Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Roman Mia books

follower

রোমান মিয়া

কবি রোমান মিয়া জন্মগ্রহণ করেন ১লা নভেম্বর ১৯৯৪ সালে, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার লাউফুল গ্রামে। তাঁর পিতা সারোয়ার জাহান (চান মিয়া) এবং মাতা আম্বিয়া বেগম। শৈশবকাল থেকেই তিনি সাহিত্য, কবিতা ও প্রকৃতির সৌন্দর্যের প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন। গ্রামের খোলা মাঠ, নদী-খাল, গাছপালা আর সাধারণ মানুষের জীবনযাপন তাঁর মনে গভীর ছাপ ফেলে, যা পরবর্তীতে তাঁর লেখালেখির প্রধান অনুপ্রেরণায় পরিণত হয়।

 

তিনি তাঁর শিক্ষাজীবনের সূচনা করেন বারহাট্টা সি.কে.পি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার ফলে তাঁর কবিতা ও লেখায় বারবার ফিরে আসে বাংলার গ্রামের প্রকৃতি, মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও আবেগঘন জীবনচিত্র। তাঁর লেখার ভাষা সহজ-সরল, তবে গভীর অনুভূতিপূর্ণ। প্রকৃতির প্রতি মমতা, মানবিক বোধ এবং অন্তর্দর্শন তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য।

 

বর্তমানে কবি রোমান মিয়া তাঁর পাশের গ্রাম গোড়াউন্দে বসবাস করছেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের পিতা। তাঁর কন্যার নাম আনিশা তাহসিন আফরা, যাকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করেন। আফরাকে ঘিরে তাঁর অনেক লেখায় ভালোবাসা, স্বপ্ন এবং আশার প্রতিফলন দেখা যায়।

 

কর্মজীবনে তিনি তামিশনা গ্রুপে একজন চাকরিজীবী হিসেবে যুক্ত আছেন। কর্মব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন এবং লেখালেখিকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করেছেন। কবি রোমান মিয়ার স্বপ্ন বাংলার গ্রামীণ জীবনের না বলা গল্প, মানুষের হৃদয়ের গভীর অনুভূতি এবং প্রকৃতির সৌন্দর্যকে শব্দের মাধ্যমে পাঠকের সামনে আরও আন্তরিক ও জীবন্তভাবে তুলে ধরা।

রোমান মিয়া এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed