
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
So good 🥳
Was this review helpful to you?
or
নানা জঞ্জালের জীবনে বিষাদ ভর করে। এরও মাত্রা থাকে। অনেক সময় বিষাদ দুঃখ, বেদনায় রূপ নেয়। মন ভাঙা ক্ষণ তখন। আর এই পরিস্থিতিতে আমাদের সহায় “রম্য”। যা মুহূর্তেই মনের ভাব পাল্টে দেয়। তাই বিশ্বময় “ফানি কনটেন্ট” এর চাহিদা বাড়ার কারণ অযৌক্তিক নয়। সাহিত্যের বেলায় এ দশার ব্যতিক্রম নেই। বিশ্ব সাহিত্যের মতো বাংলা সাহিত্যেও বেশ উল্লেখযোগ্য অংশ “রম্য সাহিত্য”। সাম্প্রতিক সময়ে দেখা যায়, বিভিন্ন পত্রিকায় নিয়মিত “রম্য রচনা” দিয়ে সাজানো হচ্ছে সাপ্লিমেন্ট। অনলাইন পত্রিকা হলে এর জন্য আলাদা সেগমেন্ট। রম্যের কদর আছে বলেই এমনটা হচ্ছে। অমর একুশে গ্রন্থমেলাও এর ব্যতিক্রম নয়। বরাবরের মতোই বহু জনরার বই প্রকাশ হয়েছে এবার। ফেব্রুয়ারির অনেক মলাটবন্দি সৃষ্টির ভেতর রম্য সাহিত্যপ্রেমীরা আকৃষ্ট হতে পারেন এমন এক বই হচ্ছে নবীন লেখক অর্পণ দাশগুপ্ত লিখিত প্রথম বই “লোকাল রম্য”। প্রথম বইয়েই রম্য লেখনীতে নিজের রসাত্মক পরিচয় সুস্পষ্ট করেছেন লেখক। ১৯ টি রম্য রচনায় বিন্যস্ত এ বই। এর প্রতিটি লেখা স্বতন্ত্র। লেখার আয়তন বিবেচনায় ছোট আকারের রম্য রচনায় ঠাঁসা এই “লোকাল রম্য” বইটি। অনেকেই বলে থাকেন লোক হাসানো কঠিনতম কাজ। রম্য লেখক হওয়া তাই সবার হয়ে ওঠে না। তবে প্রথম বইয়ে কঠিনতমকে খুব সহজ ছকে নিয়ে সৃষ্টিশীল ছিলেন লেখক অর্পন দাশগুপ্ত।
Was this review helpful to you?
or
মেলায় ঘুরতে ঘুরতে এক বড় ভাইয়ের সাজেশনে বইটা কিনেছিলাম। অবসর সময়ে সোশাল মিডিয়াকে বাদ দিয়ে কেউ যদি রিফ্রেশমেন্ট চায়, বিনোদন চায় তাহলে এই বইটা হতে পারে অন্যতম। দারুন
Was this review helpful to you?
or
লোকাল রম্য এমন একটি বই যা সাধারণ মানুষের জীবনের ছোটো-বড়ো হাস্যকর ও ব্যঙ্গাত্মক মুহূর্তগুলো ধরে এনে পাঠকের মুখে হাসি ফোটায়, কিন্তু একইসাথে চিন্তার খোরাকও জুগায়। ভাষার সরলতা ও চরিত্রের প্রাণবন্ততায় বোঝা যায় লেখক জীবনের সারল্য ও অবাস্তবতার মিশ্রণ কত নিপুণভাবে তুলে ধরেছেন। যারা হালকা মন নিয়ে গল্প পড়তে চান, তাদের জন্য “লোকাল রম্য” বইটি হতে পারে একটি চমৎকার সঙ্গী।
Was this review helpful to you?
or
অবসরে মন খুলে হাসার মতো একটি বই লোকাল রম্য। মানুষের জীবনের দৈনন্দিন কাজের ভেতরেই যে লুকিয়ে আছে হাসির খোরাক, তা এই বইটি পড়লে অনুভূত হবে কিছুক্ষণ পর পরই। ধন্যবাদ লেখককে এমন নির্মল আনন্দ পাঠকদের উপহার দেবার জন্য।
Was this review helpful to you?
or
Nice book. Very interesting writer. Wish you best of luck for your future.
Was this review helpful to you?
or
লোকাল রম্য বইটি বাংলা সাহিত্যের একটি অনন্য সংযোজন। বাংলা ভাষার রম্য সাহিত্যপ্রেমীদের জন্য লোকাল রম্য অবশ্যপাঠ্য। এটি কেবল মজারই নয়, পাঠকদের মনোজগতে দারুণ প্রভাব ফেলে।
Was this review helpful to you?
or
একজন তরুণ লেখক তার বইটা আমি পুরোটা পড়েছি এবং আমি মুগ্ধ হয়েছে এবং আমি একজনকে কিনে একটা সংখ্যা গিফট দিয়েছি। আপনারা পড়তে পারেন এবং প্রিয়জনকে গিফট দিতে পারেন। যদি হাসতে ভালবাসেন মনে রাখবেন হাসির উপরে কোন ঔষধ নাই।
Was this review helpful to you?
or
রকমারি.কম কে অসংখ্য ধন্যবাদ আমার লেখা প্রথম বইটি এখানে যুক্ত করবার জন্য। আশা করি, লোকাল রম্য - আপনাদের কাছে হাস্যরসের খোঁড়াক যোগাবে এবং একটি হিউমারসমৃদ্ধ বইয়ের চাহিদা পূরণ করবে। ভালোবাসা সবাইকে।
Was this review helpful to you?
or
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা কৌতুকের আড়ালে অশ্লীলতার যুগে এক টুকরো বিশুদ্ধ রম্যচর্চার প্রমাণ এই বইটি। যেকোন বয়সের মানুষের জন্য পাঠযোগ্য। শিশু-কিশোরদের উপহার দেবার জন্য একদম পারফেক্ট। 👍
বিডি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স ডিরেক্টরি ই-বুক কৃষিবিদ ইসমাইল হোসেন
বিডি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স ডিরেক্টরি কৃষিবিদ ইসমাইল হোসেন
মিরিয়া সুজানা আবেদীন সোনালী
কবিতার দুয়ার আল আমিন (জুয়েল) 



