User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Syeda Fahima

      21 Jan 2026 02:58 PM

      Was this review helpful to you?

      or

      রকমারির সার্ভিস ভালো লেগেছে, প্রিন্ট সুন্দর ছিলো। কিন্তু বইয়ের কাহিনী ভালো লাগেনি, মনে হচ্ছিলো বই পড়ছিনা কোনো হিন্দি সিনেমা দেখছি! অনেক ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত পড়েছি। বারবারই আফসোস হয়, যদি ফিরত দেয়া যেত😩

      By Masrora Ahammed Mahim

      06 Sep 2024 01:12 PM

      Was this review helpful to you?

      or

      বেশি কিছু বলবো না।শুধু বলবো, আমি বাস্টার্ডের প্রেমে পড়ে গিয়েছি।

    • Was this review helpful to you?

      or

      #Book_Insights 34 পাঁচ লক্ষ টাকার কন্ট্রাক্ট এসেছে পেশাদার খুনি বাস্টার্ডের কাছে; কুখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। কিন্তু মিশনে নামতেই বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এ দিকে দৃশ্যপটে আর্বিভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। • 'কন্ট্রাক্ট' বেগ-বাস্টার্ড সিরিজের দ্বিতীয় বই এবং 'নেমেসিস' এর সিক্যুয়েল। তবে এবার গল্পটা ভিন্ন। এবার বাস্টার্ড ফিরে এসেছে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার এক জগতে; যেখানে একদিকে তাকে মোকাবেলা করতে হবে ব্ল্যাক রঞ্জুকে, অন্যদিকে তাকে ধাওয়া করছে জেফরি বেগ। বেগ ও বাস্টার্ড এর যে মুখোমুখি লড়াই, ইঁদুর-বিড়াল খেলা, তার উপযুক্ত রূপ দেখতে পাবেন এই উপন্যাসে। • চরিত্রায়ন: আগের উপন্যাসে আমরা জেফরি বেগ সম্পর্কে জানতে পেরেছিলাম, এবার জানতে পারবো বাস্টার্ড চরিত্রের জীবন বৃত্তান্ত। জানতে পারবো অতীতে বাবলু থেকে বাস্টার্ড এবং বর্তমানে বাস্টার্ড থেকে বাবলু হয়ে উঠার গল্প। 'নেমেসিসে' বাস্টার্ডকে দেখানো হয়েছিলো হিংস্র ও নৃশংস একটা চরিত্র হিসেবে। তবে এ চরিত্রের ভিতরেও যে একটা নরম দিক আছে, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার একটা 'ক্যারেক্টার ডেভেলপমেন্ট' দিয়ে। উপন্যাসের একটা বিশেষ চরিত্র উমা। লেখক এ চরিত্রকে যতটা মায়াবতী করতে চেয়েছেন, তার সবটাই গ্রহণ করতে পেরেছি। ব্ল্যাক রঞ্জুর চরিত্রায়নও মন্দ নয়, চরিত্রটাকে আড়ালে রেখে ধীরে ধীরে পাঠকের মগজে অনেক বড় একটা জায়গা দখল করানো গেছে। তার সান্নিধ্যে থাকা মিনা ও লেডি গিয়াস চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে। • প্ল্যানিং ও এক্সিকিউশন: বাস্টার্ড একজন ঠান্ডা মাথার খুনি। সে সবটা ভেবে সামনে আগায়। এ ধরনের গ্রে শেডের ক্যারেক্টার ফিকশন জগতে আমাদের অনেকেরই পছন্দ। তবে, এদিকে বেগের চরিত্রটাও কম নয়, সে বস্টার্ডকে ধরাশায়ী করতে নানারূপ পদক্ষেপ নেয়। এখানে প্রত্যেকের এমনকি ব্ল্যাক রঞ্জু ও তার দোসরদের চরিত্রের মাঝেও একটা মাপমাফিক প্রতিক্রিয়া দেখা যায়, যা উপন্যাসের জগৎকে অনেকটাই গ্রহণযোগ্য করে তোলে। • অনুভূতি: যখন পুরোনো একটা আততায়ী চরিত্রকে এতো চমৎকারভাবে লিখা হয়, যে পাঠকের মন তার পক্ষপাতিত্ব করতে শুরু করে, তখন বলাই যায় এটা একটা সার্থক সিক্যুয়েল। প্লট অনুযায়ী এর অগ্রসর হওয়া কাহিনী, বরাবরই পাঠক মনকে উত্তেজিত রাখতে সক্ষম। এই গল্পের উপর ভিত্তি করে একটি ওয়েব সিরিজও নির্মিত হয়েছে। যদিও সেটি নিয়ে ছিলো মিশ্র প্রতিক্রিয়া। তবে বইটা পড়ার পর যা পেয়েছি, তা প্রত্যাশার চেয়েও বেশি। কিছু প্লটহোল হয়তো পাওয়া যেতে পারে, তবে সময় ও অর্থ কোনোটাই বৃথা যাবে না। • ব্যাক্তিগত রেটিং: ৪/৫ এক নজরে, • বই: কন্ট্রাক্ট (বেগ বাস্টার্ড:- ২) • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১ • প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন • পৃষ্ঠা সংখ্যা: ৩৫২ ~ ইয়াসির আল সাইফ

      By Nawal Kawsar

      04 Jan 2024 07:40 PM

      Was this review helpful to you?

      or

      Onek bhalo experience chilo. I am looking forward to read the whole thriller series.

      By NURnobi

      29 Nov 2023 10:39 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Saif Khan Pathan

      17 Aug 2023 12:34 PM

      Was this review helpful to you?

      or

      অবশেষে বেগ - বাস্টার্ড সিরিজ পূর্ণ হলো। নেমেসিস পড়ার পর সিরিজের পরবর্তী বইগুলো পড়ার জন্য আর তর সইছিল না। অতঃপর কনফেশন এর মাধ্যমে সিরিজ পুরো হলো। অসাধারণ!!! সবগুলো বই একটানা পড়ে শেষ করেছি। আপনারাও শুরু করতে পারেন আজ থেকেই.....

      By Khan Shamim Parvez

      28 Nov 2022 09:30 PM

      Was this review helpful to you?

      or

      this book is better than nemesis

      By Dr.Md.Muktadeer Arefin

      18 Sep 2022 12:41 PM

      Was this review helpful to you?

      or

      Not up to expectation

      By Tanmay Halder

      30 Jul 2022 11:17 AM

      Was this review helpful to you?

      or

      Good one

      By Shihab Sumon

      26 May 2022 02:12 PM

      Was this review helpful to you?

      or

      osthir

      By Azhar Tuhin

      18 Mar 2022 01:21 PM

      Was this review helpful to you?

      or

      valo

      By Mayeesha

      17 Mar 2022 09:26 PM

      Was this review helpful to you?

      or

      বইঃ কন্ট্রাক্ট লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দীন পৃষ্ঠাসংখ্যাঃ ৩৪৮ 🌟🌟🌟🌟🌟 কন্ট্রাক্ট বইটি মোহাম্মদ নাজিম উদ্দীন এর "বেগ-বাস্টার্ড" সিরিজের দ্বিতীয় বই। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে হিসেবে থাকে একজন প্রতিভাবান এবং মারাত্মক কন্ট্রাক্ট কিলার বাস্টার্ড। পাঁচ লক্ষ টাকা দামের একটা টেলিফোন কল আসে বাস্টার্ডের কাছে। কল পেয়ে দেশে ফিরে আসে সে। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে হত্যার কন্ট্রাক্ট। তার নামে বিভিন্ন থানায় একাধিক খুন এবং চাঁদাবাজির হুমকির মামলা। আত্মবিশ্বাসী বাস্টার্ড মিশনে নেমে পড়তেই সবকিছু জট পাকাতে শুরু করে। অনেক বড় একটা ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। যা শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যাক্তিত্ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ব্ল্যাক রঞ্জুর সহকারীদেরকে খুঁজে বের করে হত্যা করতে শুরু করে বাস্টার্ড। ঘটনাচক্রে পরিচয় হয় "উমা" নামের এক মেয়ের সাথে। এদিকে দৃশ্যপটে আবির্ভাব হয় হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দুজনের লক্ষ্য অবশ্য সম্পূর্ন ভিন্ন। শহরে আকস্মিক পরপর এতোগুলো খুন হলে চিন্তায় পড়ে যায় পুলিশ ও হোমিসাইড ডিপার্টমেন্ট। জেফরি বেগ ও তার সহকারি জামান এ বিষয়ে তদন্ত শুরু করলে বেরিয়ে আসে রাজনীতির এক অজানা ষড়যন্ত্র। বাস্টার্ড কি পারবে তার মিশন কমপ্লিট করতে? নাকি জেফরি বেগের কাছেই তাকে ধরা দিতে হবে? এসব প্রশ্নের উত্তর আছে বইটিতে। কোনো খুনীকে আমার কোনো কালেই ভালো লাগেনি। কিন্তু সেই খুনী যদি বাস্টার্ড এর মতো ইনোভেটিভ, মানবিক তাহলে তাকে ভালো না লেগে উপায় আছে? যে আমি নেমেসিস এ বারবার চেয়েছি বাস্টার্ড ধরা পড়ুক সেই আমি কন্ট্রাক্ট এ পড়ে বারবার মনে মনে বলেছি বাস্টার্ড যেনো ধরা না পড়ে, বাস্টার্ড এর যেনো গুলি না লাগে। এইটা মূলত বাস্টার্ড এর ই। নেমেসিস এ বাস্টার্ড কথা এতো আসেনি তবু সে একটা শক্তিশালী চরিত্র। এর শুরু থেকে পুরোটা বাস্টার্ড এর হাতেই। আর উপন্যাসের শেষে বোনাস হিসেবে ছোট্ট একটা প্রেম কাহিনীও আছে।

      By Azazul Haque Abid

      30 Jan 2022 03:27 PM

      Was this review helpful to you?

      or

      best

      By Zakaria Minhaz

      22 Jan 2022 08:50 PM

      Was this review helpful to you?

      or

      নেমেসিস যদি হয় জেফরি বেগের কৌশল আর বুদ্ধির সকল নমুনার উপস্থাপন, তাহলে কন্ট্রাক্ট হলো এই সিরিজের আরেক মূল চরিত্র খুনী "বাস্টার্ড" এর বুদ্ধিমত্তা এবং কুইক ডিসিশান নেয়ার ক্ষমতার এক প্রদর্শনী। আমি যতোদূর জানি বেগ বাস্টার্ড সিরিজের সবচেয়ে জনপ্রিয় বই সম্ভবত এই কন্ট্রাক্ট। আমার কাছেও বইটা খুবই ভালো লেগেছে। তবে জেফরি বেগকে মিস করেছি কিছুটা। আমার মনে হয়েছে বাস্টার্ড এই বইতে একটু বেশীই হাইলাইট হয়ে গেছে। বইয়ের শুরুটাই রীতিমতো চমকে দেয়ার মতো। এই বইতেও মিঃ টেন পার্সেন্ট নামের একজনের কথা উল্লেখ করা হয়েছে, যেটাতেও আসলে সত্যিকারের আমাদের দেশের একজনের সাথে মিল পাওয়া যায় 😛। কন্ট্রাক্ট আসলেই টানা এক রোলার কোস্টার রাইড। শুরু থেকে শেষ অব্দি কৌশল আর একশনের মিশেল। তবে আমার কাছে ব্যক্তিগত ভাবে নেমেসিস বেশী ভালো লেগেছে। কন্ট্রাক্ট কিছুটা একশন মুভির মতো হয়ে গেছে। মনে হচ্ছিলো যেনো একটা খুব ধুন্ধুমার একশন মুভি দেখতেছি। সেই তুলনায় নেমেসিস ছিলো রহস্যে ঘেরা একটা উত্তেজনাময় গল্প। সম্ভবত আমার চয়েস এই ধরণের, সেই কারনেই সেটা বেশী ভালো লেগেছে। তবে কন্ট্রাক্টও ভালো এবং আমি অলরেডি জেফরি বেগ আর বাস্টার্ড এর ফ্যান হয়ে গেছি। এই বইয়ের নতুন চরিত্র উমাকে বেশ মনে ধরেছে, তবে শীর্ষ সন্ত্রাসীর সহযোগীদের নাম কিছুটা পলকা টাইপ লেগেছে আমার কাছে। রেটিংঃ ৭.৫/১০

      By farhana jui

      31 Dec 2021 10:14 AM

      Was this review helpful to you?

      or

      ভালো জোশ

      By Imrose Khan

      09 Dec 2021 07:22 AM

      Was this review helpful to you?

      or

      totally worth it!

      By Maharouse Wagdi

      28 Nov 2021 03:04 PM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া সেরা থ্রিলার বাংলা বই |

      By Sharafat Shahir

      07 May 2022 08:04 PM

      Was this review helpful to you?

      or

      it's Soo cooooooll

      By Monira Jahan Tania

      21 Oct 2021 10:02 PM

      Was this review helpful to you?

      or

      কন্ট্রাক্টঃ খুবই গোছালো বর্ণনা ভঙ্গী এবং অসাধারণ কাহিনি। পারফেক্ট থ্রিলার। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছা করবেনা।

      By Sadib Bin Mosarraf

      16 Sep 2021 07:14 PM

      Was this review helpful to you?

      or

      Nice

      By Al muhaimen taha

      09 Sep 2021 08:39 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By aditya kar

      10 Aug 2021 06:52 PM

      Was this review helpful to you?

      or

      Joss chilo

      By Tayyeb Mohsin

      04 Aug 2021 11:59 AM

      Was this review helpful to you?

      or

      Good book

      By Nazia Ahmed

      16 Jul 2021 11:16 AM

      Was this review helpful to you?

      or

      amar pora best boi gula r modhha akta

      By Zubair Hosain Jimi

      04 Jul 2021 05:18 AM

      Was this review helpful to you?

      or

      Good service. But packaging could have been better

      By shomen shil

      20 May 2021 08:17 PM

      Was this review helpful to you?

      or

      Nice One

      By Nazmus Sakib

      20 May 2021 04:31 PM

      Was this review helpful to you?

      or

      valo onak

      By Mouly Rahman

      04 May 2021 09:39 PM

      Was this review helpful to you?

      or

      Darun

      By Tasnuva Samia

      24 Apr 2021 04:34 AM

      Was this review helpful to you?

      or

      ভীষণ থ্রিলিং একটা বই।পড়তে গিয়ে অনেক রোমাঞ্চকর অনুভূতি পেয়েছি।

      By Farhan Hasan

      23 Apr 2021 11:27 PM

      Was this review helpful to you?

      or

      Nice Story .

      By dyuti

      23 Apr 2021 02:01 PM

      Was this review helpful to you?

      or

      bablu,my crush😘

      By Syeda Ashifa Huda

      10 Apr 2021 04:39 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ। শেষ না হওয়া পর্যন্ত বই রাখা যায় না। লেখকের জন্য শুভকামনা। ইগারলি ওয়েটিং ফর মোর

      By Ahmed Supto

      26 Mar 2021 07:39 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ❤️

      By Tawsif Rahman

      23 Mar 2021 02:31 AM

      Was this review helpful to you?

      or

      1 star dilam rokomarir shitty pricing policyr jonno. golpo 5 star

      By Tahmid Rafat Chowdhury

      08 Feb 2021 02:35 PM

      Was this review helpful to you?

      or

      nice

      By Mitul kabir

      17 Dec 2020 08:28 PM

      Was this review helpful to you?

      or

      Great book

      By shima bosu

      24 Mar 2020 11:55 PM

      Was this review helpful to you?

      or

      অসম্ভব সুন্দর একটা বই। নেমেসিস পড়ে ধারণা ছিল শুধু কেস সলভ কিন্তু সসময় যায় আর কন্ট্রাক্ট উদাহরণ হিসেবে আসে কিভাবে বাস্তবতা বলে একজন মানুষ পট পরিবর্তন হয়ে বাবলু থেকে বাস্টার্ড হবার এক অনবদ্য গল্প এই বই

      By ornob abdullah

      28 Feb 2020 09:35 PM

      Was this review helpful to you?

      or

      Xoss thriller.future bd

    • Was this review helpful to you?

      or

      টাকার বিনিময়ে খুন করে লোকটা, আন্ডারওয়ার্ল্ড তাকে এক নামে জানে - 'বাস্টার্ড'! খুনী বটে, কিন্তু নীতি বিসর্জন দেয়নি একেবারে। শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে খতম করার কন্ট্রাক্ট নিয়ে দু-মাস পর দেশে ফিরল বাস্টার্ড। দলসহ নিকেশ করে দিতে হবে রঞ্জুকে, মাথার দাম পাবে এক কোটি টাকা। ছক কেটে এগুলো বাস্টার্ড, একে একে হত্যা করতে লাগলো রঞ্জুর কাছের লোকদের। মারার আগে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন রাখলো 'রঞ্জু কোথায়?' ঢাকা শহরের একদিনে ঘটে যাওয়া তিনটে খুনের তদন্ত করতে হাজির হলো হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে জেফরি বেগ। অজ্ঞাত আততায়ী অসম্ভব বুদ্ধিমান, পুলিশের চাইতে এক পা এগিয়ে আছে যেন সবসময়। ধরা দিতে গিয়েও দিচ্ছে না। প্রত্যক্ষদর্শী একজন জানালো, খুনী দেখতে সুদর্শন, অনেকটা জেফরির মতোই। কথাটা আগেও কোথায় যেন শুনেছে জেফরি! তবে কী সেই পুরনো শত্রু ফিরে এসেছে? আবারও মোলাকাত হতে চলেছে বেগ ও বাস্টার্ডের। দুজনে জড়িয়ে পড়তে যাচ্ছে এক জটিল রাজনৈতিক ষড়যন্ত্রের জালে। হিটম্যান বা পেশাদার খুনীর বাংলাদেশি রূপ 'বাস্টার্ড'। তবে খুনী হয়েও সে গল্পের খলনায়ক নয়। বরং মা'র পরিচয় খুঁজতে থাকা, কিছু নীতি মেনে চলা আবেগী এই যুবককে নায়ক রূপেই গ্রহন করতে হয়। খুন সে করে, কিন্তু খোদ আইন-রক্ষকও যেখানে বিক্রি হয়ে যায় সেখানে আইন তো কারো নিজের হাতে তুলে নিতেই হয়। 'বেগ - বাস্টার্ড সিরিজ' এর দ্বিতীয় উপন্যাস 'কন্ট্রাক্ট'। প্রথম উপন্যাসটি যতটা ছিল গোয়েন্দা জেফরি বেগের, এ উপন্যাসটি ততটাই তার প্রতিদ্বন্দ্বী 'বাস্টার্ড' এর। জেফরিকে ছাপিয়ে নায়ক হয়ে উঠেছে বাস্টার্ড, তার অতীতজীবন, বাবা - মার প্রতি আবেগ, উমার জন্য প্রেম তাকে রক্তমাংসের মানুষ করে তুলেছে। তার পিছে ছায়ার মতো ছুটতে থাকা জেফরি বেগ এ গল্পে শুধুই ছায়া, সামনে আর আসতে পারেনি। তবে প্রতি গল্পে দুজনের মধ্যে একটি গাঢ় সম্পর্কের রহস্য জমিয়ে তুলছেন লেখক, যার সমাধান হয়তো আগামী কোনো পর্বে পাওয়া যাবে। 'নেমেসিস' পড়ে যতটা হতাশ হয়েছিলাম, সেই হতাশা পুরোটাই মুছে দিয়েছে 'কন্ট্রাক্ট'। বাস্টার্ডের ধাপে ধাপে এগিয়ে চলা, তথ্যসূত্র ধরে রঞ্জুর খোঁজ করা পড়তে গিয়ে পাতায় পাতায় শিহরিত হয়েছি। তবে মাঝে বেশ কিছুটা অংশ মিশন ফেলে 'উমা'র পিছে সময়ক্ষেপণ করাটা যুক্তিযুক্ত লাগেনি। এই সময়ের মাঝখানেও রঞ্জুর বিষয়ে খোঁঁজ চালিয়ে গেলে পড়ার সামঞ্জস্যটা বজায় থাকতো। বিভিন্ন অংশে ফাঁদে আটকে বাস্টার্ডের করা 'এস্কেপ প্ল্যান'গুলো দারুণ উত্তেজনাময় লেগেছে। কিছু কিছু অসঙ্গতি চোখে পড়লেও, তার ব্যাখা আছে বলেই ধরে নিয়েছি। বাতিঘর প্রকাশনী তাদের ছাপার ভুলের দুর্নাম ধরে রেখেছে এবারও। অষ্টম সংস্করণেও শোধরানোর তেমন সদিচ্ছা পাওয়া গেল না বইটিতে। কী এবং কি, না এং নি এর ব্যবহারে বেশ বিভ্রান্তি ছিল। জোর করে চাপিয়ে দেওয়া কিছু গালিগালাজ এবং শব্দের ব্যবহার অপ্রয়োজনীয় মনে হয়েছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের আমার পঠিত থ্রিলারগুলোর মধ্যে প্লটের দিক দিয়ে সবচেয়ে 'সলিড' হিসেবে জায়গা করে নিল বইটি। বই: কন্ট্রাক্ট লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনায়: বাতিঘর প্রকাশনী প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০১১ প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন পৃষ্ঠাসংখ্যা: ৩৪৯ মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

      By Sakib Mahmud

      12 Feb 2020 03:33 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই

      By Md. Jakaria

      04 Jan 2020 11:28 AM

      Was this review helpful to you?

      or

      মোহাম্মদ নাজিম উদ্দিন এর কন্ট্রাক্ট বইটি বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত। বাষ্টার্ড, তিনি একজন পেশাদার খুনি। টাকাই তার খুন করার প্রধান কারণ। কিন্তু সে অনৈতিক নয়। সে ইনোভেটিভলি খুন করে থাকে। তার খুন করার পদ্ধতি অন্যান্য সাধারণ হত্যা কারীর মত নয়। 'বেগ - বাস্টার্ড সিরিজ' এর দ্বিতীয় উপন্যাস 'কন্ট্রাক্ট'। প্রথম উপন্যাসটি যতটা ছিল গোয়েন্দা জেফরি বেগের, এ উপন্যাসটি ততটাই তার প্রতিদ্বন্দ্বী 'বাস্টার্ড' এর। বাস্টার্ড, জেফরিকে ছাপিয়ে নায়ক হয়ে উঠেছে। তার অতীতজীবন, বাবা - মার প্রতি আবেগ, উমার জন্য প্রেম তাকে ধীরে ধীরে রক্তমাংসের মানুষ করে তুলেছে।

      By Haidar Ali

      28 Dec 2019 10:29 PM

      Was this review helpful to you?

      or

      জায়েদ রেহমান হত্যার পরে "বাস্টার্ড" ইন্সপেক্টর জেফরি বেগকে হতাশ করে বিদেশ গেলেও আবার তাকে ফিরে আসতে হয়েছে দেশে। একটি প্রজেক্ট! যার জন্য বাস্টার্ডকে দেওয়া হয়েছে এক কোটি টাকা! প্রজেক্টটি হল ব্ল্যাক রঞ্জুকে খুন করা। এই প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে বাস্টার্ডকে করতে হবে ছোটোখাটো গণহত্যা! কিন্তু আপনার এই গণহত্যাকেই অনেক ভালো লাগবে, এটাই সত্যি! প্রতিটি খুনের পিছনে আছে যেন দারুণ রোমাঞ্চ!! প্রতিটি খুন, বাস্টার্ড করে ঠান্ডা মাথায় আর নিশ্চিন্তে। আর ইন্সপেক্টর জেফরি বেগ চিন্তিত হয়ে পড়ে খুনটা আসলে করছে কারা, এই হিসাব মিলাতে গিয়ে! এদিকে বাস্টার্ড হয়ে পড়ে বেপরোয়া! স্বাভাবিক! এত কিছুর পড়েও সে পারছে না ব্ল্যাক রঞ্জুকে ট্রেস করতে। আর জেফরি পারছে না বাস্টার্ডকে ট্রেস করতে। কোন খুনীকে ভাল আমার কখনোই লাগে নি। কিন্তু এখানে এত ইনোভেটিভ বাস্টার্ডকে দেখে ভালো না লেগে যাবে কই!? যেই আমি নেমেসিসে চেয়েছিলাম বাস্টার্ড ধরা পড়ুক, সেই আমিই কি না কন্ট্রাক্ট এ এসে চাইছিলাম বাস্টার্ডকে যাতে ধরতে না পারে! আচ্ছা বাস্টার্ড কি পারবে তার মিশন কমপ্লিট করতে? নাকি ধুরন্ধর হোমিসাইড ইন্সপেক্টর জেফরি বেগের কাছেই তাকে ফিরতে হবে? আর বাস্টার্ড ই বা কিভাবে জড়িয়ে পড়ল এক অন্যরকম গভীর ষড়যন্ত্রে? থ্রিল,রোমাঞ্চ কিংবা একশান ছাড়াও এই বইয়ে বোনাস হিসেবে পাবেন এক অন্যরকম প্রেমকাহিনী!

      By Tamjid Shajol

      12 Dec 2019 07:33 AM

      Was this review helpful to you?

      or

      খুব দামি একটা ফোনকল। কোটি টাকার একটা ষড়যন্ত্র। যদি ঠিকমতো বাস্তবায়িত হয় দেশের ইতিহাস ই পাল্টে যাবে৷ পেশাদার খুনি বাস্টার্ড কে ফিরে আসতে হলো দেশে৷ শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে খুন করার কন্ট্রাক্ট দেয়া হয়েছে তাকে৷ বিরাট অংকের টাকার বিনিময়ে বাস্টার্ড নেমে পড়লো মিশনে৷ বাস্টার্ড আত্মবিশ্বাসী । অথচ মিশনে নেমেই উমা রাজবংশী নামের একটা মেয়ের সাথে আকস্মিকভাবে জড়িয়ে পড়ে৷ শুরু হয় নতুন ঝামেলায়৷ কাহীনিতে আবির্ভাব হলো ইনভেস্টিগেটর জেফরি বেগ এর। শহরে একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে৷ অবাক করা বিষয় হলো খুন হওয়া ব্যাক্তিরা সবাই সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুর সহচর। কে করছে এইসব খুন? দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীগ্রই৷ এই খুনগুলো কি তাহলে সরকারের কোনো গোপন মিশন? সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য নিয়ে জেফরি বেগ তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়৷ পরিশেষে বাস্টার্ড কি তার মিশন সম্পন্ন করতে পারে? জেফরি বেগ কি পারে খুনিকে ধরতে?? জানতে হলে পড়তে হবে মোহাম্মদ নাজিম উদ্দীনের বাস্টার্ড সিরিজ এর এই ২য় বই "কন্ট্রাক্ট"। টানটান উত্তেজনার এই বইটা পুরো বাস্টার্ড সিরিজের সবচেয়ে সেরা বলে মনে হয়েছে৷ এটা শুধু একটা গতানুগতিক থ্রিলার ই নয় বরং রাজনীতি, ষড়যন্ত্র, পাল্টা ষড়যন্ত্র, কালো অধ্যায় ও প্রেম কাহিনি। পড়া শুরু করলে উঠতেই মন চাইবে না এমন একটা বই৷

      By Mitu

      25 Nov 2019 08:57 PM

      Was this review helpful to you?

      or

      পেশাদার খুনি বাস্টার্ড কোটি টাকার বিনিময়ে একটি খুনের কন্ট্রাক্ট পায়। খুন করতে হবে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে। আত্মবিশ্বাসি বাস্টার্ড নেমে পড়ে তার মিশনে। বুঝতেও পারে না কত বড় ষড়যন্ত্রের স্বীকার সে। আর এইদিকে দৃশ্যপটে আবির্ভুত হন হোমিসাইডের দক্ষ ইনভেস্টিগেটর জেফরি বেগ। তদন্ত করছে একইদিনে শহরতলিতে হওয়া তিনটি খুনের। দুইটি খুনের প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনাস্থল থেকে সবাই একটি ছেলে ও মেয়েকে পালাতে দেখেছে। তাহলে কি এই ছেলে ও মেয়েই এই তিনটি খুন করেছে.? খুনিদের খোঁজ পেয়েও বার বার খুনিদের কাছে পৌঁছানোর আগেই কোনোভাবে বুঝতে পেরে সটকে পড়ছে। কে তাকে বার বার সতর্ক করে দিচ্ছে..?? এইসব বের করতেই যখন জেফরির নাজেহাল অবস্থা ততক্ষণে ব্ল্যাক রঞ্জুর কাছে পৌঁছে গেছে বাস্টার্ড। বাস্টার্ড কি পারবে তার মিশন সম্পূর্ণ করতে..?? আর জেফরি বেগ কি পারবে তদন্ত করে সেই ষড়যন্ত্রের রহস্য উদঘাটন করতে.? বাস্টার্ড সিরিজের এইটা দ্বিতীয় বই। সিরিজের প্রথম বইটির মতোই অসাধারণ।

      By Golam Ahmed Pasha

      14 Oct 2019 11:25 PM

      Was this review helpful to you?

      or

      mind blasting

      By BookHunter

      10 Jun 2021 04:22 PM

      Was this review helpful to you?

      or

      ☆☆☆☆

      By Sultan

      10 Oct 2019 05:33 PM

      Was this review helpful to you?

      or

      একটা ফোনকলের ব্যবস্থা করে দেয়ার জন্য পাঁচ লক্ষ টাকা। কোটি টাকার ষড়যন্ত্র। ভয়ংকর একটা পরিকল্পনা। ঠিকমতো বাস্তবায়ন করতে পারলে দেশের ইতিহাস পালটে দেয়া যাবে৷ পেশাদার খুনি বাস্টার্ড ফিরে আসলো দেশে৷ একটা কন্ট্রাক্ট দেয়া হয়েছে তাকে৷ শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে খুন করতে হবে। রঞ্জু আছে কোলকাতায়৷ ওখানে বসে দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছে৷ বিরাট অংকের টাকার বিনিময়ে বাস্টার্ড নেমে পড়লো মিশনে। মিশনে নামতেই সবকিছু জট পাকাতে শুরু করে৷ রঞ্জুর নাগাল পাওয়া তো আর এতো সোজা না৷ কুখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে খুন করতে হলে তার নেটওয়ার্ক ধ্বংস করতে হবে৷ চালাতে হবে ছোটখাটো এক গণহত্যা৷ দৃশ্যপটে আগমন হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগের৷ শহরে একের পর এক মানুষ খুন হচ্ছে আর আশ্চর্যের ব্যাপার হলো এরা সবাই সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুর সহচর। কে করছে এইসব খুন? সামনেই দেশে নির্বাচন। এটা কি তাহলে সরকারের পক্ষ থেকে গোপন কোনো মিশন? জেফরি বেগ'কে এর উত্তর বের করতেই হবে। এদিকে খুনি বাস্টার্ড এর সাথে আকস্মিকভাবে পরিচয় হয় অপেশাদার কলগার্ল সুবর্ণার। যার আসল নাম উমা রাজবংশী৷ মেয়েটাকে নিয়ে নতুন ঝামেলায় জড়িয়ে যায় বাস্টার্ড। এটা থেকে বের হবে কিভাবে? শেষ পর্যায়ে বাস্টার্ড কি তার মিশন সম্পন্ন করতে পারে নাকি পালটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায়? জেফরি বেগ কি খুনিকে বের করতে পারে? মোহাম্মদ নাজিম উদ্দিনের বেগ-বাস্টার্ড সিরিজের ২য় বই - কন্ট্রাক্ট। ষড়যন্ত্র, পালটা ষড়যন্ত্র, রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান, সেই সাথে এক প্রেমকাহিনী। কাহীনিটা পড়ে আপনার মনে কনফিউশন সৃষ্টি হবে। এর আগের সিক্যুয়েল নেমেসিস এ জেফরি বেগ কে নায়কের চরিত্রে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু কন্ট্রাক্ট এ পুরো কাহিনীজুড়ে খুনি বাস্টার্ড কে নায়কের চরিত্রে দেখা যায়। যারা নেমেসিস পড়ে নিজেকে জেফরি বেগ হিসেবে কল্পনা করেছিলেন কন্ট্রাক্ট পড়ে নিজেকে বাস্টার্ড এর জায়গায় বসাতে বাধ্য হবেন৷ বইটা পড়ে এতোটাই থ্রিল পাবেন যে শেষ না করে উঠতে মন চাইবে না।

      By jami jahan

      30 Jun 2017 01:14 AM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই-কন্ট্রাক্ট লেখক-মোহাম্মদ নাজিম উদ্দিন ধরন-থ্রিলার পৃষ্ঠা-৩৫০ মূল্য-২৬০ প্রকাশনী-বাতিঘর বাস্টার্ড সিরিজের ২য় বই 'কন্ট্রাক্ট'। কন্ট্রাক্ট শব্দের অর্থ, কোন কিছু নিয়ে চুক্তি। সিরিজের প্রথম বই নেমেসিসেই মূল চরিত্র বাস্টার্ড ওরফে বাবলু এবং ইন্সপেক্টর জেফরি বেগ দুজনকেই পেয়েছিলাম। প্রথম বইয়ের কাহিনীতে বাস্টার্ড এক কান্ড করে এবং দেশের বাইরে চলে যায়। সেখানে অবশ্য কারো ছত্রছায়ায় বসবাস করছিলো।কন্ট্রাক্ট এ তাকে আবার দেশে ফিরিয়ে আনা হয়। এবং চুক্তিটা মূলত বাস্টার্ডের সাথেই হয়। আর চুক্তি হল কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। আপাত দৃষ্টিতে যাকে সরিয়ে দেবার কথা বলা হয় সেও একজন ক্রিমিন্যাল। গল্পটা শুরু হয় বেশ স্বাভাবিক ভাবে একজন দূদর্ষ গুন্ডার হাত থেকে রেহায় পাবার জন্য কিছু লোক বাস্টার্ডের শরনাপন্ন হয়। বাস্টার্ডের সাথে তাদের ডিল হয়, এ কাজের বিনিময়ে সে ১ কোটি টাকা পাবে। যদিও তার মধ্যে দোলাচাল চলছিলো তবুও টাকার দিকে তাকিয়ে সে ঠিকই রাজি হয়। কিন্তু এখানে কি শুধু মাত্র একটাই উদ্দেশ্য? এত সহজ উদ্দেশ্যে কি আর থ্রিলার এগিয়ে যাবে! ব্যপারটা ধরতে বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হবে পাঠককে। হ্যা জেফরি বেগও আছেন। তাকেও ছুটতে হবে বাস্টার্ডের পিছু পিছু। উনার তো কাজ এটাই । তাদের সাথে পাঠকও ছোটাছোটি করবেন দেশ টু বিদেশ। এর মাঝে একজন নারী চরিত্র জুটে যেতে পারে বাস্টার্ডের জন্য। ধাওয়া পাল্টা ধাওয়া, একের পর এক ষড়যন্ত্র এসকল টানাপোড়ন নিয়েই গল্প এগিয়ে যেতে থাকবে। এ গল্পে সব থেকে ভালো ছিলো দৌড়ানো। গল্পের এতো বাঁক! এসবেতো পাঠককে দৌড়তেই হবে। একেক টা মোড় হঠাৎ হঠাৎ এমন ভাবে উম্মেচন হতে থাকবে, আসলে ভাববারই বিষয় বাংলাদেশী কোন থ্রিলার পড়ছি তো! আর এসবই গল্পটাকে পাঠকের কাছে করে তুলবে বেশ উপভোগ্য। নেমেসিসে বাস্টার্ড সম্পর্কে যতোটা সংকীর্ণতা লেখক দিয়েছিলেন। কন্ট্রাক্ট এ এসে পুরো পুরি পুষিয়ে দিয়েছেন ষোল আনা। বাস্টার্ড কে, কোন জায়গা থেকে কিভাবে এসেছে, কেমন করে টিকে আছে। সব কিছুর আদোপন্ত বিবরণ লেখক দিয়ে রেখেছেন। আর জেফরি বেগ তো আছেই। তবে মূল এই দু চরিত্রের দিকেই লেখক ফোকাস করেছেন সব থেকে বেশি। বাস্টার্ডের উপর তো অবশ্যই। সে তুলনার আর বাদ বাকি চরিত্র গুলো এতো বেশি ফুটে উঠেনি। লেখক বোধহয় চাননি। আরেকটা ব্যপার এ গল্পে বাস্টার্ডকে যে লেখক এগিয়ে রাখতে চেয়েছেন এটা পাঠক প্রথমেই বুঝবেন। এমনকি গল্পে প্রবেশের ক্ষেত্রেও জেফরি বাস্টার্ডের থেকে অনেক পিছিয়ে ছিলেন। পিছিয়ে ছিলেন বললে ভুল হবে, লেখক পিছিয়ে রেখেছিলেন। বাস্টার্ডকে দিয়ে কাজ করিয়ে জেফরিকে লাগিয়ে দিয়েছিলেন বাস্টার্ডের পিছে দৌড়াতে। তবে জেফরিও কিছু সময় দেরি না করেই তার কাজে লেগে গিয়েছিল। লেখক বাস্টার্ডের প্রতি এত বেশি পক্ষপাতিত্ব করেছেন যে, জেফরির পিছু লাগার ব্যপারটা পর্যন্ত জানিয়ে দিচ্ছিলেন। তবে লেখককে দোষারূপ করে কোন লাভ নেই। পাঠক পড়ার সময়ও বাস্টার্ডের পক্ষপাতিত্বই করবে। কোন পাঠক চাইবে না, বাস্টার্ডের নাগালে পর্যন্ত জেফরি পৌছাক। তবে কতো টা সম্ভব হয়েছিলো তার জন্য তো বই ই আছে। গল্পে অনেক গুলো চরিত্র এসেছে যেমন, চলেও গেছে তোমন। তাদের কোন ছাপ থাকে নি কোথাও । নারী চরিত্রগুলোও তেমনি পানসেই ছিলো। তেমন কোন সারা পাওয়া যায়নি তাদের থেকে। লেখক অন্তত এদের আরো কিছুটা স্মার্টলি ফাস্ট দেখাতে পারতেন।বাংলাদেশী থ্রিলার, এখানে লেখক স্থানের বর্ণনা গুলো বেশ চমৎকার দিয়েছেন। লেখকের অনুবাদের হাত ভালো এটা যেমন সত্যি । নিজের বইয়ের বেলায়ও তিনি বেশ সচেতন ছিলেন। কাহিনীর বর্ণনা, বা ধারাবাহিকতা বেশ ভালো ছিলো।কাহিনীর গতি, এ্যাকশান নেবার যে সচেতনতা , রোমান্স তো কিছু ছিলোই তার ছাড়া টুইস্ট তো অবশ্যই। এবং সব কিছু ঠিক ঠিক মাত্রায় । দেশ এবং বিদেশের পটভূমি তে লেখা, এক গেয়েমি বা কোন প্রকার স্থুলতার প্রমাণ দেয় নি। এমনকি প্রথম থেকেই ছিলো টানটান উত্তেজনা। আর ভাষা ব্যবহার, সব ঠিক থাকলেও কিছু বিরক্তিকর গালির ব্যবহার না করলেও পারতেন। আবার অনেকের মতো এসব এডাল্টারি ব্যপার থ্রিলারে একটা অংশ হতে পারে। তবে এটাও ঠিক থ্রিলার আমাদের সংস্কৃতি থেকে নয়। বিদেশী সাহিত্য থেকে এসেছে। এর মধ্যে কিছুটা তো এড়ানো যাই ই, এতে আসা করি থ্রিলারের মান ক্ষুন্ন হবে না। বাকি সব সাসপেন্স ঠিক থাকলে উটকো কিছু ভাষা ব্যবহার এতে ছাপ ফেলবার কথা নয়। যদিও তার মাঝে অনুবাদের ছাপ কিছুটা ছিলো বা একটু মেকি মেকি মনে হয়েছে তবুও বাংলাদেশী থ্রিলার হিসেবে কন্ট্রাক্ট দূর্দান্ত। সব শেষে কন্ট্রাক্ট পরিভ্রমণ বেশ জুতসই ই ছিলো। রেটিং-৪.৮/৫ রকমারি লিংক- https://www.rokomari.com/book/33653/কন্ট্রাক্ট

      By Hosneara Yeasmin Ami

      14 Jun 2017 08:22 PM

      Was this review helpful to you?

      or

      কোটি টাকার একটা খুনের কন্ট্রাক্ট। কিন্তু সময় খুব কম। মাত্র দু সপ্তাহের মধ্যে দেশের শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জু ও তার সাঙ্গ-পাঙ্গদের পথ থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হল সে এখন দেশে নেই। কথিত আছে সে এখন কলকাতায় লুকিয়ে আছে। সেখান থেকে দেশে নির্দিধায় তার চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। কাজে নামল বাস্টার্ড। ঢাকায় তার রিসোর্স কাজে লাগিয়ে জানতে পারল ব্ল্যাক রঞ্জুর খাস লোক সুলতান এখন ঢাকায় আছে। অ্যাকশনে নামল বাস্টার্ড। এর পরে একে একে লেডি গিয়াস, মিনা আপা (ব্ল্যাক রঞ্জুর দ্বিতীয় স্ত্রী/দেহব্যবসায়ীদের সর্দার) আর ব্ল্যাক রঞ্জুর বড় ভাই সঞ্জু, সবাই বাস্টার্ডের শিকার হয়। অন্যদিকে লেডি গিয়াসের সাথে অ্যাকশনের সময় আশেপাশের হোটেল বোর্ডাররা দেখে ফেলে। তাই ওইসময় লেডি গিয়াসের সাথে থাকা উমাকে নিয়ে পালায় বাস্টার্ড। আর একঘটনায় পুলিশ চলে আসে। তদন্তের দায়িত্ব পরে সদ্য লন্ডন থেকে ফেরা হোমিসাইড ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর জেফরি বেগের। তদন্তে বেড়িয়ে আসে বাস্টার্ডের বর্ণনা। বর্ণনা শুনেই জেফরি চিনতে পারে বাস্টার্ডকে। তাই সেই আঙ্গিকেই তদন্ত করে সে। অন্যদিকে ব্ল্যাক রঞ্জুর কোলকাতার ঠিকানা বের করে সেখানে পাড়ি জমায় বাস্টার্ড। শুরু করে তার ওয়ান-ম্যান-অপারেশন। সেকি সফল হতে পারবে? নাকি এর ভেতরে অন্য কোন কাহিনী আছে? সেই পাঁচ লক্ষ টাকা দামের ফোন কল কাকে করা হয়েছিল? কেনইবা করা হয়েছিল? আমার কথা : সন্ত্রাস, দুর্নীতি, অ্যাকশন, গান ফাইট, ষড়যন্ত্র সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ হল মোহাম্মদ নাজিম উদ্দিনের মৌলিক-থৃলার জেফরি-বাস্টার্ড সিরিজের দ্বিতীয় বই কন্ট্রাক্ট। এ এক কন্ট্রাক্ট কিলারের উপাখ্যান। সাথে এক অকুতোভয় পুলিশ অফিসারের গল্প। জেফরি-বাস্টার্ডের অন্ত্যমিলগুলো আমাকে অন্তত একবার হলেও ভাবিয়েছে তারা জমজ ভাই নয়ত। লেখক কি বারবার তাই ইঙ্গিত দিতে চাইছেন? থ্রিলার সাধারণত অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক পাঠকের জন্য লেখা হয়ে থাকে। এই লেখাও তার ব্যতিক্রম নয়। সামান্য হলেও ভায়োলেন্স, অ্যাবিউজিব ভাষা আর যৌনতার উপস্থিতি ছিল। তা থ্রিলারে একটু থাকতেই হয়। নাহলে থ্রিলার আর কিভাবে হয়। সিরিজের প্রথম বই নেমেসিস এ বাস্টার্ডের উপস্থিতি তেমন একটা না থাকলেও কন্ট্রাক্ট সেটা পুশিয়ে দিয়েছে। এই বইটা মোটামুটি বাস্টার্ডের উপর নির্ভর করেই লেখা হয়েছে। তাই ভাললাগাটা অন্যরকম।।। হ্যাপি রিডিং।।।

      By Tasfia Promy

      29 May 2017 08:17 PM

      Was this review helpful to you?

      or

      বইঃকন্ট্রাক্ট লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দিন পৃষ্ঠাঃ৩৪৯ মূল্যঃ৩২০ টাকা (২২৪৳ ছাড়ে) প্রকাশনীঃবাতিঘর ধরণঃথ্রিলার/সাসপেন্স কাহিনী সংক্ষেপঃ মোহাম্মদ নাজিম উদ্দিন এর মৌলিক "নেমেসিস" পড়েছিলাম বেশ আগেই, আমার বেশি পিডিএফ টা পড়া হয়, পিডিএফ পড়েছিলাম। বাস্টার্ড সিরিজ এর প্রথম বই "নেমেসিস", এটা আমি আগে জানতাম না, কাল কে “ কন্ট্রাক্ট” পড়তে গিয়ে বুঝলাম।। একটি কন্ট্রাক্ট! পেশাদার খুনী বাবলু “বাস্টার্ড” কে এক কোটিপতি নিয়োগ করে আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জু কে খুনের। যাকে খুঁজে পাওয়া সহজ নয়, এমনকি এই সন্ত্রাসীর কাছে পৌঁছাতে নানা মানুষের হাত ঘুরে অলি গলি পেরিয়ে যেতে হবে। এবং সবথেকে অবাক করা বিষয় রঞ্জুর কাজের জন্য নানা স্তরে নানা মানুষ আছে, যাদের কে খুঁজে পাওয়া খুব সহজ ছিলনা ।।লেডী গিয়াস, উমা রাজবংশী, সুলতান, ঝন্টু এরকম আরো কিছু চরিত্র ঘটনাঢ় পরিপ্রেক্ষিতে আসবে। এই উমা আর বাস্টার্ড এর এক অদ্ভুত সম্পর্কের শুরু হবে ঘটনাক্রমে...। এক সময় পেশাদার খুনী “বাস্টার্ড” আর হোমিসাইড ডিপার্টমেন্ট এর কর্মকর্তা “জেফরি বেগ” এদের চোর–পুলিশ খেলা। হঠাৎ শহরে একের পর এক খুন, একই পিস্তলের সাহায্যে খুন হচ্ছে, কে এই রহস্যময় খুনী? আবার অন্যদিকে রঞ্জু কে খুঁজে খুঁজে বাবলু চলে যায় ইন্ডিয়া। পিছনে জেফরি বেগ। ধরা পড়বে রঞ্জু? শেষ পাতায় বড়সড় শক খেতে চাইলে বইটা পড়ে ফেলুন। পাঠ-প্রতিক্রিয়াঃ কালকে রাত ১২ টা থেকে বইটা পড়া শুরু করি, পড়তে পড়তে কখন সেহরির সময় হয়ে গেছে বুঝিনি। যায় হোক, কাল রাতেই বইটা শেষ করি, একদম রুদ্ধশ্বাস বলতে যেরকম বোঝায়, সেরকম একটা বই, বেশ ভাল লেগেছে, আমার কাছে বইটা ভিলেন বেজড মনে হয়েছে, গল্প-কাহিনি সব বেশ সুন্দর এগিয়ে গিয়েছে। বেশ ভাল।বেশ বড়সড় একটা বই।বাস্টার্ড এর চরিত্র টা বেশ সুন্দর, এবং জেফরি বেগ কম চৌকস নন। কিন্তু শেষ মেশ বাবলুর পক্ষেই হয়তো পাঠক থাকবেন। তবে হ্যাঁ,কিছু কিছু বাড়তি অনুষঙ্গ বাদ দিলেও হয়তো দেয়া যেত... যেমন প্রথম অংশটা একটু বাড়তি বলে আমার মিনে হয়েছে, এটি আমার মত সম্পুর্ন।

      By noboni ahmed

      31 Dec 2016 09:15 PM

      Was this review helpful to you?

      or

      #রিভিউ বইঃকন্ট্রাক্ট লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দিন পৃষ্ঠাঃ৩৪৯ মূল্যঃ৩০০ টাকা প্রকাশনীঃবাতিঘর ধরণঃথ্রিলার মোহাম্মদ নাজিম উদ্দিন এর মৌলিক থ্রিলার "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি" পড়ার পরেই মূলত আগ্রহ নিয়ে "নেমেসিস" পড়েছিলাম। বাস্টার্ড সিরিজ এর প্রথম বই "নেমেসিস" পড়ে বাস্টার্ড আর জেফরি বেগ এর ইঁদূর বেড়াল খেলার প্রতি আসক্তি থেকেই পড়েছি দ্বিতীয় বই "কন্ট্রাক্ট "। কন্ট্রাক্ট শব্দের অর্থ কোন কিছুতে চুক্তিবদ্ধ করা।অর্থাৎ বই এর কাহিনী কোন চুক্তি নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি।হ্যাঁ,একদম তাই।কিন্তু কিসের চুক্তি আর কার সাথে চুক্তি? চুক্তিটা বাস্টার্ড এর সাথে।নেমেসিসের সেই ঘটনার পর দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে থাকে বাস্টার্ড। কিন্তু নতুন এই চুক্তির কারণে আবার দেশে আসে সে।কোটি টাকার এক চুক্তি হয়।কি সেই চুক্তি?শহরের এক বিখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে।এই রঞ্জু অসংখ্য মানুষের কাছে মোটা টাকা চাঁদা দাবি করে।কেও দিতে না চাইলে তাকে খুন করতেও দ্বিধা করেনা।তার এই অত্যাচারে অতিষ্ট হয়ে অবশেষে দুইজন শিল্পপতি ব্যবসায়ী নিয়োগ দেয় বাস্টার্ডকে।মিশনে নেমে পড়ে বাস্টার্ড। কিন্তু সে যে মিশনে নেমেছে তার পেছনে কি অন্য কোন ঘটনা আছে?নাকি নিছক সাধারণ একটি ঘটনা? এদিকে শহরে হুট করে খুন হয়েছে একজন লোক।তদন্তের দায়িত্ব পড়েছে হোমিসাইড ডিপার্টমেন্ট এর ইনভেস্টিগেটর অফিসার জেফরি বেগ এর ওপর। খুব দ্রুতই প্লটে চলে আসে জেফরি।কোন আলামত না রেখে খুনি খুন করেছে ব্ল্যাক রঞ্জুর দলের এই লোককে।রহস্যের পিছু নিয়েছে জেফরি বেগ। ঠিক যেন টম এন্ড জেরি! বইটির মূল কাহিনী অতি সাধারণ মনে হচ্ছে,তাইনা?এক সাধারণ গুন্ডার পেছনে লেগেছে আরেক পেশাদার খুনি!আসলেই ব্যাপারটি তাই।কিন্তু রঞ্জুর ব্যাপারে কোন তথ্যই নেই বাস্টার্ড এর কাছে!সে যেভাবে তার গন্তব্যে এগিয়ে যায়,ভালো লাগার ব্যাপার এখানেই।এবং তা বিস্ময়কর বটে! নেমেসিসে বাস্টার্ড চরিত্র ধোঁয়াটে থাকলেও কন্ট্রাক্ট এ এসে জেফরির চাইতে তার প্রতাপ ছিলো বেশি।এমনকি আমি নিজেও বারবার চাচ্ছিললাম বাস্টার্ড যেন ধরা না পড়ে! কন্ট্রাক্টে বাস্টার্ড এর পরিচয়ের ব্যাপারে অনেক তথ্য জানা যায়।এসব তথ্য পাঠক এর মনোভাব বাস্টার্ড এর অনুকূলে নিবে নাকি প্রতিকূলে তা বলা কঠিন! তবে আমার অনুকূলে নিয়েছে। সিরিজ এর পরবর্তী বই পড়ার অপেক্ষায়... রেটিংঃ ৩.৮/৫

      By Antor

      23 Jul 2025 06:12 AM

      Was this review helpful to you?

      or

      নেমেসিসের পরে বাস্টার্ড ছিল রীতিমত আন্ডারগ্রাউন্ডে কিন্তু তাকে বেরিয়ে আসতে হলো একটি কন্ট্রাক্ট পালন করতে! রাজনৈতিক ষড়যন্ত্র থেকে শুরু করে একজন ব্যাবসায়ীর ব্যাক্তিগত প্রতিশোধ এবং এক জন কে খুজতে গিয়ে একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হয় বাস্টার্ড। দুর্দান্ত থৃলার!

      By 880****799

      10 Mar 2024 03:56 PM

      Was this review helpful to you?

      or

      এখনো পড়া শুরু করিনি আশা করি ভালো কিছু শিখতে পারবো বইটি থেকে।🙂

      By fatiieema

      15 Dec 2021 12:46 PM

      Was this review helpful to you?

      or

      Delivery timing is really perfect.. And, I'm satisfied with these books..🥰

      By Samiya Islam

      13 Jul 2021 09:57 PM

      Was this review helpful to you?

      or

      আমার লাইফে পড়া ১ম থৃলার বই।খুব ভালো লাগছে, ২/৩ দিনে পড়ে শেষ করছি। উপস্থাপন খুব ভালো ছিল। গালি গুলো বাজে লাগছে, যদিও তা পরিস্থিতি বুঝে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দারুণ ছিল বই।

      By al mamun

      21 Dec 2019 02:17 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই

      By asif ratul

      19 Mar 2013 04:49 PM

      Was this review helpful to you?

      or

      নাজিম উদ্দিন এর লেখা বাংলা থ্রিলার ,নেমেসিস এর পরের পার্ট বইটি পরে থ্রিলারপাঠক গণ ভালই "থ্রিলড" হবেন !!

      By Rokeya Jannat Moni

      03 Jul 2022 02:44 PM

      Was this review helpful to you?

      or

      খুবই বাজে একটা বই।গালিগালাজ আর কুরুচিপূর্ণ সব কথাবার্তা।লেখকের দৃষ্টি আকর্ষণ করছি যেন এরকম নিম্নমানের বই আর না লেখেন।লেখকদের কাছ থেকে পাঠকরা সুস্থ সাবলীল ঘরানার বই প্রত্যাশা করেন যেন সাহিত্যের স্বাদ আস্বাদন করতে পারেন।পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে হলে গালিগালাজ এবং যৌনতা দিয়ে বই ভরে ফেলা লাগে না।সাহিত্যপ্রতিভা থাকলেই যথেষ্ট।বানানও যথেষ্ট ভুল ছিলো।থ্রিলের স্বাদও পেলাম না।সর্বোপরি কোনোভাবেই বইটি আমার কাছে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না।বরং অনেক পাঠকই আমার মতো ক্ষুব্ধ হয়েছেন লেইম-সব কাহিনী পড়ে! রেটিংঃ০/৫

    • Was this review helpful to you?

      or

      আপনি যদি থ্রিলার প্রেমী হোন। রহস্য যদি আপনাকে আকৃষ্ট করে তবে আপনি এই বইটি পড়ুন। আধুনিক থ্রিলার এ্যাকশন ধর্মী উপন্যাস বলতে যা বুঝায় তার সকল উপাদান এই উপন্যাসে বিদ্যমান। একজন খুনিকে এই সমাজ সব সময় খুনি হিসেবেই দেখে। খুন করা একটা অপরাধ। কিন্তু খুনটা যখন কোনো ভাল কাজে পরিণত হয় তখন তাকে প্রশ্ন করতে হয় না সে কি করবে? লেখক এই উপন্যাসে বাস্টার্ড চরিত্র চিত্রায়নে যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন বলে মনে করি,সেটা হলো খুন করার দৃষ্টি ভঙ্গি। বাষ্টার্ড একজন পেশাদার খুনি। টাকার জন্য খুন করার যা পেশা। কিন্তু সে ইনোভোটিভলি খুন করে। তার খুন করার পদ্ধতি সাধারণ হত্যা কারীর মত নয়। ঘটনাক্রমের এত সাবলীল বর্ণনা পাঠককে মুগ্ধ করবে

      By Md Rakib Hasan

      02 May 2021 01:27 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ। মোহাম্মদ নাজিম উদ্দিনের এক রোমাঞ্চকর অসাধারণ সৃষ্টি। ঝড়ের গতিতে এগিয়ে গেছে কাহিনী পড়তে শুরু করলে দম ফেলা ছাড়া ফুসরৎ পাওয়া যায় না। বাংলাদেশে এইরকম মৌলিক থ্রিলার কাহিনী সত্যিই অনেক প্রশংসার দাবিদার। এইরকম থ্রিলার উপন্যাস উপহার দেয়ার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।

      By Shuvo Sarkar

      31 Oct 2016 11:40 PM

      Was this review helpful to you?

      or

      বইঃ কন্ট্রাক্ট লেখকঃ মুহম্মদ নাজিম উদ্দিন ধরণঃ থ্রিলার প্রকাশনীঃ বাতিঘর পৃষ্ঠাঃ ৩৫২ মূল্যঃ ২৬০ প্রিভিউঃ পাঁচ লক্ষ টাকার একটি টেলিফোন কল। শত কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে। আত্মবিশ্বাসী খুনি নেমে পড়ে মিশনে, তারপরই সবকিছু জট পাকাতে শুরু করে। একটি বিশাল ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এদিকে দৃশ্যপটে আবির্ভূত হয় ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দু-জনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান, সেই সাথে অসাধারণ এক প্রেমকাহিনী। নেমেসিস এর পর বেগ-বাস্টার্ড সিরিজের রেসিংকার গতির অ্যাকশন থৃলারটি পাঠককে রোমাঞ্চিত করবে। ------------------------------------------------ নিজস্ব মতামতঃ আমি “নেমেসিস” পড়েই বেগ- বাস্টার্ড সিরিজের ফ্যান হয়ে গেছিলাম। এই দুজনের দ্বৈরথ দারুণ লাগে বরাবরই। একদিকে হোমিসাইড ডিপার্টমেন্টের চৌকষ অফিসার জেফরি বেগ অপরদিকে পেশাদার ক্রিমিন্যাল বাবলু ওরফে বাস্টার্ড। দুজনের চোর-পুলিশ খেলা থাকবে বইয়ের পুরোটাজুড়ে। বই কখনো এগোবে জেফরি’র ভাষ্যে, কখনো এগোবে বাস্টার্ডের ভাষ্যে। এবং বই পড়তে গিয়ে সবসময়ই একটা দোটানায় ভুগি, আমার কার পক্ষে যাওয়া উচিত? বাস্টার্ড না জেফরি বেগের পক্ষে? উত্তর খুঁজে পাইনা, কনফিউজড হয়ে যাই। এবং এ দুজনের এ্যাকশান, স্টান্টবাজি মুগ্ধ করবে সব পাঠককেই, গ্যারান্টি দিতে পারি। “জেফরি বেগ” এবং “বাস্টার্ড” নামক দুই চরিত্রের বিল্ডআপ... যাকে আমরা আক্ষরিক ভাষায় ক্যারেক্টার বিল্ডআপ বলি, সেটা অসাধারণ ছিলো। চরিত্রদুটির গঠন নিখুঁত হয়েছে, ভাসাভাসা বর্ণনা ছিলোনা। এ বিষয়টি ভালো লেগেছে। একটা উপন্যাস, সে থ্রিলারই হোক বা রোমান্টিক, চরিত্রগুলোর ডিটেইলস সঠিকভাবে দিলে দিনশেষে সেটা পাঠকের জন্যে তৃপ্তির, উপন্যাসের জন্যেও এটা খুব গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখানে কোনো গাফিলতি দেখিনি। যারা বেগ-বাস্টার্ড সিরিজের প্রথম উপন্যাসটি পড়েছেন, তাদের জন্যে এ বইটা অবশ্যপাঠ্য। আর যারা এখনো এই দুর্দান্ত সিরিজটি শুরু করেননি, তারা অচিরেই শুরু করে দিন, খুব তাড়াতাড়িই আপনাদেরও প্রিয় হয়ে যাবে চরিত্রদুটি, নিশ্চয়তা দেয়াই যায়। হ্যাপি রিডিং :D রকমারি লিঙ্কঃ https://www.rokomari.com/book/33653/কন্ট্রাক্ট

      By Dr. Asif Shufian Arnab

      28 Dec 2019 09:49 PM

      Was this review helpful to you?

      or

      কোন খুনীকে ভাল আমার কখনোই লাগে নি। কিন্তু এখানে এত ইনোভেটিভ বাস্টার্ডকে দেখে ভালো না লেগে যাবে কই!? যেই আমি নেমেসিসে চেয়েছিলাম বাস্টার্ড ধরা পড়ুক, সেই আমিই কি না কন্ট্রাক্ট এ এসে চাইছিলাম বাস্টার্ডকে যাতে ধরতে না পারে! আচ্ছা বাস্টার্ড কি পারবে তার মিশন কমপ্লিট করতে? নাকি ধুরন্ধর হোমিসাইড ইন্সপেক্টর জেফরি বেগের কাছেই তাকে ফিরতে হবে? আর বাস্টার্ড ই বা কিভাবে জড়িয়ে পড়ল এক অন্যরকম গভীর ষড়যন্ত্রে? থ্রিল,রোমাঞ্চ কিংবা একশান ছাড়াও এই বইয়ে বোনাস হিসেবে পাবেন এক অন্যরকম প্রেমকাহিনী! বাস্টার্ড সিরিজের কন্ট্রাক্টে আমন্ত্রণ রইল!

      By Aam somik

      01 Aug 2016 05:44 PM

      Was this review helpful to you?

      or

      মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার কাহিনী নির্ভর উপন্যাস “কন্ট্রাক্ট”।বইটির পাতায় পাতায় রয়েছে থ্রিলিং সব কাহিনি।কাহিনীটির সারমর্ম হল দেশের সবথেকে কুখ্যাত সন্ত্রাসি ব্ল্যাক রঞ্জু।তার নামে বিভিন্ন থানায় একাধিক খুন ও চাঁদাবাজির মামলা আছে। অপারেশন ক্লিনহার্ট চলাকালীন সে কলকাতায় চলে যায়।বর্তমানে সেখান থেকেই তার কার্যক্রম পরিচালনা করে। দুজন ব্যবসায়ীকে বহুদিন ধরেই রঞ্জু হুমকি দিয়ে চাঁদা নিয়ে আসছিল।কিন্তু এবার রঞ্জু ২ কোটি টাকা চাঁদা চাওয়াতে তারা সিদ্ধান্ত নেয় কোনও প্রফেশনাল হিটম্যানকে দিয়ে রঞ্জুকে সরিয়ে দিবে। আর একাজের জন্য একজনই উপযুক্ত। বাস্টার্ড।দুই ব্যবসায়ী বাস্টার্ড কে দুই সপ্তাহ সময় নির্ধারন করে দেয়।কন্ট্রাক্ট পাওয়ার সাথে সাথেই কাজে নেমে পড়ে বাস্টার্ড। দেশে ব্ল্যাক রঞ্জুর হয়ে চাঁদা আদায় করে সুলতান। পুরান ঢাকার নাজিরাবাজার থেকে সুলতান কে ধরে বাস্টার্ড। সুলতানের কাছ থেকে তথ্য নিয়ে সুলতানকে খালাস করে দেয়। তারপর একে একে ব্ল্যাক রঞ্জুর সব থেকে ঘনিষ্ট ব্যক্তি লেডি গিয়াস সহ, ব্ল্যাক রঞ্জুর বর্তমান স্ত্রী, ব্ল্যাক রঞ্জুর বড় ভাই মঞ্জু, মঞ্জুর সহকারি এবং কলকাতায় ব্ল্যাক রঞ্জুর যে ঘনিষ্ট তাকে খুন করে বাস্টার্ড।লন্ডন থেকে দেশে ফিরেই এতগুলো খুনের খবর পায় হোমিসাইডের চিফ ইনভেস্টিগেটর জেফরি বেগ।দুদিন পর অফিসে জয়েন করার কথা থাকলেও সেদিনই কাজে নেমে পরে জেফরি। এতগুলো খুন কে করল কি উদ্দেশ্যে করল কিছুই বুঝতে পারছেনা সে।এইদিকে খুনির মোবাইল ট্র্যােক করে প্রায় ধরতে ধরতেও ফসকে গেছে খুনি। কিভাবে যেনো আগে থেকেই টের পেয়ে যাচ্ছে খুনি। তবে কি অন্য কোনও সরকারি সংস্থা কাওকে দিয়ে এসব খুন করাচ্ছে? তারাই কি সাহায্য করছে খুনিকে পালিয়ে যেতে?তবে খুনি যেভাবে খুনগুলো করছে তার সাথে বাস্টার্ড এর সাদৃশ্য পাওয়া যাচ্ছে। তবে কি বাস্টার্ডই ব্ল্যাক রঞ্জুর পিছনে লেগেছে?এদিকে ঢাকা মেডিকেল এর কাছ থেকে রঞ্জুর আরেক চ্যালা কে ধরে নিয়ে যায় বাস্টার্ড। তার কাছ থেকে রঞ্জুর কলকাতার ঠিকানা জানতে পারে। তবে সে শিওরিটি দিতে পারেনা, যদি রঞ্জু ঠিকানা বদলে থাকে তাহলে সেটা একমাত্র বিনয় বাবু জানবেন। পুরান ঢাকার ওয়ারি থেকে বিনয়বাবুর কাছ থেকে সঠিক তথ্য উদ্ধার করে বিনয়বাবুকে খুন করে সে। তারপর রওনা হয় কলকাতায়।এতগুলো খুন কি বাস্টার্ড শুধুমাত্র ব্যবসায়ীদের সেই কন্ট্রাক্টের জন্যই করছে? না এর পেছনে আরও কিছু আছে? জেফরি বেগ তদন্ত করে এক ভয়ানক ষড়যন্ত্রের আভাস পান। কিছুদিনের মধ্যেই সে ষড়যন্ত্র বাস্তবায়িত করার কথা ব্ল্যাক রঞ্জুর।তাহলে কি খুনিকে কোনও সরকারি সংস্থা আনঅফিশিয়ালি নিয়োগ করেছে?কাহিনীর মীমাংসা করতে পড়ে ফেলুন উপন্যাসটি।বইটি ভাল লাগলেও লেখক কিছু অকথ্য ভাষার গালিগালাজ তুলে ধরেছে যা আমার কাছে একটু বিরক্তিকরই মনে হয়েছে।তবে থ্রিলার পাগল মানুষদের বলব বই্টি পরতে।আপনার ভাল লাগাটা আরও বাড়িয়ে দিতে পারে বইটি।

      By ফয়সাল আহমেদ

      31 Oct 2019 10:50 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের নামঃকন্ট্রাক্ট লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দীন প্রকাশনীঃ বাতিঘর মূল্যঃ২৪৫টাকা মোহাম্মদ নাজিম উদ্দীন রচিত আধুনিক বাংলা সৃষ্টির থ্রিলারধর্মী অন্যতম সেরা উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হিসেবে একজন প্রতিভাবান এবং মারাত্মক কন্ট্রাক্ট কিলার, যার নাম বাস্টার্ড, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসবাদী কিংপিন ব্ল্যাক রঞ্জুকে হত্যার জন্য নিযুক্ত করা হয়েছে। শীঘ্রই জাস্টার্ড তার চারপাশে একটি গভীর ষড়যন্ত্র আবিষ্কার করে, যা শীর্ষ স্তরের রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।টান টান উত্তেজনাপূর্ণ একটা বই।এমনিতেই লেখকের লেখা যথেষ্ট সহজ এবং সাবলীল, তার মধ্যে এমন রোমাঞ্চকর একটা থ্রিলার গল্পের জন্য লেখককে বাহবা জানাই। বাস্টার্ড! এই ক্যারেক্টারকে প্রথম বই থেকেই আমার পছন্দ এবং যারা আমার মতো নেমেসিস থেকেই বাস্টার্ডকে পছন্দ করেন তাদের কাছে কন্ট্রাক্ট খুবই সুখপাঠ্য একটা বই হবে। কারণ এর শুরু শেষ পুরোটাই বাস্টার্ডের হাতে! নেমেসিসে ওর কথা খুব একটা আসেনি তাতেই সে রীতিমতো একটা শক্তিশালী চরিত্র হিসেবে যায়গা করে নিয়েছে, আর কন্ট্রাক্ট তো বলতে গেলে বাস্টার্ডেরই গল্প। চরিত্র টা ডালপালা মেলতেই বুঝতে পেরেছি যে বাস্টার্ড কি অ্যামেজিং চরিত্র। ভাড়া করা হিটম্যান বাস্টার্ড, কৌশল আর বুদ্ধির জোরে সে একটা বড়সর ক্রিমিনাল গ্যাং কে ধরাশায়ী তো করেই সেই সাথে হোমিসাইড ডিপার্টমেন্টকে একবারের যায়গায় বারবারই বুড়ো আঙ্গুল দেখিয়ে, কোন প্রমাণ না রেখে নীরবে সরে পরে! সত্যি বলতে কি বাস্টার্ডের প্রত্যেকটা অপারেশন ছিলো থ্রিলিং এবং অ্যাকশনে পরিপূর্ণ, সেই সাথে তার উপস্থিত বুদ্ধি, ঠান্ডা মাথার চিন্তাভাবনা সব মিলিয়ে গল্পটা খুবই উপভোগ করেছি, গোগ্রাসে গিলেছি বলা উচিত! পাঁচে পাঁচ না দিলে ভুল বিচার করা হয়!নাজিম উদ্দিনের একটি মাস্টারপিস অ্যাকশন থ্রিলারের উপন্যাস

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!