Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ja Malik books

follower

জা মালিক

সিরাজগঞ্জ জেলা শহরের সন্নিকটে মৌলভীপাড়া গ্রামে। বাবা তালুকদার গোলজার হোসেন ও মা জাহানারা বেগমের ঘরে ১৯৬৯ সালে। শিক্ষা: ১৯৯৪ সালে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ হইতে, তিনি সম্মাননা স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তিতে ফিল্ম এবং আর্টের উপর অধ্যায়ন করে। আয়ারল্যান্ডের সিনিয়র কলেজ হইতে ডিপ্লোমা সম্পন্ন করেন। আর্ট: জন্মের পর থেকেই, আর্ট এবং সাংস্কৃতি তাহাকে যেন উদ্দেলীত করে। স্কুল ও কলেজ জীবনে তিনি অনেক গুলো ভাস্কার্য তৈরী করেন। তাহার মধ্য, হাংরি সোমালিয়া, ও ক্লান্ত বেদুইন বিদ্যমান। সাহিত্য: তাহার প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৮৫ সালে, তৎকালিন ছাত্রফ্রষ্ট নেতা, নবকুমারের একটি মাসিক সাহিত্য পত্রিকায়। পরবর্তীতে, ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত লেখকের বেশ কয়টি একক সাহিত্য সংকলন ও কবিতা গুচ্ছ প্রকাশিত হয়। তার মধ্য তরঙ্গ, শতাদ্বী, ও সত্যকথা অন্যতম। এছাড়া সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সমযুগ ও সমাচর পত্রিকায় আরো অনেক কবিতা প্রকাশিত হয়। এছাড়াও ১৯৯৯ সালে লেখকের ইংলিশ কাব্য গ্রন্থ LOST LOVE & MOON প্রকাশিত হয়। সংগঠন: তিনি দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন, উদিচি ও বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৭ ১৯৮৯ সাল পর্যন্ত।

জা মালিক এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed