেছিলেন। দিল্লিতে সাহিত্য আকাডেমির ইংরেজি পত্রিকা ‘ইন্ডিয়ান লিটারেচার’ সম্পাদনা করেছেন। স্ত্রী মল্লিকা যখন হাসপাতালে ভরতি, তিনি দিল্লির কাজ ছেড়ে দিয়ে কলকাতার সিটি কলেজে ফিরে এলেন ক্লাস নিতে। কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা, ফ্রান্স, গ্রিস, জার্মানি, তাইওয়ান, রাশিয়া, ইস্তানবুল, কানাডা। কোনো পুরস্কার পাননি।। হা হা হা। ভুল হল একটা পেয়েছিলেন কী যেন নাম? বাংলা আকাদেমির অনিতা-সুনীল। ছেলে রোরোকে নিয়ে টালিগঞ্জ সিরিটি শ্মশানের কাছে থাকেন।