Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Bibhas Chandra Das books

follower

বিভাস চন্দ্র দাস

বিভাষ চন্দ্র দাস, এক কর্মময় জীবনের প্রতিচ্ছবি, যিনি সংবাদ ও সংস্কৃতির সেতুবন্ধন। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ঢাকার 'সাপ্তাহিক পল্লীসমাজ' ও 'সাপ্তাহিক ব্যবসা বাণিজ্য' পত্রিকায় সাংবাদিকতার হাতেখড়ি হয় তাঁর। সে সময়ে তাঁর কবিতা ও ছোটগল্প নিয়মিত প্রকাশিত হত এবং 'পল্লীকবি সংগঠনে'র সাথে যুক্ত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের কবিদের লেখা সংগ্রহ ও প্রকাশে অবদান রাখেন। স্কুলজীবনে দেয়াল পত্রিকায় তাঁর প্রথম কবিতা স্থান পায়। দীর্ঘকাল খুলনার 'দৈনিক পূর্বাঞ্চল' এবং জনপ্রিয় ম্যাগাজিন 'চিত্রবাংলা'য় কাজ করার পর 'দৈনিক কালবেলা', 'দৈনিক 'স্পন্দন'সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রতিনিধি হিসেবে যুক্ত হন। ২০১৬ সালে 'বৈশাখী টেলিভিশনে' এবং পরবর্তীতে '৭১ টেলিভিশন'র চিতলমারী প্রতিনিধি হিসেবে তাঁর পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হয়। ২০১৭ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে টেলিভিশন জার্নালিজম ও ক্রাইম রিপোর্টিংয়ে সফলভাবে উত্তীর্ণ হন। তিনি বাগেরহাট সদরে জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চাকরি ও চিতলমারীতে 'নমস দূত' এবং 'পাক্ষিক কন্ঠধ্বনি' পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে 'মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে'র ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী ও পূণর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা 'অরুণিমা' সম্পাদনা করেন। তাঁর নিজস্ব 'আমাদের চিতলমারী' ফেসবুক পেজ বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। সাংবাদিকতার পাশাপাশি তাঁর সংগীত সাধনাও অনবদ্য। ১৯৮৪ সালে কলেজে ভর্তি হয়েই সংগীতে মনোনিবেশ করেন। জগন্নাথ কলেজে প্রাণিবিজ্ঞানে অধ্যয়নকালে 'বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদে' যুক্ত হন এবং ১৯৯৪ সালে বাগেরহাট জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। সর্বজন-শ্রদ্ধেয় ওয়াহিদুল হক দাদু ও ড. সনজিদা খাতুনের সান্নিধ্য লাভ করেন তিনি। চিতলমারী উপজেলা শিল্পকলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। তৌফিক তাহেরের তথ্যচিত্র 'দশমহল বেতার'-এ একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছেন। বর্তমানে তিনি দৈনিক ঘোলা কাগজ', 'দৈনিক ঢাকা টাইমস', 'দৈনিক আজকের তথ্য' এবং '৭১ টিভিতে চিতলমারী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাঠকের ভালো লাগাই তাঁর লেখার সার্থকতা।

বিভাস চন্দ্র দাস এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed