Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Roksana Parvin books

follower

রোকসানা পারভীন

কবি রোকসানা পারভীন কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট অন্তগর্ত রূপসাগর পার্ক এলাকার দক্ষিণাস্থ সরকারি কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। তিনি বাবার চাকরির সুবাদে শৈশব-কৈশোরের দীর্ঘ সময় অনাবিল আনন্দের সাথে ক্যান্টনমেন্টের শান্তিপূর্ণ নির্মম পরিবেশে কাটিয়েছেন। তাঁর পিতা মরহুম মো. রুহুল আমিন। তিনি আঞ্চলিক অর্থ-নিয়ন্ত্রক হিসেবে কর্মজীবন পার করেছেন কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাঁর মা একজন গৃহিণী। কবি ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাইস্কুল (কুমিল্লা বোর্ড) থেকে এসএসসি এবং ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ (কুমিল্লা বোর্ড) থেকে এইচএসসি পাস করেন। অতঃপর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিএ (অনার্স), এমএ (বাংলা) অধ্যায়ন শেষে বর্তমানে স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন।

কর্মজীবনের অবসর সময়ে তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় লিখতে পছন্দ করেন হিসেবে বিভিন্ন ধরনের সাহিত্যকর্মেও ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। একজন নবাগত কবি হিসেবে তাঁর রচনাশৈলী প্রশংসার দাবিদার। তিনি একাধারে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘ফুলের ভোমর’, ‘অপার প্রকৃতি’ এবং ছড়া-গানে মিশ্রিত ছোটদের জন্য ‘ইচ্ছেডানা’ নামক শিশুতোষ কাব্যগ্রন্থ। ‘গানে ইসলামের ভুবন’ নামেও একটি ইসলামিক কাব্যগ্রন্থ লিখেছেন। কবির ‘ফুলের ভোমর’ কাব্যগ্রন্থটি পাঠক জনপ্রিয়তার শীর্ষে বলা যেতে পারে। বর্তমানে ‘বর্ণালী ভুবন’ নামে অনন্য সৃষ্টি একখানি কাব্যগ্রন্থ অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশ করতে যাচ্ছেন যেটি পাঠকমহলে যথেষ্ট প্রশংসা কুঁড়াবে বলে কবি আশান্বিত।

পাশাপাশি লিখেছেন তিনটি ছোট গল্পগ্রন্থ। এগুলো হলো ‘গল্পের সম্ভার’, ‘গল্পের রাজ্য’ এবং আত্মস্মৃতির আলোকে লেখা ‘স্মৃতির আড়ালে বাবা’ নামক গল্পগ্রন্থ। বাস্তবতার আলোকে কয়েকটি উপন্যাসও রচনা করেছেন তিনি। উপন্যাসগুলো হলো ‘ক্যান্টনমেন্টের সেইসব দিন’, ‘নীলচে মায়া’, ‘প্রকৃতির সান্নিধ্যে মানব-জীবন’, ‘পাত্রী যা-চাই’ এবং ‘বিশুদ্ধ মনের অশুদ্ধ প্রকাশ’। আধুনিক এই সাহিত্যিক মূলত তাঁর চিন্তাশক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন লেখালেখিতে যা সাহিত্যঅঙ্গণে খুবই সুচারুভাবে প্রকাশ পেয়েছে।


রোকসানা পারভীন এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed