
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সবুজ আহম্মদ মুসালিন ভাইয়ার লেখা গদ্যের এই বইটা সবার পড়া উচিত। আপনি যদি অন্য রকম একটা বই পড়তে চান এটা আপনার জন্য বেস্ট চয়েজ হবে।
Was this review helpful to you?
or
nice book and service is good.
Was this review helpful to you?
or
বইটি আসলেই অনেক সুন্দর, বইয়ের লেখাগুলো পরলে মুগ্ধ হতে বাধ্য 💝✅
Was this review helpful to you?
or
ভাইয়া বইটি অসাধারণ আমার এমন বই লাগতো জেখানে ওনেক ছোট ছোট কথা থাকবে সেখান থেকে কিছু ডায়লগ বা ক্যাপশন দিয়ে আমি ভিডিও বানাতাম কন্টেন্ট ক্রিয়েট করতাম
Was this review helpful to you?
or
আমার একান্ত ব্যক্তিগত মতামত — আমার কাছে বইটি সত্যিই ভীষণ ভালো লেগেছে। লেখক সবুজ আহম্মদ মুরসালিনের লেখা সবসময়ই আমার পছন্দের।
Was this review helpful to you?
or
বইটির কয়েকটা কবিতা ফেসবুক পড়েই প্রি অর্ডার করতে চলে এলাম। ২/৩ টা কবিতা পড়ে এতো ভালো লেগেছে যে অপেক্ষা সইছে না যে পুরো বইটি কেমন হয়।
Was this review helpful to you?
or
তুমি অসুখ তুমিই সুখ বইটির লেখাগুলাও ভীষণ রকম সুন্দর। আমাদের সামগ্রী অনুভূতির কথা যেন লেখক ফুটে তুলেছেন। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
সৃষ্টিশীল কাজের বৈশিষ্ট্য হলো দর্শক, শ্রোতা অথবা পাঠক তার মতো একটা জগৎ কল্পনা করতে পারে ওই সৃষ্টির মাধ্যমে। এখানে লেখক, নির্মাতা অথবা বক্তার চিন্তা মুখ্য নয় বরং মুখ্য হচ্ছে ব্যক্তিকে চিন্তা বা কল্পনার জগতে প্রবেশ করানো। যাপিত জীবনের দুঃখ, সুখ, আকাঙ্ক্ষা, আধ্যাত্মিকতা সর্বোপরি লেখকের চিন্তা চেতনার দারুন এক সংমিশ্রণ ঘটেছে এই বইটি তে। প্রকাশিত হওয়ার পূর্বে বইটির পাণ্ডুলিপি পড়ার সৌভাগ্য হয়েছে আমার, খুবই চমৎকার অভিজ্ঞতা বলা যায়। সকল স্তরের পাঠকদের প্রতি আহ্বান থাকবে বইটি পড়ে দেখার, কিছুটা ভিন্নধর্মী গদ্যধারার কবিতার স্বাদ নেয়ার।
Was this review helpful to you?
or
বইটার প্রুফ দেখার সুবাদে বইটা আমার কয়েকবার পড়া হয়েছে। এত ভালো লেগেছে প্রতিটা লেখা তা বলে বোঝানো যাবে না। সবুজ আহম্মদ মুরসালিন এর লেখা যারা যারা পড়েছেন তারা জানেন তিনি কতো সুন্দর লেখেন। আশা রাখতে পারেন বইটি পড়ে কেউ হতাশ হবেন না। প্রতিটি লেখা দুঃখকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। লেখাগুলো এমন ভাবে সাজানো হয়েছে মনে হবে প্রত্যেকটা লেখা আপনার জন্যই লেখা। বইটির জন্য অনেক অনেক শুভকামনা রইল কবি।❤️
Was this review helpful to you?
or
কবি মুরসালিনের লেখা গুলো মাশাআল্লাহ, আর উনি মানুষটা ও অনেক ভালো আমায় উনার একটা বই গিফট করছিলো, বইটা পড়ে আমার অনেক ভালো লাগছে,দোয়া করি উনি আর অনেক বই যেনো লিখতে পারেন। ❤️
Was this review helpful to you?
or
আপনার পূর্ববতী বইয়ের সকল লেখাগুলোই মন ছুয়ে যায়। বাস্তবতা আর চিন্তাভাবনার একটা দারুন সমন্বয়। অনেক অনেক শুভ কামনা রইল। আশাকরি আরো একটা দারুন বই আসতে যাচ্ছে।




